প্রশ্ন – আমেরিকার স্টার্ট আপকে তারা কি করে লালন পালন করে উদাহরন হিসেবে উবারের কথা বলছি ?

প্রশ্ন – আমেরিকার স্টার্ট আপকে তারা কি করে লালন পালন করে উদাহরন হিসেবে উবারের কথা বলছি  ?

গত জুলাই ২০১৯ এ উবারে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা এবং বিনিয়োগ তহবিল সফটব্যাংক ভিশন ফান্ড । ফান্ড। উবারের স্বচালিত গাড়ি প্রকল্পে  । বিনিয়োগ পাওয়ার পর উবারের স্বচালিত গাড়ি ইউনিটের মূল্যমান হয়েছে ৭৩০ কোটি ডলার। এ বছরের শেষের দিকে যখন এই কোম্পানি শেয়ার মার্কেটে আসবে ধারনা করা হচ্ছে তখন এই কোম্পানির বাজার মুলো হবে ১০ হাজার কোটি টাকা ।

অথচ কোম্পানিটি এখনো লোকসানে রয়েছে এবং শিগগিরই মুনাফার দেখা পাওয়ার সম্ভাবনা নেই  ।

গগলের সাথে পাল্লা দিয়ে স্বচালিত গাড়ি বাজারে আনতে উবার একটি কোম্পানি  করেছে যাকে সংখেপে বলে এটিজি এবং এখানে বিনিয়োগ হচ্ছে ৬৬ কোটি ৭০ লাখ ডলার । এই এটিজিতে আরও ১০ হাজার কোটি ডলার দেবে, সফটব্যাংকের ভিসন ফান্ড, সফট ব্যাংক নিজে দেবে আরও ৩৩ কোটি ৩০ লাখ ডলার । তাদের পরিকল্পনা স্বচালিত গাড়ি ব্যাণিজ্যিকভাবে সহজলভ্য করতে এটিজির কাজকে সহায়তা করতে আগামী তিন বছরে তারা আরো ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে।    অথচ  উবার নিজেই জানিয়েছে, যে  স্বচালিত গাড়ি প্রকল্প ব্যয়বহুল ও সময়সাপেক্ষ এবং সফল না-ও হতে পারে। । চলতি মাসের শুরুতে এটিজির প্রধান বিজ্ঞানী রাকেল উটসাসুন বলেছিলেন, কবে বড় আকারে স্বচালিত গাড়ি বাজারে আসবে তা নিয়ে তারা নিশ্চিত নয় ।

উবারের সবচেয়ের বড়  সমস্যা হচ্ছে, কীভাবে উবার নিজের প্রবৃদ্ধির গতি বৃদ্ধি করবে এবং বৈশ্বিকভাবে চিহ্নিত হবে এমন একটি ব্র্যান্ড হিসেবে, যেটি নিয়মিত মুনাফা করবে । কারন   গত বছর ২০১৮ তে  উবার লোকসান করেছে ১৮৫ কোটি ডলার এবং এর আগের বছর মানে ২০১৭ তে লক্সান দিয়েছে  ২২০ কোটি ডলার ।

এমন পরিস্থিতিতেও এই কোম্পানিতে বিনিয়োগ কারিরা বিনিয়োগ করে যাচ্ছে ভাবা যায় ? একটি  নতুন আইটি উদ্যোগকে লালন করে বড় পর্যায়ে নিয়ে যেতে কি পরিমান সাপোর্ট ও কত দিন ধরে অপেক্ষা করতে হয় বুঝতে পাচ্ছেন ?  আমার দেশের উদ্যোক্তা ও বিনিওগকারিরা মনে করে আজকে শুরু করলে ৬ মাস না হলেও ১ বছরের পড়ে টো মুনাফা আসবেই । বিদেশি কোম্পানি গুলো অনেক সময় কোটি কোটি ডলার লস দিয়ে যখন গ্রাহক ধরে রাখা ও ব্র্যান্ড ভালু বৃদ্ধি করতে মনিনিবেস করে সেখানে আমাদের নচর নগদ মুনাফায় । আখানেই আমাদের ও বিদেশের উদ্যোক্তা ও বিনিওগকারিদের মধ্য পার্থক্য । এখন হয়ত বুঝতে পাছেন কেন অ্যামাজন, ফেসবুক, উবার, গুগল, কি করে সারা দুনিয়ায় দাপতের সাথে বিজনেস করে এবং কেন মানুষ  তাদের সেবা বা পণ্য ভালবাসে এবং তাদের প্রতি বিশ্বাস করে ।

Join The Discussion

Compare listings

Compare