প্রশ্ন – উদ্দগতা জীবন কে কে বাধা দেবে ?
আপনি যখন অনেক বড় কোন কাজ করতে যাবেন তখন চারদিক থেকে আপনি বাধার সম্মুখীন হবেন ।
আপনার পরিবার অবশ্যই আপনাকে সব চেয়ে বেশি ভালবাসে আর এই বাধা এই পরিবার থেকেই সবার আগে আসবে । যারা আপনার আপন মানুষ যেমন মা, বাবা, ভাই বোন, স্ত্রী কেউ চায় না যে আপনি কোন বড় রকমের ঝুকি নেন যেখানে আপনার অনেক বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে । তারা চায় আপনি সব সময় নিরাপদে থাকুন আর খুব বেশি ঝুকির মধ্যে না পরুন । কিন্তু বাস্তবে বড় কোন কিছু মানেই বড় বড় ঝুকি মাথায় নেয়া । তাই আপনার পরিবার আপনার যে কোন বড় প্রোজেক্ট সাধারণত বাধার সৃষ্টি করবে । একই কারনে আপনার পরিবার, মা , স্ত্রি , বন্ধু বান্ধব ও আপনাকে বেশির ভাগ সময় সাপোর্ট দেবে না অনেকে আবার হাসি তামাসা করবে । তাই খুব বড় কোন প্রোজেক্ট হাতে নিলে মাথায় রাখবেন যে জগতের সবাই আপনার বিরোধিতা করবে এবং এটা খুব সাভাবিক ভাবে মেনে নিতে হবে ।