প্রশ্ন – একজন হতাশ থেকে সফল সবজি বিক্রেতার গল্প  ?

প্রশ্ন – একজন হতাশ থেকে সফল সবজি বিক্রেতার গল্প  ?

 

লেখা পড়া শেষে চাকরি না পেয়ে কেবল পরিবার আত্মীয় বন্ধুদের তিরস্কার পেয়ে ভেবেছিল হয় মরে যাবে নয়ত সবাইকে ছেরে দূরে কোথাও চলে যাবে😭😭😭😭 ।
আমার সাথে ছেলেটির দেখা হয়েছিল । আমাকে তার অসহায় অবস্থার কথা বলে মাথায় হাত দিয়ে বসে ছিল । আমি সব শুনে বললাম, সবাইকে ছেড়ে বাসা থেকে চলে যান । কাওরান বাজারে সবজি বিক্রি করেন । সেখানে অনেক মাছের দোকানদার আছে মাসে লাখ টাকা আয় করে ।
একটা মেসে থেকে খুব ছোট করে শুরু করেছিল ৫ বছর আগে । এখন মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করে । আমি বললাম এখন অন্য কিছু করতে পারেন । সে বলে না ভাই, এই বিজনেস আমার লক্ষি । আমার অসহায় সমায়ে আমাকে দারাতে সাহায্য করেছে । আমি এই বিজনেস কে সম্মান করি আমি যত বড়োলোকি হই না কেন । আমি এই বিজনেস ছাড়ব না 😘😘😘 ।
অনেক অভিমানি ছেলেটি বললাম ছবি দিয়ে একটা পোস্ট দেই ফেসবুকে ? বলে না ভাই লাগবে না, যেমন আছি তেমন ই ভাল । মাসে অনেক টাকা আয় করলে কি হবে ? এলাকায় এখনও সবাই আমাকে তরকারির দোকানদার বলেই চিনে । টাকা পেলেও সমাজে আমার টাইটেল “তরকারির দোকানদার” 😭😭😭 ।
এলাকায় বিয়ে করতে গেছিলাম সরকারি চাকরি করি না বলে মেয়ের বাপ মেয়ে দেয় নি অবশেষে লজ্জা আর রাগে ঢাকায় এসে আর এক তরকারি দোকানদারের মেয়েকে বিয়ে করছি, অনেক ভাল আছি ।

আপনাদের কি মনে হয় ছেলেটি ভুল করেছে ? আপনারা যারা বেকার তারা কি পারবেন এমন সাহস করতে ? আমাদের সমাজ কবে খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের অনেক সম্মান করবে কেউ বলতে পারেন ? আমার মনে এমন হাজারো প্রশ্ন ।

Join The Discussion

Compare listings

Compare