প্রশ্ন – কতগুলো বিনিয়োগকারীর সাথে কথা  বলার পরে বিনিওগ মিলে ?

প্রশ্ন – কতগুলো বিনিয়োগকারীর সাথে কথা  বলার পরে বিনিওগ মিলে ?

কোন উদ্যোগ বা বিজনেস শুরু করার প্রথমেই বেশিরভাগ মানুষ যে সমস্যায় পরতে হয় টা হল বিনিয়োগ । টাকা ছাড়া আপনি কোন বিজনেস করতে পারবেন না । বেশিরভাগ আইডিয়া শুধু টাকার অভাবে কোন দিন আলোর মুখ দেখে না ।

অনেকে অনেক চেষ্টা করে । অনেকের সাথে কথা বলে কিন্তু টাকা না পেয়ে হতাস হয় । একজন উদ্যোগতার  সাক্ষাৎকারে  তিনি  বলেন যে তিনি, ১.৫ মিলিওন ডলার বিনিয়োগ পাবার আগে তিনি মোট  ৭২৫ জন বিনিয়োগ কারির সাথে কথা বলেন । যদিও আগের ৭২৪ জন বিনিয়োগ কারি তাকে না বলেছিল তবু তিনি হতাস হন নি । তিনি অবশেষে  সেই কোম্পানি শুরু করতে পেরেছিলেন এবং বিসাল অংকের টাকা লাভ করে তিনি সেই কোম্পানি তিনি বিক্রি করে দেন ।

আপনাকে অবশই সবসময় পজেতিভ থাকতে হবে । হাসিমুখে না সুন্তে হবে । না সুনার পরে নতুন করে নব উদ্যমে আবার নতুন কোন বিনিয়োগ কারির সাথে হাসি মুখে আলচনায় বস্তে হবে । নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে । কঠিন পরিশ্রম করতে হবে । মনে রাখতে হবে টাকা খুব সহজ বা সস্তা কোন জিনিস না , যে আপনি চাইলেই কেউ দিয়ে দেবে । কেউ যদি আপনার কাছেও চায় তাকেও আপনার কোন টাকা দেয়া উচিৎ হব চাহিবা মাত্র । বিনিয়োগের আগে আপ্নাকেও সম্ভাবনা, ঝুকি, নিরাপত্তা ও মুনাফা বিচার করে দেখতে হবে । আপনি যখন কোন বিনিয়োগ কারির নিকট টাকা চান তখন সেই বেক্তিও আপনার মত এসব ভেবে দেখে এবং তার হিসেবের সাথে না মিল্লে সে টাকা দেয় না ।

 

Join The Discussion

Compare listings

Compare