প্রশ্ন – কাউকে টাকা বা ধার দেবেন না ? দিলে কি কি হবে ? ধার দেয়ার হাত থেকে নিজেকে রক্ষা করবেন ?
যদি সত্যি উপকার করতে চান তবে কাউকে টাকা দেবেন না, কাজের বেবস্থা করে দেন, টাকা দিলে লোকটি অলস বা নষ্ট হয়ে যাবে । এ জন্নই গ্রামে যেসব গরীব মানুষদের সরকার সাহায্য ও রিলিফ দেয় বাস্তবে তাদের ভাগ্যের কোন উন্নয়ন ঘতে না । রিলিফ হল সাময়িক একটা সমাধান । আম্নতে সাহায্য করলে
১। তারা আপনার উপর নির্ভরশীল হয়ে পরবে ।
২। তারা অলস হয়ে পরবে ।
এখানেই শেষ না একসময় আপনি বিরক্ত হয়ে যখন টাকা পয়সা দেয়া বন্ধ করে দেবেন- তারা আপনার শত্রু হয়ে যাবে, আপনার ক্ষতি করবে । এমন প্রমান আমি নিজে পেয়ে গেছি, এমন ঘটনা আমার নিজের সাথে ঘটেছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য পোষ্ট করলাম ।
আর ধার ডিলে কি হবে জানেন ?
১। সেই টাকা সারা জিবনের জন্য হারাবেন না হয় সেই মানুষ তাকে হারাবেন ।
২। আপনার সত্রু পয়দা হবে , সম্পর্ক নষ্ট হবে ।
তাহলে কি করে মানুষের উপকার করবেন ? কি করে মানুষ আপনার থেকে উপক্রিত হবে ?
আপনি মানুষকে কাজের বেবস্থা করে দিন । যে ছোট বিজনেস করে তাদের মুল্ধন বাড়ানোর জন্য সাহায্য করুন । বেকার মানুষদের জব নিয়ে দিন । আপনি এসব করলে মানুষের সত্তিকারের কল্লান হবে । আপনার টাকাও ভাল থাকবে । আপনিও ভাল থাকবেন ।
ধার দেয়ার হাত থেকে কি করে বাচবেন ?
১। সবাইকে স্পষ্ট করে বলে দেবেন আপনি ধার কর্জ পছন্দ করেন না ।
২ কারো সাহাজ্জের দরকার পরলে আপনি ২/৪ হাজার সাহায্য করবেন কিন্তু কাউকে ধার দেবেন না ।
৩। আর পরেউ লোকজন ধার নিতে আসবে । তাদেরকে ব্যাংক দেখিয়ে দিয়ে বলবেন – ধার দেয়ার জন্য ব্যাংক বসে আছে । ব্যাংক ম্যানেজার আপনার পরিচিত আপনি লোণ পেতে সাহায্য করবেন ।
৪ শেষ কথা আপনার কাছে যে সব সময় টাকা পয়সা থাকে এটা কাউকে বলতে জাবেন না । কথাও টাকা লাগবে কারো থেকে নিয়ে সেই টাকা দেবেন যাতে লকে মনে করে আপনি কারো থেকে নিয়ে টাকা দিচ্ছে আপনি তাকে পরে দেবেন, আপনার হাতে টাকা নেই, বা সাধারণত ক্যাশ টাকা থাকে না ।
৫। কেউ টাকা চাইলে আপনার কোথায় কোথায় টাকা লাগবে, কে কত টাকা ধার নিয়ে রেখে দিছে বলতে থাকুন । টাকা ধার নিয়ে কে কে ফেরত দেয় নি সেই কথা প্রচার করতে থাকুন ।
৬। টাকা না থাকায় কি কি করতে পাচ্ছেন না সে সব তার সাথে শেয়ার করুন আসা করি সে আপনাকে ছেরে দউরে পালাবে ।
৭। এলাকায় সুদের বাবসা করে এমন কয়েকজনের সাথে খুব ভাল সম্পর্ক রাখুন , তাদের নাম্বার সেভ করে রাখুন , কেউ আপনার নিকট ধার চাইতে আসলে আপনি তাকে জিজ্ঞাসা করুন কত টাকা লাগবে ? তার পরে সুধের বেসায়ির নাম্বার দিয়ে উনার কাছে যেতে বলুন । বলে দান টাকা দিতে না চাইলে সে জেন আপনার নাম বলে ,এবং নিসচয়তা দিয়ে দেন যে আপনার নাম বললে অবশই টাকা দেবে । যত টাকা ল্কাগে ততই দেবে, যতদিন পরে ফেরত দিতে চান দিতে পারবেন কোন সমস্যা নাই ।
আসা করি টাকা ধার দেয়ার হাত থেকে নিজেকে বাচাত পারবেন ।