প্রশ্ন – কারো থেকে বিনিয়োগ নিলে বা কারো কোম্পানিতে বিনিয়োগ করলে কিভাবে করতে হবে ?

প্রশ্ন – কারো থেকে বিনিয়োগ নিলে বা কারো কোম্পানিতে বিনিয়োগ করলে কিভাবে করতে হবে ?

 

বিনিয়োগ নেয়ার বা দেয়ার খেত্রে আপনি অবশই কমপক্ষে ৩০০ টাকার স্ট্যাম্প এ বা আইঞ্জিবির পরামর্শ অনুযায়ী সেই মুল্লের স্ট্যাম্প এ চুক্তি করে নেবেন । তবে অনেক বেশি টাকার বিনিয়োগ হলে কোম্পানি গঠন করে বিনিয়োগ  সবচেয়ে বেশি নিরাপদ ।  লেন্দেন সবসময় ব্যাংক ও চেকের মাধ্যমে করবেন । কখনও কারো হাতে ক্যাশ টাকা দেবেন না ।

Join The Discussion

Compare listings

Compare