প্রশ্ন – কার থেকে বিজনেস পরামর্শ নেবেন আর কার থেকে নেবেন না ? কেন নেবেন না ?
আমাদের দেশে আপনি যদি বলেন যে আপনার কাছে কিছু টাকা আছে । আপনি বিজনেস করতে চান ? কি বিজনেস করা যায় ? কোন বিজনেস ভাল চলছে ? কোন বিজনেস করলএ আমি ভাল করতে পারব ? কোন বিজনেসের ভবিষ্যৎ ভাল ? আপনি তাকে আরও যা যা প্রশ্ন করুন না কেন । প্রায় ৯৯% সময় যে বেক্তিকে জিজ্ঞাসা করছেন উনি নিজে যে বিজনেস করছেন সেই বিজনেসের কথা বলবেন, ভুলেও সে আপনাকে অন্য কোন বিজনেস করার পরামর্শ দেবেন না । অনেক সময় আপনাকে তার বিজনেসে বিনিয়োগ করতে বলবেন । আপনাকে পার্টনার হতে বলবেন । আপনাকে সকল রকম সহযোগিতা করার আসসাস দেবেন এবং আপনাকে খুব ভাল আপ্পায়ন , খ্যাতির সম্মান করবেন ।
আপনি অনেক খুসি হবেন । মনে মনে তাকে খুব সাহায্যকারী, সহজগি, দয়ালু, সুন্দর মনের মানুষ ভাবতে থাকবেন । এক সময় তার সুন্দর ব্যাবহার এর ভালবাসার কাছে হার মেন জাবেন , তাকে বিশ্বাস করবেন । সব কথা শেয়ার ক্রবেন ।, তাকে সম্মান করবেন, স্রধা করবেন, তাকে জানবেন এবং তাকে মানবেন ।
উনি আপনাকে বলবে ঠিক আছে আপনি পাথর ও বালু সাপ্লাই দেয়ার বিজনেস শুরু করেন । অনেক লাভ । রড ব্রিস্তি ঝরে নষ্ট হবে না । দিন দিন দাম শুধু বারবে । দাম কম্বে না । চিন্তার কিছু নাই । আজকাল সবাই পাকা বাড়ি ঘর করছে । সুতরাং পাথর এর বালুর চাহিদা খুব । আপনি হয়ত জানে ন না । কই থকে এসব আনতে হবে ? কত টাকা দামে পাইকারি কিনতে হবে ? কত টাকা গাড়ি ভাড়া পরবে ? নিয়া আসে কত খরচ পরবে ? তার পরে কত টাকা দামে বিক্রি করতে হবে ? কিন্তু সমস্যা নাই উনি হাসিমুখে আপনার পাশে আছেন । তিনি আপনাকে সব শিখিয়ে দেবেন ।
আপনি খুসি মনে লাখ বিশেক টাকা নিয়ে আপনার বিজনেস গুরুকে নিয়ে চলে গেলেন ডালিয়া, পঞ্চগর, অথবা হিলি বর্ডার । আপনার বস বালু, পাথর সব আপনার হয়ে কিনে দিল, গাড়ি ঠিক করল, ৭ দিনের মধ্য আপনার বিজনেস শুরু হয়ে গেল । প্রথম ১ মাস নতুন হিসেবে অনেকেই আপনার কাছ আসল নগদ বাকি মিল বেস ভালই বিক্রি হল । আমাদের দেশে একটা স্বভাব আপনি যে দোকান দেন না কেন , সেটা শুরু করলে প্রথম মাসে খুব ভাল চলে, লোকজন সখ করেই সেখানে কেনা কাটা করে । কিন্তু আসল চিত্র ফুতে উঠে ৬ মাস পর । আপনার খেত্রে দেখা গেল কাহিনই এক । প্রথম মাস একটু বিক্রি হলেও ৬ মাস পরে বিজনেস এর চলছে না । আপনি হতাস হয়ে যাচ্ছেন, গুরু পিছে ঘুরছেন কিন্তু আপনার কপাল খুলছে না । কি করা যায় কি করা যায় ? আপনি হতাস । ২০ লাখ টাকার মাল নিয়ে যে আসেছিলেন সেখান থেকে অয়ত লাখ ৩ টাকা ৯ মাসে বিক্রি করেছেন কিন্তু সেই টাকা খরচ করে খাওয়া শেষ । এর মার্কেটে বাকি পরেগেছে মার্কেটে ২ লাখ টাকা । আপনি চরম হতাস হয়ে গুরুর পিছে ঘুরছেন । গুরু আর আগের মত ভালবাসে না । একদিন বিরক্ত হয়ে সে বলল ভাই এত অধরজ হলে হবে ? আপনি না পারলে বিজনেস ছেরে দেন । আপনি অসহায় বিজনেসে ধরা খেয়ে বললেন ঠিক আছে মাল নিয়ে নেন । আপনাকে টাকা দেন । তখন গুরু বলল এত টাকা তোঁ তার কাছে নাই । আপনার মাল বিক্রি করে আপনাকে আসতে আসতে সে সধ করে দেবো । অসহায় আপনি খুব অনুরধ করলে আপনাকে হয়ত লাখ দুয়েক টাকা হাতে দিয়ে বলল বাকি ১৩ লাখ টাকা বিক্রি করে আ[প্নাকে দেবে । আপনি উপায় না পেয়ে তাকে মাল দিয়ে বিজনেস ছেরে দিলেন । তার পরে আরও ১ বছর উনার পিছে ঘুরে ঘুরে আরও ৩ লাখ টাকা উদ্ধার করলেন । কিন্তু এর পরে গুরু আর আপনার ফোন ধরে না । দেখা হলেও খুব বাস্ত । অনেক ধার দেনায় পরে গেছে অনেকে মাল বাকি নিয়ে তাকজা দিচে না এসব গল আপনাকে সুনাতে থাকবে । উনি টাকা পায় এমন ২/৪ জনের কাছে আপনাকে সাথ করে নিয়েও যাবেন । আপনি দেখবেন তারা টাকা দিচ্চে না । আপনার গুরুও আপনাকে টাকা দেবে না । একসময় আপনি টাকার চিন্তায় অসুস্থ হয়ে যাবেন । আপনার পরিবার আপনাকে বোকা , অলস, আপনাকে দিয়ে কিচ্চু হবে না এসব বলতে থাকবে , আপনি টাকা ও বিজনেস হারিয়ে পথে পথে ঘুরবেন আর আপনার গুরু আপনার পাথর বালু বিক্রি করে সেই টাকায় মাস্তি করছে এবং নতুন কোন সিসস খুজছে বিজনীস শুরু করে দেয়ার জন্য ।
এইবার কিছু চরম সত্য কথা বলি মনে রাখলে আপনার কাজে লাগবে আমি নিশ্চিত ।
১। মাগনা বিজনেস পরামর্শ দেয় এমন সব গুরুই গুরু না অনেকে মহা প্রতারক ।
২। যার থেকে পরামর্শ নেবেন সেই মানুষ সম্পর্কে খুব ভাল করে খজ খবর নিন, অচেনা অজানা হুট করে পরিচয় এমন লোকের সাথে বিজনেস পরামর্শ করতে যাবেন না ।
৩। অনেকে বিজনেস শুরু করে দেয়ার নাম করে আপনার টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করবে যেমন্তি এই পাথর ও বালু বাবসায়ি করেছে ।
৪। বালু বাবসায়ি কোন দিন কত টাকা মেরেছে যানেন ?
- প্রথম যেদিন আপনাকে ২০ লাখ টাকার মাল কিনে দিয়েছিল সেদিন – কমিসন বাবদ আপনার থেকে আয় করেছে কমপক্ষে ২ লাখ টাকা ।
- আপনি যে বাকি দিয়েছেন সেই বাকি মাল আসলে সেই গুরুই তার পছন্দের ও বিশ্বস্ত লোকদের দিয়ে বাকি নিয়েছে সেখানে প্রায় মেরে দিয়েছে ১ লাখ টাকা ।
- বাকি যে ১০ লাখ টাকা আপনার গুরুর কাছে পরে থাকল সেই টাকা মনে হয়না এই জনম পাবেন
- শুধু একজন ভুল মানুষের সাথে পরামর্শ করে বিজনেস শুরু করার কারনে আপনি ২০ লাখ টাকার মধ্য মাত্র ৩+২+৩ লাখ = ৮ লাখ টাকা হাতে পেলেন আর বাকি ১২ লাখ টাকা বাকি ও গুরুর পকেটে । সুতরাং সাধু সাবধান ।
৫। কারো সহযোগিতার কথায় মুগ্ধ না হয়ে , যে বিজনেস করতে চান আগে সেই বিজনেসে নিজে কিছু দিউন কাজ করুন । বিস্নেস করার আগে বিজনেস সিখুন । বিশ্বস্ত, পরিচিত ও সুনাম আছে এমন ভাল মানুষদের থেকে বিজনেস পরামর্শ করুন ।
৬। পেশাদার বিজনেস গুরু বা বিজনেস অ্যাডভাইজার বা বিজনেস পণ্ডিতদের সাথে পরামর্শ করুন । আপনি মাগনা না টাকা দিয়ে পরামর্শ নিন আপনি ও আপনার বিনিয়োগের নিসছয়তা নিশ্চিত করুন । ভাল থাকুন আপনি ভাল থাকুক আপনার কষ্টের প্রতিটি টাকা ।