প্রশ্ন – কিভাবে একজন উদ্যোগতা কম পুজিতে একটি ব্যবসা বা উদ্যোগ শুরু করতে পারেন  ?  

 

১। আপনার ভালোলাগা ও পোচোণ্ড খূজে বেড় করুন।

২। যে বিজনেস কোরতে চাচ্ছেন সে সম্পর্কে জানুন ও বীজণীজটী শীখূণ ।

৩। ছোট করে শুরু করুন।

৪। একটি পরিশ্রমী ও দক্ষ টিম গঠন করুন ।

৫। দামী অফিস ও আসবাবপত্র পোড়ীহাড় করুন  ।  শুরুতে কোন অফিস নেয়ার কথা চিন্তা করবেন না। ঘরে বসে কাজ শুরু করুন। সম্ভব হলে কারো সাথে অফিস শেয়ার করতে পারেন।

৬। সুন্দর একটি নাম ঠিক করে সেই নামের ডোমেইন কিনে ফেলুন ।
৭।  ওয়েবসাইট কি এবং কিভাবে কাজ করে (Google, YouTube অথবা কারো সহযোগিতা নিন)
৮।  WordPress বেসিক শিখুন (Googe, YouTube, Facebook Group)
৯ । বেসিক SEO সম্পর্কে ধারনা নিন (Googe, YouTube, Facebook Group)
১০। বিভিন্ন অনলাইন Marketplace সম্পর্কে ধারনা নিন এবং একাউন্ট খুলুন
১১।  বিভিন্ন ধরনের ডিজিটাল প্রডাক্ট সার্চ করতে থাকুন এর সম্ভবনা মূল্যায়ন করুন।
১২। . ব্যবসার ওয়েব সাইট তৈরিতে হাত দিন। এতে কি কি থাকবে এর একটি রাফ লিস্ট তৈরি করুন।
১৩। ব্যবসার জন্য একটি সুন্দর লগো তৈরি করুন এবং ব্যবসার নামে সুন্দর ভিজিটিং কার্ড করুন ।
১৪।  ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করার কথা চিন্তা করুন ।
১৬  ব্যবসার নামে ব্যাংক একাউন্ট করুন (পরে করলেও হবে)
১৭।  আশ-পাশের পরিচিত লোক-জন, আত্নীয়-স্বজন, বন্ধুদের আপনার ব্যবসা সম্পর্কে বলুন।
১৮।  ব্যবসার নামে একটি ফেসবুক পেজ, গ্রুপ খুলুন এবং একটিভ থাকুন
১৯।  মার্কেটিং প্লান তৈরি করুন (কঠিন বিষয়)। কাস্টমার নক করুন।

২০।  পেইড মার্কেটিং এর কথা চিন্তা করুন।
২১।  ব্র্যান্ডিং করার উদ্যোগ নিন।
২২।  নিজেই বেশির ভাগ কাজ করার চেষ্টা করুন এবং কাজ করার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য একটি আউট-সোর্স টিম রেডি করুন।

Join The Discussion

Compare listings

Compare