প্রশ্ন- কি করলে জীবনে সফল হতে পারবো ? সাফল্যের রহস্য কি ?  ৫৩

প্রশ্ন- কি করলে জীবনে সফল হতে পারবো ? সাফল্যের রহস্য কি ?  ৫৩
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ;
আমাকে কমেন্ট বা ইনবক্সে বেশির ভাগ যে প্রশ্নগুলো করা হয়; তার মধ্যে উপরের প্রশ্নটি সবচেয়ে কমন ।
>>>>>>>>>>
যারা এই প্রশ্নগুলো করেন আমি জানি তারা কেউ আজকে হয়ত সফল না কিন্তু তাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে; যা তাদের প্রশ্নের ধরণ দেখেই আমি বুঝতে পারছি । তাদের মধ্যে বড় হবার এক অদম্য বাসনা সব সময় তাড়া করে ফেরে। সকল স্বপ্নবাজ তরুণ-তরুণীদের এই মনোবাসনা কে আমি অভিনন্দন জানাই আর সেই সাথে জানাতে চাই কি করে আপনিও সাফল্যের মুকুটটি ছিনিয়ে আনতে পারবেন।
আমার স্ট্যাটাস দেখে যারা অনুপ্রাণিত হচ্ছেন তাদের সে অনুপ্রেরণার আগুনে ঘি হিসেবে “আজাদ ফুড প্রডাক্ট” এর একে আজাদ সাহেব, “আকিজ গ্রুপের” আকিজ সাহেবকে আমরা মডেল হিসেবে দেখতে পারি, যারা জীবনে অনেক কষ্ট ও পরিশ্রম করে আজকের এই অবস্থানে আসতে পেরেছেন । বলে রাখা ভাল; সফল মানুষদের বিলাস বহুল গাড়ি, বাড়ি, ব্যবসা দুচোখে দেখা গেলেও তাদের ক্লান্ত দেহের ঘামের দুর্গন্ধ, কষ্ট, ঘুমহীন কত রাত আর ফেলে আসা চোখের জলগুলো লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। যারা অতি উৎসাহী হয়ে শর্টকাট রাস্তা খোঁজায় ব্যস্ত তাদেরকে আমার পোস্ট পড়া থেকে বিরত থাকতে বলছি। আমি নিজেও জীবনে অনেক কষ্ট করেছি, জীবনে চলতে গিয়ে আমি অনেক কাজ করেছি যা অনেকেই করতে লজ্জা পাবে ।

জীবন উন্নতি করতে বা সফল হতে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন-

১। কাজ করুন; তা যে কাজই হোক না কেন । ” লোকে কি বলবে ” এই কথাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন ।
২। কাজকে ছোট বড় করে দেখে এমন লোকদের এড়িয়ে চলুন ।
৩। যা-ই আয় করুন না কেন কিছু সঞ্চয় করুন, সঞ্চয় করার পরে যা অবশিষ্ট থাকে সেটা খরচ করুন ।
৪। যে ব্যবসা ভালো লাগে বা নিজে বোঝেন সেটা করুন, খুব ছোট করে শুরু করুন, পরে আস্তে আস্তে বিনিয়োগ বাড়াতে থাকুন ।
৫। একটা ব্যবসায় খুব ভাল করছেন এমন সময় হুট করে নতুন সেক্টরে বিনিয়োগ করবেন না। পারলে সেই ব্যবসাটাই আরও বড় করুন ।
৬। লেগে থাকুন, হাল ছেড়ে দেবেন না। কেউ আপনাকে বিশ্বাস না করলে না করুক, নিজে নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর ভরসা রাখুন ।
.৭। সফল মানুষদের জীবনের গল্প পড়ুন, যারা সফল তাদের সাথে চলাফেরা, অনুসরণ ও বন্ধুত্ব করুন ।

লিখেছেন- বাস্তব জীবনে খেটে খাওয়া – Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare