প্রশ্ন – কি করে আপনার জন্য উপযুক্ত বিজনেস খুজে বের করবেন ?
আমি বলব যে বিজনেস আপনার খুব ভাললাগে এবং আপনি মন থেকে যে কাজ করতে আপনার খুব ভালবাসেন সেই সেক্টরের সেই বিজনেস শুরু করে দিন । মন থেকে ভাল লাগেনা এমন বিজনেস আপনি কখনই ভাল করতে পারবেন না । কাজের প্রতি বিরক্তি কখনই ভাল কিছু বয়ে আনে না । আমি রিয়েল এস্টেট আর অনলাইন আইটি বিজনেস পছন্দ করি বলেই আমি ২৪ ঘণ্টা আমার বিজনেস নিয়া থাকলেও আমার কষ্ট হয় না বরং আমার ভাল লাগে । খুব অল্প সময়ে ভাল করার কোন বিজনেস নেই সব বিজনেসি ভাল পজিশনে যেতে সময় লাগে । আমি ছোট বেলা থেকেই অনেক বিজনেসের সাথে জরিত ছিলাম শুধু তাই না আমার BHABAN. com ও BDDelivery নিয়ে আমি গত ৬ বছর যাবত কাজ করে যাচ্ছি ।
কোন আইডিয়া মাথায় আসল আর সাথে সাথে সেই বিজনেস শুরু করা উদ্যোক্তা জীবনের এক মস্ত বড় ভুল । আর আপনাদের যাতে এই ভুলে না পরতে হয় তাই নিচে কিছু উপায় লিখে দেয়া হল ——-
১- যে বিজনেস শুরু করতে চান সেটা লিখে রাখুন এবং যেদিন মনে হবে আপনি এই বিজনেস করতে চান সেই দিন থেকে আগামি ৩ মাস সময় এটা নিয়ে ভাবুন, সেই বিজনেস সম্পর্কে জানুন, বুঝুন ।
২- আপনি যে বিজনেস করতে চান সেই বিজনেস বর্তমানে যারা করছে করছেন বা যারা এই বিজনেসের মালিক তাদের সাথে গল্প করুন, আড্ডা দিন, প্রশ্ন করুন, জানুন, শিখুন, তাদের বলুন এই বিজনেস করতে চান তারা সবাই এই বিজনেস করার সব উপায় না বলে দিলেউ এই বিজনেসের সব খারাপ দিক গুলো সব বলে দেবে । আবার কেউ ভাল দিক গুলো বলবে সবার কথা দিন শেষে নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার মন কি বলে । সব বিজনেসের ভাল মোণ্ড ২ টা দিক থাকে , আপনি ভেবে ডেখূণ মোণ্ড দিকটি আপনি মেণে নিতে পারবেন কি না ?
৩- যে বিজনেস করতে চাচ্ছেন সেটা কেন করতে চাচ্ছেন ? কি এমন আছে যা অন্য কোন বিজনেস এ নাই ? এই বিজনেসের প্রতি আপনার অনুরাগ বা ভালবাসা কতটুকু নিজেকে প্রশ্ন করুন । কয়েকমাস মাস উপরের বিষয়গুলো মাথায় নিয়ে আপনার পছন্দের বিজনেস নিয়া তুলনা, আলোচনা, পর্যালোচনা করুন আসা করি অনেক বিজনেসের মধ্য থেকে আপানর জন্য উপযুক্ত ও মানানসই বিজনেস আপনি খুজে পাবেন আর ভুলেও হুট করে আন্দাজে কোন বুজনেস এ বিনিয়োগ করতে যাবেন না ।
৪। দেখা দেখি কোন বিজনেস শুরু করতে যাবেন না । নিজে বুঝেন এমন বিজনেস করবেন । নিজে বুঝেন না এমন বিজনেস কখনই করতে যাবেন না । পূড়া বিজনেসটি নিজে আগে শেখাড় চেশটা করুন । বিজনেস শেখাড় সবচেয়ে শড়েশটো উপায় হোল যে বিজনেস কোরতে চান সেই বিজনেসে কমপক্ষে ১ বোছোড় নিজে কাজ কোড়া । আর পরে শুরু করে ডেণ আশা কোড়ী ধড়া ক খাবেণ না । জমীড় বেবশায় অনেক লাভ এই কোঠা শূণে এই বিজনেসে ঝাপীয়ে পরবেন না । যে বিজনেসে যত বেশি লাভ সেই বিজনেসে তত বেশি ঝূকী ।
৫। নিজের সামর্থ্য ও যোগ্যতা খুজে বের করুন । হই হুল্লর ভাল লাগে ? ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিযে পার্টি, ফটো গ্রাফি, মিডিয়া সেক্টরের বিজনেস শুরু করেন । মানুষকে মানেজ করতে পারেন ? লকিএ আপনাকে বিশ্বাস করে ? অনেক ক্ষমতা অনেক টাকা আছে ? রিয়েল এস্টেট বিজনেস শুরু করেন । লকজনের সাথে বেশি কথা বলতে চান না ? অকে প্রোডাকশনের কাজ করুন, মাল পাইকারি বিক্রি করুন, খুব বেশি লোকের সাথে কথা বলতে হবে না । বাইরে জেতে ইচ্চে করে না ? ঘরে বসে থাকত ে ভাল লাগে তাইলে অনলাইনে বা আইটি সেক্টরে কিছু করুন সারা দিন ঘরে কম্পিউটারের সামনে বসে থাকতে পারবেন । নিজের সামর্থ্য ও ক্ষমতা কোন দিখে খুজে বের করুন । ভাল রান্না জানেন ? খেটে ভাল লাগে ? খাওয়াতে ভাল লাগে ? হোটেল ও রেস্টুরেন্ট বিজনেস শুরু করুন । নিজেকে আবিস্কার করুন, নিজেকে খুজতে থাকুন । শেষ কথা হল সব বিজনেসেই টাকা আছে আসল ঘটনা হল আপনি করতে পারবেন কোন বিজনেস সেটা শুরু করুন, ধরে থাকুন, লেগে থাকুন আপনি অবশই সফল হবেন ।
সকলের সাফল্য কামনা করছি । মূল্যবান কিছু মাথায় আসলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ।