প্রশ্ন – কি করে খুব অল্প সময়ে কোন মানুষ চিনবেন ? 

প্রশ্ন – কি করে খুব অল্প সময়ে কোন মানুষ চিনবেন  ?

মানুষ চেনার কিছু কৌশল আপনাকে দিচ্ছি ,যদিও ১০০% মানুষ আপনি কখনই চিনতে পারবেন না । তবে আমার সামান্য চেষ্টা আপনাকে প্রায় ৯০% সময়ে ঠিক ধারনা পাবেন আসাকরি ।  আপনি যে মানুষ সম্পর্কে খুব অল্প সময়ের মধ্য  ভাল ধারনা পেতে চান আপনি সেই মানুষের সম্পর্কে খুব করে খেয়াল করুন যে  সে –

১। সে কেমন পোশাক পরে ?

২। কেমন খাবার পছন্দ করে ?

৩। কেমন করে কথা বলে ?

৪ । কেমন লকদের সাথে উঠা বসা করে ?

৫। লোকজন তাকে কেমন বলে ?

৬ । সে নতুন নতুন বঁধু বানায় কি নাকি পুরাতন বন্ধুদের নিয়েই থাকে?

৭ । সে কিভাবে টাকা খরচ করে ?

৮। সে কতটা মিত্তা কথা বলে?

৯। তাকে একবর টাকা ধার দিয়ে দেখুন ।

১০। তার সাথে প্রচুর কথা বলুন ।

১১ সম্ভব হলে তার সাথে রাত্রি যাপন করুন ।

১২ সে সবার সাথে কেমন আচরন করে ?

 

এক কোথায় তার সমস্ত কিছু  খেয়াল করতে ট থাকুন যতটা সম্ভব সেই বেক্তির সম্মন্ধে তথ্য সংগ্রহ করুন । আর পড়ে আমি আসছি বেক্ষা নিয়ে ।

১। পোশাক পরিচ্ছদ  –

সাদা মনের সহজ সরল মানুষেরা সাধারণত খুব ধাধারন পোশাক পরিধান করে । খুব চাক চিক্ক ও প্রদর্শনী ঘড়ি সুত টাই ও সব সময় পরিপাটি হয়ে চলা ফেরা করে যারা হয় খুবি বড়োলোক ও ফেসন সচেতন অথবা খুবি গরীব কিন্তু পসাকে নিজেকে তেনে তলার চেস্তায় বেষ্ট । চিতার,আ বাতপার ও চাপাবাজদের প্রায় সবাই খুব চাক চিক্ক ও দামি পোশাক পরিধ্না করে যাকে বলে শ অফ করা ।  সো অফ করা ম্নুসেরা মনের দিক দিয়েও অহংকারি  হয়ে থাকে । খুব গানি ও মেধাবী ও সফল  মানুষেরা পোশাক আসাকের দিকে খুব বেশি সময় নষ্ট করে না । তারা কাজ কর্ম, সৃষ্টিশীল চিন্তা ভাবানা নিয়ে বেষ্ট থাকে ।

২ খাবার –

পুস্তি গুনের দিকে ক্ষেয়াল না করে ভাজা পরা, মুখ্রচক, ফাস্টফুড, বেভারেজের দিকে যাদের খেয়াল তারা সাধারণত অপচয় কারি ও অদুরদরসি, অপরিনাম দরসি, অধরজ, অস্থির, ভগে বিশ্বাসী,  ভবিষ্যতের চিন্তা করে না এমন ধরনের হয়ে থাকে  । আই মানুষেরা সাধারণত খুব বেশি সফল ও সম্পদশালী হবার সামর্থ্য রাখে না ।  মেধা কম থাকলে যা হয় এরা ভবিষ্যতের চিন্তা খুব কম করে ।

 

৩। কেমন  করে কথা বলে ?

খুব ধিরে ধিরে ও নিচু স্বরে কথা বলে, মিস্ত ভাসি মানুষেরা খুব বুদ্ধিমান ও চালাক চতুর হতে পারে । খুব স্টাইল করে কথা বলা, মানুষকে আঘাত করে কথা বলা  অহংকারি , তারা অনেক সময় একটু কম মেধাবী হয়ে থাকে ।। কম কথা বলা মানুষেরা সাধারণত বুদ্ধিমান, ও জটিল প্রক্রিতির হয়ে থাকে । অনেক সময় এরা অনেক ভয়ংকর হয়ে থাকে । মন খুলে সবার সাথে কথা বলে দিল খোলা মানুষেরা সাধারণত নিরাপদ, অনেক সময় একটু কম মেধাবী মানুষ হয়ে থাকে । সব কোথায় হা বলে সুর মেলায় এমন লকেরা প্রচণ্ড মেধাবী সহজে কারো সাথে তরকে যেতে চায় না, ভাল হলে ভাল খারাপ হলে চরম লেভেলের প্রতারক ও ভয়ংকর হতে পারে ।

 

৪ । কেমন লকদের সাথে উঠা বসা করে-

মানুষ নিজে যেমন ঠিক তেমন মানুষদের সাথে উথাবসা ও চলাফেরা করে থাকে যারা নিজে ভাল তারা সবসময় ভাল লকদের সাথে চলার চেষ্টা করে ।

 

৫। লোকজন তাকে কেমন বলে –

একজন ভাল  মানুষকে ২/৪ জন খারাপ বললেও বেশিরভাগ মানুষ তাকে সবসময় ভালই বলবে । লোকের কোথায় কান দিও না ঠিক আছে তবে যা রটে তা কিছুটা বটে সূত্র মতে খারাপ লোকদের সম্পর্কে সাধারণত লকে খারাপি বলে ।

 

 

 

 

৬। পুরাতন নাকি নতুন নতুন বঁধু নিয়া থাকে –

আপনি দেখুন তার আসে পাসের বন্ধুরা তার সম্পর্কে কি বলে ? পুরাতন বঁধু আছে কি না । যারা খারাপ মানুষ তাদের সাথে কেউ চলতে চায় না ফলে তাদের সাথে সবসময় নতুন মানুষ দেখবেন খুব পুরাতন বঁধু কম পাবেন আর যাদেরকে পাবেন তারাও হবে তার মত আকদম পাক্কা ইবলিস ।

 

৭ । সে কিভাবে টাকা খরচ করে ?

যারা পরিশ্রম করে কষ্ট করে টাকা আয় করে তাদের উপার্জিত অরথের প্রতি একটা  মায়া মহাব্বত কাজ করে ফএ তারা খুব বেশি টাকা খরচ বা অপচয় করতে পছন্দ করে না । নিজের জন্য খুব খরচ করে পরিবারের  জন্য বেশি খরচ যে কোন মানুষের সুন্দর মনের পরিচয় ও উদার মানসিকতা প্রকাশ করে । বঁধু বান্ধব থেকে শুরু করে সবার জন্য হাত খুলে খরচ করা অবৈধ, অন্নায়, ও দুরনিতির মাধ্যমে আয়ের সংকেত বহন করে । যারা অনেক বেশি খরচ করে নিজেকে সো অফ করতে চায় তারা প্রায় সবসময়   ঋণ গ্রস্থ , প্রতারক ও থকবায টাইপের মানুষ হয়ে থাকে ।  যার খুব বেশি টাকা খরচ করে এমন লোকদের থেকে দূরে থাকুন ১০০ কিলোমিটার ।

 

৮ । সে কতটা মিত্তা কথা বলে

মিথ্যা যে কোন মানুষকে বুঝার সবচেয়ে সহজ মাধ্যম । যে যত বেশি মিথ্যা কথা বলে সে তত বেশি ভয়ংকর । এখন কি করে বুঝবেন সে মিত্তা বলে ? খেয়াল করুন সে আপনার সামনে অন্য লোকের সাথে কি ভাবে কথা বলে । ফোনে কার সাথে কিভাবে মিথ্যা বলে । আপনাকে শুধু আইতুকু খুজে বের করতে হবে সে কত টুকু সত্য বলে আর কত টুকু মিথ্যা বলে । মিত্তার পরিমান যার যত বেশি মানুষ হিসেবে সে তত খারাপ ও ভয়ংকর । মিত্তাবাদি চেনার আরেক্তি উপায় হচ্ছে তার কাছে জাই চাইবেন সে তাতেই হা বলবে যদিও অবশেষে সে আপনাকে কিছুই দেবে না , আপনার জন্য কিছুই করবে না, কারন সে একজন মিত্তাবাদি । আর মিত্তাবাদি মানেই খারাপ মানুষ ।

 

৯। টাকা ধার দিয়ে দেখুন –

মানুষকে চেনার সবচেয়ে সহজ ও সুন্দর মাধ্যম হচ্ছে কাওকে টাকা ধার দেয়া । প্রায় সবাই দেখবেন টাকা ধার নিলে ফেরত দেবে না অথবা দিলেও সময় মত দেবে না । আর যারা মানুষের টাকা নিয়ে ফেরত দিতে তাল বাহানা করে তারা ১০০% খারাপ মানুষ । অনেকে আবার কম করে ধার নিয়ে নিয়মিত ফেরত দেয় বড় করে ধার নিয়ে ফেরত না দেয়ার জন্য সুতরাং সাবধান টাকা ধার দেয়া থেকে । আপনি খজ খবর নিয়ে দেখুব যদি টাকা পয়সা লেন দেনের ব্যাপারে কোন খারাপ তথ্য পান তবে নিশ্চিত বুঝে নেবেন এই লোক কখনই ভাল না ।  যদি কোন মানুষকে খুব চিনতে ইচ্ছে করে তবে — “তার সাথে টাকার লেনদেন কর, সে তার নিজের মানুষদের সাথে কেমন আচরন করে সেটা খেয়াল কর – তাকে চিনতে পারবে” —Khandokar Robi

 

 

১০। তার সাথে প্রচুর কথা বলুন ।

মানুষকে বুঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার সাথে প্রচুর কথা বলা । ২/৪ মিনিত মানুষ অভিনয় করতে পারে । আসল চরিত্র প্রকাশ করা থেকে বিরত থাক্ত পারে । কিন্তু আপনি নিয়মিত কোন লোকের সাথে কথা বারতা চালিয়ে যেতে থাকলে এবং আপনি যদি তার প্রত্যেকটি কথা খেয়াল করে মনে রাখেন এবং তার অলা প্রতিতা কথা আক্তার সাথে আরেক্তা মেলাতে থাকেন তবে আপনি সেই বেক্তি সম্পর্কে বুঝে ফেলবেন । খারাপ মানুষ নিজের খারাপ দিক্তি লুকিয়ে ভাল দিক্তা প্রকাশ করবে কিন্তু হতাস হবার কিছু নাই দীর্ঘ দিন কথা বললে জগতে এমন কোন বাতপার নেই যে আপনার কাছে ধরা খাবে না । সুতরাং  প্রচুর কথা বলুন – সে ধরা খাবে এটা ফাইনাল ।

১১। সাথে সময় কাটান –

ফোন মেসেজে মানুষ অনেক কথাই বলতে পারে । কিন্তু বাস্তবে কোন মানুষের সাথে আপনি মেলামেসা করলে তার সম্পর্কে অনেক বেশি জানতে পারবএন । এক সাথে চললে অনেক কিছু মানুষ জানতে পারে বলেই । পুলিস তার সোর্সকে একসময় মেরে ফেলে, প্রধানমন্ত্রী তার সিকিউরিটি অফিসার বদল করে, বাবসায়ি তার সেক্রেটারি পরিবর্তন করে । আপনি কোন ম মানুষের সাথে একসাথে খাউয়া , দাউয়া , চলা ফেরা, আড্ডা, গল্প , গুজব পিকনিকে চাউয়া, রাতে একসাথে থাকলে সেই মানুষের সব আপনি পরিস্কার বুঝতে পাবেন শুধু আপনাকে সতরক দৃষ্টি খোলা রাখতে হবে । সেই মানুষের প্রত্যেকটি কথা ও আচরন আপনাকে মুখস্ত করে ফেলতে হবে। আর পড়ে গভির রাতে যখন নিজে তার সকল কিছু একসাথে করে একটা মানুষ কল্পনা করে ফেলবেন আপনি নিজেই দেখতে পাবেন মানুষটি কেমন । আগেই বলে রাখছি । জগতের বেশিরভাগ মানুষ আপনাকে হতাস করব । আপনি যদতা না গুন খুজে পাআবনে তার চেয়ে অনেক বেশি দস আর খারাপ দিক আপ[নি খুজে পাবেন । আমাদের দেশে খারাপ মানুষের সংখ্যা অনেক  অনেক বেশি ।

 

১২ । সে সবার সাথে কেমন আচরন করে ?

কেউ আপনাকে ইমপ্রেস করার জন্য অভিনয় বা ভন্দামি করতেই পারে । যে যত বড় বাতপার তার তত বড় অভিনয় বা ভন্দামি করার যজ্ঞতা থাকে । মানুষ অন্যর সামনে সাধারণত একটু স্বাভাবিক বা ভাল থাকার চেষ্টা করে তাই একটু মাথা খাতিয়ে কথা বলে বা আচরন করে কিন্তু তার খুব কাছের মানুষ যেমন স্ত্রী, সন্তান, দারোয়ান, বাসার ড্রাইভার, লিফট ম্যান, পথচারি, ভিখারি  এদের সাথে সে  কিভাবে কথা বলে সেটা একটু খেয়াল করুন । দেখবেন আপনার সামনে খুব ভদ্র লোকটি এইসকল লোকদের সাথে খুব সুন্দর আচরন করছেন কি না ?  যারা খারাপ মানুষ তাদের খারাপ চরিত আপনি কথাও না কথাও নিসছয় দেখতে পাবেন  ।

 

খারাপ মানুষ গুলো খুব চতুর ও ধূর্ত  শোভাবেড় হোয়ে থাকে । টাঈ টাডেড়কে বূঝটে আপনার অনেক বেশি কষ্ট ও অনেক বেশি শোচেটোণ হোটে হোবে । খুব খারাপ মানুষ গুলো কিন্তু শোবশোমোয় ভাল শাজাড় ওভীণোয় করে । এবং চেশটা করে নিজের খারাপ দিকটি গোপোণ ড়াখটে । কিন্তু এক গোবেশোণায় দেখা গেছে যে মানুষ কখনোই ২৪ ঘোণ্টা ওভীণোয় করে কাটাটে পারে না । সুতরাং আপনি যদি কাঊকে খুব করে শোণ্ডেহ করেন এবং তাঁর পড়োটীটী কোঠা বাড়টা চাল চোলূণ, কাজ কোড়ম খেয়াল করেন সে আপণাএড় কাছে ধড়া খাবে এটা ণীশ্ছীট । শোণ্ডেহ করুন , লেগে থাকুন, তাঁর সব কিছু খেয়াল করুন ঊণাড় ধড়া খাঊয়া কেঊ  ঠেকাটে পাড়বে না ।

Join The Discussion

Compare listings

Compare