প্রশ্ন – কি করে নতুন নতুন বিজনেস আইডিয়া খুজে বের করবেন ?
ঘুম থেকে উঠার পরে খাওয়া দাও বাইরে জাওয়া কাজ কর্ম চলা ফেরা বন্ধু বান্ধব আড্ডা দেশের নানা বিষয় নিয়ে কাজের আকাজের গল্প আড্ডা শেষ করে বাসায় ফেরা আবার ঘুমানর চেষ্টা করা- এসবের মধ্য আমরা একেক সময় একেক রক সমস্যা ফেস করি । একেক সময় একেক সমসসায় পড়ি । শুধু তাই না একটু কান খোলা রাখলেই দেখবেন আসে পাসের মানুষ কত কি নিয়ে প্রতিদিন কত শত অভিযোগ করে যাচ্ছেন । অভিজগের নেইকো শেষ । শুধু বাংলাদেশে না প্রত্যেক দেসেই এমন সমস্যার মোকাবেলা করে মানব সভভতা টিকে আছে । আমেরিকাতেও কয়েক বছর আগে অনেক রাতে অনেক এলাকায় রাস্তায় দারিয়ে থাকলেও ট্যাক্সি পাওয়া যেত না । অনেক ট্যাক্সি ওয়ালা ওই এলাকায় থাকলেও সে জানতে পারত না যে অমুক রাস্তায় কোন যাত্রি আছে ।
১। অ্যামেরিকান একজন উদ্যোক্তা এই সমস্যা সমাধানের জন্য একটি আপ মার্কেট এ আনলেন । যেখানে যাত্রি ও ট্যাক্সি কে যগা যোগ করে দেয়ার বেবস্থা করা হল । এখন সেই কোম্পানি দেশ ছেরে দেশের বাইরে ও আসেছে । পৃথিবীর অইওনেক দেশ সেই আপ কে কপি করে নানা নামে সেই একই সেব প্রসদান করছে । – এই ভাবেই একটি সমস্যা সমাধানের মাধ্যমে একটি কোম্পানি মার্কেট এ আসল নাম UBER .
২। পাঠাও কিন্তু খুব ইউনিক কিছু না । অ্যামেরিকান কোম্পানি UBER কে কপি করে দেশের পরিবহণ সমস্যার সমাধান কোরতে চেয়েছে মাত্র । শূণলাম তাঁদের মার্কেট ভালূয়াশেণ ণাকী প্রায় ৮০০ কোটি টাকা !!
৩। আমাদের দেশে বিদ্যুতের সমস্যা কমপক্ষে প্রায় গত ৩০ বছর যাবত । এই সমস্যার সমাধান হিসেবে সোলার প্যানেল ও IPS কোটি কোটি টাকার বিজনেস করে যাচ্ছে ।
৪। আমাদের দেশের যেখানে সেখানে ময়লা ও ভাঙ্গা চুরা জিনিস ভেলা হয় কারন মানুষ সচেতন না । নিজের মেধা বিবেক্কে কাজে লাগাতে চায় না অলস । এই ময়লা আবর্জনা থেকে প্লাস্টিক, পলেথিন, লোহা, তিনের কৌটা , কাগজ এসব বাছাই করে অনেকে এই বিজনেস করছে – আতাকে বলা হয় ভাংরি মালের বিজনেস । শুধু সহর না এই বিজনেস এখন ইউনিয়ন পরজায়েও গড়ে উঠেছে । আপনার আসে পাসের এমন সমস্যা গুলো আপনি সমাধানের চিন্তা করুন বিজনেস আইডিয়া পেয়ে যাবেন । আই বিজনেস করে অনেকেই এখন প্রাইভেট কাড়ে চোলাফেড়া করে, বাচ্চাদের প্রাইভেট ভার্সিটিতে পড়ায় ।
৫। কাশ টাকা নিয়ে কোথাও যাওয়া খুব রিস্কি । প্রতিদিন টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটত। অনেক সময় জরুরী প্রয়োজনে টাকার জন্য ভগান্তিতে পরতে হত, হাসপাতালের চিকিতসার টাকা পাঠাতেও ব্যাংকের জন্য অপেক্ষা করতে হট । কোন একজন এই সমস্যা গুলোর সমাধানে আগিয়ে আসেন, সেই সমস্যার সমাধান থেকে বাংলাদেশে একটি কোম্পানির জন্ম হয় নাম BKash . পরে আসে Ucash, Shurecash, Rocket, Nogod . এখন ব্যাংক না হলেও চলে । লাখ লাখ টাকার লেন্দেন করতে পারবেন আপনার মবাইলের মাধ্যমে । মানুষ এখন এসবের সুফল ভগ করছে দিন দিন ক্যাশ টাকা চুরি ছিনতাই কমে জাচ্ছে আগামিতে ক্যাশ টাকা পাওয়াই যাবে না । ইউরোপ অ্যামেরিকার মত সব জায়গায় ডিজিটাল পেমেন্ট কাজ করবে ।
৬। আমাদের এলাকার বাস , ট্রাক, কার মাইক্র ধোয়ার জন্য আমাদের থানা থেকে অন্য থানায় যাওয়া লাগত । সেখানে আবার অনেক লম্বা লাইন লেগে থাকত । আমার মনে হল আমাদের এলাকায় একটা কার অয়াস দিলে কেমন হয় ? আমাদের এলাকার গাড়ি গুলো ঠিক করার জন্য অন্য এলাকায় যাও লাগতো এই সমস্যার সমাধান হিসেবে ভাবাম আমাদের এলাকায় গারির মেকানিক আনলে কেমন হয় ? দীর্ঘ ৩ মাস চেষ্টা করলাম । জায়গা ঠিক করা, বালু ক্যাটা, জায়গা ভরাত, বিদ্যুৎ লাইন আনা, ঘর তলা, গাড়ি ধোয়ার ডক নির্মাণ, মেকানিক খুজে বের করা এবং তার থাকা খাওয়ার বেবস্থা করলাম । গাড়ি ঠিক করা ধোয়ার সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমার নিজ এলাকায় গড়ে উঠল – বাগদা কার অয়াস অ্যান্ড ওয়ার্কশপ ।
৭। বাংলাদেশে রিয়েল এস্টেট কেনা বেচা ভাড়া দেয়া নেয়ায় দালালদের দাপতের কাছে অসহায় দেশের মানুষ । আমার মনে হল অ্যামেরিকার মত একটা রিয়েল এস্টেট অওেবসাইত তৈরি করলে কেমন হয় ? দেশের মানুষ দালালের হাতে জিম্মি এটা একটা সমস্যা মানুষ আথেকে মুক্তি চায়, সমাধান চায় । শুরু হয়ে গেল BHABAN.com রিয়েল এস্টেট কএনা বেচা ভাড়া দেয়ার একটি অওেবসাইত ।
৮। ট্র্যাফিক জামের কারনে ঢাকা শহরে কথাও চলাফেরা করা দারুন মুশকিল । দেশের মানুষের আয় বাড়ছে । কেনার ক্ষমতা বাড়ছে । মানুষ ঘরে বসে এখন সব কিছু পেতে চায় । ভাব্লাম এই ট্র্যাফিক থেলে মানুষকে জাতে বাইরে জেতে না হয় সেজন্য একটা ডেলিভেরি সার্ভিস করলে কেমন হয় ? এখানে অনেক পণ্য পাওয়া যাবে এবং সেগুলো হোম দেলিভেরি করা হবে । ইদানিং ভাবছি সেখানে হোম দেলিভেরির পাসা পাসি সার্ভিস দেলিভেরি দিলে কেমন হয় ? অর্থাৎ কারো কোন মেকানিক লাগবে ? আমাদের ডেলিভেরি কোম্পানি সেটা ডেলিভেরি করবে । এই সব থেক একটি বিজনেসের জন্ম হল যার নাম BDdelivery.com আমাদের স্লগান হল বাঘের দুধ ো দেলিভেরি সম্ভব !!!
৯। দূষিত বাতাস নিসসাস নিতে কষ্ট হয় । কিছু দিন আগে চায়না তে মানুষ টাকা দিয়ে বিশুদ্ধ বাতাস কেনা শুরু করেছে । আমাদের ঢাকার বাতাস কেমন আমরা সবাই জানি । বাইরে গেলে মুখে মাস্ক না দিয়ে আকদম নিসসাস নেয়া যায় না । দূষিত বাতাসের কারনে সাস্কস্ত, হাঁপানি থেকে শুরু করে বায়ু দূষিত হবার ফলে যেসকল রক বালাই হয় সেসব চরম আকারে বৃদ্ধি পাচ্ছে । ফলাফলে হিসেবে মাস্ক, হাসপাতাল অউসুধ কোম্পানি কোটি কোটি টাকার বিজনেস করছে । অনেকে বিদেশ থেক উন্নত মাস্ক আমদানি করে খুব ভাল মুনাফা করছে । আপনিও আমাদের সমাজের সমস্যা ো সেসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন । যে কোন সমস্যা সমাধানের মদ্ধ দিয়ে আপনিও গড়ে তুলতে পারেন নেক্সট কোটি টাকার কোম্পানি ।
১০ । ঢাকা শহরে বুয়া পেতে সমস্যা । কিছু অওেবসাইত ইতিমদ্ধ ঢাকা শহরে বুয়া সাফপ্লাই দেয়ার কাজ শুরু করেছে । বুয়া পাওয়া যাচ্চে না এটা একটা সমস্যা এই সমস্যার সমাধান হচ্ছে নতুন একটি বেবসা । আসা করছি আগামিতে আরও কিছু অওেবসাইত আসবে যারা দেশের বর্তমানের আরও অনেক সমস্যা আছে যেগুলো সমাধানে আজ করবে । বিজনেস মানেই হল কোন একটা সমস্যার সমাধান দেয়া । যেমন আপনার খুধা লেগেছে একটি হোটেলে গেলেন হোটেল আপ[নাকে খেটে দিল । অর্থাৎ হোটেল আপনার খুধার সমস্যার সমাধান দিল । আপনি দেশের সব সমস্যা নিয়ে ভাবতে থাকুন ।
বাংলাদেশে সমস্যার শেষ নাই । এখানে ওখাণে সব খাণে শুধু সমস্যা আর সমস্যা । আপনি যদি একজন সৃষ্টিশীল মানুষ হোণ, আপনি যদি একজন উদ্যোগটা হোণ, আপনি আপনার আশেপাশের যে সকল সমস্যা গুলো চোখে পরে সেসবের টালীকা তৈরি করেন । আর পরে সেই তালিকা ধরে আপনি আক্টাড় পোড় একটা সমস্যা নিয়ে শেটা সমাধানের চেষ্টা কোরতে থাকেন । যদি কোন একটি সমস্যা সমাধানের কোন সমাধান আপনি পেয়ে যান তবে আপনার হাতে গোড়ে উঠবে নতুন কোন এক মিলিয়ন ডলার কোম্পানি । যেমন আমাদের দেশে খাবাড়ে ভেজাল এটা আমরা সবাই জানি । এবং এটা এত খারাপ পোড়জায়ে চোলে গেছে যে এখন অনেক মানুষ খেতেও ভোয় পায় । আপনি যদি কেমিক্যাল, সাড়, কীটনাশক ছাড়া কোন ফসল ফলানোর বা যদি কেমিক্যাল, সাড়, কীটনাশক ছাড়া খাদ্য পণ্য ১০০% গ্যারান্টি ডীয়ে বিক্রি কোরতে পারেন তবে নিঃসন্দেহে আপনার হাতে গোড়ে উঠতে পারে কোটি টাকার একটি বিজনেস । আপনাদের চিন্তা করার সুবিধার্থে আমাদের দেশের কিছু সমস্যা তালিকা আঁকারে পড়োকাশ করলাম । শোপণ দেখি আপনাদের মধ্য কেঊ আশোব সমস্যার সমাধানের মধ্য ডীয়ে নতুন নতুন সম্ভাবনার দাড় ঊম্মোচোণ করবে । সমাধান হোবে সমস্যার সমাধান হোবে বেকাড়োট্টেড় ।
কিছু সমস্যা ।
১। দারিদ্র্যতা ।
২। হরতাল, রাজনৈতিক অস্থিরতা ।
৩। খাদ্যর দাম বৃদ্ধি
৪। খাবাড়ে ভেজাল
৫। বেকারত্ব
৬। অদক্ষ শ্রমিক
৭ । দুর্নীতি
৮। ট্রাফিক জ্যাম
৯। দূষিত বায়ূ
১০। দূষিত পানি
১১। দূষিত পরিবেশ
১২। বিদ্যুৎ
১৩। কম বেতন
১৪। সন্ত্রাস
১৫। ঘুষ
১৬। প্রতারণা
১৭। আইন না মানা ।
১৮। সড়ক দুর্ঘটনা
১৯। কাজে ফাকী দেয়া বা কঠোর পরিশ্রম কোরতে না চাওয়া ।
২০। জনসংখ্যা
২১। অশিক্ষা
২২। গবেষণার অভাব ।
২৩। কুসংস্কার ও ধর্মীও গোঁড়ামি
২৪। মিথ্যা কথা বলা
২৫। সামাজিক নিরাপত্তা না থাকা ।
২৬। খুন, ধর্ষণ, চাঁদাবাজি জবোড় দখল ।
২৭। যৌতুক ও অতিরিক্ত মোহড়াণা
২৮। ধর্মীও সন্ত্রাস বা জঙ্গিবাদ
২৯। নেশা
৩০। বাল্য বিবাহ
৩১। পুরুষ নির্যাতন ও নারী নির্যাতন ।
৩২। শিশু শ্রম
৩৩। নদী ভাঙন
৩৪। দুর্বল যোগাযোগ ও সড়ক বেবস্থা
৩৫। পরিবহণ সেক্টর
আমি হয়ত সব সমস্যা এখানে তুলে ধরতে পারি নাই । আপনি আপনার নিজের মত করে প্রতিনিয়ত যেসব সমস্যা মোকাবেলা করছেন সেসব সমস্যার সমাধানে চিন্তা করা শুরু করে দিন । নিসছয় আপনার হাত ধরে কোন সমস্যার সমাধান বের হবে আপনার হাত ধরে নতুন কোন আইদিয়ার সৃষ্টি হবে । আপ্নার পরবরতি নতুন বিজনেসের জন্য অগ্রিম শুভকামনা রইল । ভাল থাকবেন ।