প্রশ্ন – কি করে সব খানে নিজেকে গ্রহন যোগ্য করে তুলবেন ? 

প্রশ্ন – কি করে সব খানে নিজেকে গ্রহন যোগ্য করে তুলবেন ?

কথা – আপনার মুখের ভাষা, বাচনভঙ্গি এবং প্রকাশ আপনার বেক্তিত্তের প্রকাশ ঘটায় । আপনি যখন যে পরিবেশ ও পরিস্থিতিতে থাকবেন সেটা অনুধাবন করে কথা বলবেন । যেমন সিনিয়র বেক্তিদের সাথে মিটিং বা আলোচনায় আস্তে ও বিনয়ের সাথে হাসি তামাসা ছাড়া কথা বলা যেতে পারে ।
আবার বন্ধু মহলে আলোচনায় হাসি তামাসা ও খোশ গল্প নিয়ে হাজির হতে পারাটা অত্তান্ত মজার বেপার ।
মেয়েরা সাধারণত খারাপ কথা শুনতে পছন্দ করে না সেহেতু মেয়েদের সাথে কথা বলতে এসব শব্দ পরিহার করা অপরিহার্য । তবে সংক্ষেপে হাসি মুখে মুচকি হেসে সকলের সাথে কথা বলতে পারাটা বেশিরভাগ ক্ষেত্রেই অত্তান্ত গ্রহন যোগ্য বলে বিবেচিত হয় । বিশেষ কোন মানুষের মন জয় করার জন্য তাকে হাসাতে পারা সবচেয়ে বড় যোগ্যতা বলে মনে করা হয় ।

পোশাক–সাধারণ ও আপনার পারসোনালিটির সাথে মিল রেখে পোশাক পড়া যেতে পারে । যেমন বিজনেস মিটিং এ খুব ইচ্ছা না করলেও উচিৎ হবে ফর্মাল সুট টাই পড়া, বিকালের আড্ডা বা রাতে বন্ধুদের সাথে রাত জাগতে টি সার্ট পড়তে পারেন এতে আপনাকে পরিবেসের সাথে অনেক বেশি মানান সই লাগবে ।

সংক্ষেপে – যে কোন পরিবেশ ও পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলে আপনি সব খানে গ্রহন যোগ্য ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন ।

Join The Discussion

Compare listings

Compare