প্রশ্ন – কি কি কারনে উদ্দগতা হউয়া উচিৎ নয় ? উদ্যোক্তা হওয়াটা আসলে কেমন ?

প্রশ্ন – কি কি কারনে উদ্দগতা হউয়া উচিৎ নয় ? উদ্যোক্তা হওয়াটা আসলে কেমন ?

সমস্যা, ঝামেলা, ঝুকি, টেনশন এসব নিতে না চাইলে উদ্যোক্তা হবার দরকার নাই । মাটির নিচে হাজার বছরের তাপ চাপের ফলে কয়লা থেকে যেমন হীরে সৃষ্টি হয়, উদ্যোক্তার কপাল অনেকটা সেরকম । ২-১ টা কাহিনী ভীন্য হলেও বাকিদের কাহিনী সব সময় এরকম । আর আমাদের বাংলাদেশের মত দেশে উদ্যোক্তা হওয়া অনেকটা সাধু সন্ন্যাসী হবার মত । আড্ডা, পরিবার, বন্ধু বাণ্ডব কাঊকেঈ সময় দিতে পারবেন না । সবাই ভূল বুঝবে । আপনি দ্রুত কোন সেক্টরে ভাল করবেন শেখানেও সমস্যা । দেশের সবাই দেখা দেখি সেই একই বিজনেস শুরু করবে শুধু তাইনা পারলে আপনার পাশেই আর একটা একই বিজনেস খুলবে আর সেটাও যদি না পাড়ে তবে আপনারটাই ধরে টান দেবে । সুতরাং উদ্যোগতা  হবার চিন্তা করার আগে ১০০ বার ভেবে শুরু করুন  ।

Join The Discussion

Compare listings

Compare