প্রশ্ন – কি বিজনেস করব ? কোন বিজনেসে  অল্প দিনে  ভাল কোরতে পারবেন  ? 

প্রশ্ন – কি বিজনেস করব ? কোন বিজনেসে  অল্প দিনে  ভাল কোরতে পারবেন  ?

কি বিজনেস ?

আমি বলব যে বিজনেস আপনার খুব ভাললাগে এবং আপনি মন থেকে যে কাজ করতে আপনার খুব ভালবাসেন, এবং আপনার সামান্য হলেই যে বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা আছে আপনি  সেই সেক্টরে নেমে পড়ুন । মন থেকে ভাল লাগেনা এমন বিজনেস  আপনি কখনই ভাল করতে পারবেন না । কাজের প্রতি বিরক্তি কখনই ভাল কিছু বয়ে আনে না ।  আমি রিয়েল এস্টেট আর অনলাইন আইটি বিজনেস পছন্দ করি বলেই আমি ২৪ ঘণ্টা আমার  BHABAN.com  ও  BDDelivery.com   বিজনেস নিয়া থাকলেও আমার কষ্ট হয় না বরং আমার ভাল লাগে ।

 

বিজনেস আপ্নাকেই ঠিক করতে হবে কারন সেটা আপনি করবেন । কেমন মেয়েকে আপনি বিয়ে করবেন এটা যেমন আপনি ছাড়া ওণ্ণো কেঊ বোল্টে পাড়বে না ঠিক তেমনই কোন ধরনের বিজনেস আপনার ভালো লাগবে শেটাও কেঊ আপণাকে বোলে দীতে পাড়বে না । এটা আপণাকেঈ খূজে বেড় কোরতে হোবে । নিজের সাথে বাড় বাড় হীশেব মেলাটে হোবে যে আপনি কোন বিজনেসটি কোরতে চান ?  কোন বিজনেসটি আপনার ভাল লাগে  ।  তবে শুরু করার আগে সম্ভব হলে সেই বিজনেসে  কিছু দিন কাজ করবেন যা আপনার উপকারে আসবে । ওই ধরনের বিজনেস যারা করে তাদের সাথে সুসম্পর্ক ও বন্ধুত্ত রাখবেন । সম্ভব হলে যে বিজনেস করবেন সেই বিজনেসের একজন গুরু ধরে নেবেন । যে আপনাকে গাইদ করবে । বিশ্বাস করেন আপনি সঠিক গাইড পেলে নিজে অনেক কিছু খুব বেশি না বুঝলেও আপনার পথ চলতে কোন সমস্যা হবে না ।

 

এর পড়ে দেখবেন আপনার মুল্ধন কেমন আছে যেমন মুল্ধন আছে তেমন টাকার মধ্যে সেজব বিজনেস আছে সেগুলো ঘুরে ঘুরে দেখুন । আপনার শহরে, বাজারে রাস্তায় চলা ফেরার সময় সব দিকে আপনার দৃষ্টি খোলা রাখুন , কোন বিজনেস ভাল লাগ্লে সে বিজনেস সম্পর্কে জানতে চেষ্টা করুন কেমন টাকা লাগবে করতে । যথেষ্ট টাকা না থাকলে সেই বিজনেস শুরু করবেন না । যেমন আছে ৩ লাখ কিন্তু লাগবে ৫ লাখ ধার ডেণা করে সেই ৫ লাখেড় বিজনেস শুরু কোড়া ঠিক হোবে না । কাড়োণ বিজনেসে অনেক সময় ৫ লাখেড় বিজনেসে ৬/৭ লাখ লাগে সেখানে ধার করে টাকা ডীয়ে বিজনেস শুরু করার চীণ্টাও করবেন না ।

 

অল্প সময়ে ভাল করতে পারব ?

খুব অল্প সময়ে ভাল করার কোন বিজনেস নেই সব বিজনেসি ভাল পজিশনে  যেতে সময় লাগে । আমি ছোট বেলা থেকেই অনেক বিজনেসের সাথে জরিত ছিলাম শুধু তাই না আমার BHABAN.com  ও  BDDelivery   নিয়ে আমি গত ৫ বছর যাবত কাজ করে যাচ্ছি । ৫ বছর পরে বর্তমানে একটা পর্যায়ে আসতে পেরেছি মাত্র ।  সুতরাং খুব অল্প সময়ে ভাল করার মত কিছু নাই জগতে । তবে আপনার যদি খুব দ্রুত মুনাফা দরকার হয় তবে আপনাকে খুব কম পুজি অধিক শ্রম এবং নিজে করতে হয় এমন কিছু বেছে নিতে হবে । যেমন , ফুস্কা বিক্রি, চা বিস্কুতের দোকান, পান সিগারেতের দোকান, যে কোন ছোট দোকান , সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা এসব বিজনেসে অল্প টাকা বিনিয়োগ করে নিজেকে রাত দিন পরিশ্রম করতে হয় এবং দেখা যায় অনেক সময় প্রথম মাসে না হলেও ২/৩ মাসের পর থেকেই আপনি লাভ করতে পারবেন , বিনিয়োগ কম লাগে এবং ঝুকির পরিমান ও খুব কম । বড় বিজনেস বা ব্র্যান্ড ডার করাতে গেলে আপনাকে কোটি কোটি টাকা ও বছরের পর বছর সময় দিতে হবে সুতরাং বড় বিজনেস শুরু করার আগে অনেক বেশি ভাবা উচিৎ । আপনার প্রতিযোগীরা খুব বড় হলে আপনি মার্কেটে টিকতে পারবেন না বা অতি সামান্য পরিমাণ মার্কেট ধরতে পারবেন । অতএব অনেক কম টাকা বা সামর্থ্য নিয়ে বড় কোম্পানির সাথে পাল্লা দিতে  যাবেন না  ।  খুব দ্রুত লাভ করতে চাইলে ছোট আকারের  বিজনেস করুন ।

 

Join The Discussion

Compare listings

Compare