প্রশ্ন –কেউ বিজনেস পরামরস দিয়ে কিভাবে মানুসের ক্ষতি করে উদাহরন সহ বুঝিয়ে দিচ্ছি ?

প্রশ্ন – কেউ বিজনেস পরামরস দিয়ে কিভাবে মানুসের ক্ষতি করে উদাহরন সহ বুঝিয়ে দিচ্ছি  ?

*** ” কি পরামর্শ দিল সেটা না বরং কে পরামর্শ দিল সেটা বেশি গুরুত্বপূর্ণ । ” *****

বিজনেসের পরামর্শ নেয়ার দরকার হলে যারা বিজনেসে সফল তাদের পরামর্শ নিন । কারন যারা আজ সফল তারা রাতা রাতি সফল হয় নাই, তাদের অনেক অভিজ্ঞতা আছে, আছে কষ্টের ইতিহাস, তারাও জীবনে ব্যার্থ হয়েছিল, তারা যানে কি করে সে দিন বা পরিস্থিতি তারা পার করে এসেছে । একজন উদ্যোক্তা কি ভাবে ? কি করে ? কি ভাবে বার্থ হয় ? আর কি ভাবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে সফল হতে হয় – সবই তাদের জানা । তাই
” কি পরামর্শ দিল সেটা না বরং কে পরামর্শ দিল সেটা বেশি গুরুত্বপূর্ণ । ”
সুতরাং পরবরতি সময়ে যখন কোন পরামর্শ নেবেন পরামর্শ দাতাকে চিনে যেনে তবেই পরামর্শ চাইবেন , নয়ত আপনার যে মুল্ধন সেটাই হারিয়ে ফেলবেন— আমাদের সমজে এমন পরামর্শ দাতার কোন অভাব নাই ।
উদাহরণ-
একজন কে বললেন ভাই আমার ১০ লাখ টাকা আছে কি করা যায় ?
সে একজন আপনাকে বলল আপনি ঠাকুরগাঁ থেকে পাথর আর বালু নিয়া আসেন খুব লাভ হবে, আপনি শুরু করে দিলেন । পরে দেখতে পেলেন পুরাতন বিজনেস গুলোর সাথে আপনি টিকতে পাচ্ছেন না, যে বিক্রি হয় তাতে আপনার মূলধন এক করতে পাচ্ছেন না লাভ তো পরের কথা, প্রতিযগিত্তায় পরে দাম ও কমাতে হচ্ছে মার্কেট ধরতে গিয়ে কিছু বাকিও পরে গেছে ৯ মাস পরে আপনি বিরক্ত হয়ে পরবেন কিন্তু ততদিনে লাভ সে তো অনেক দূর হয়ত মূলধন এখন ও এক করতে পারেন নি, কিছু টাকা হয়ত সংসারে খরচ করে ফেলেছেন, বাজারে বাকি পরে আছে ।
এখন ভাবছেন যে উনি কেন এ বিজনেস ধরায়া দিল ?

১- উনি প্রথম যেদিন আপনারা পাথর বালি আনে দিছে সেদিন সে কমিশন হিসেবে ২০/৩০ হাজার কামায়া নিছে ।
২- আপনি যখন বিরক্ত হয়ে বিজনেস ছেরে দেবেন সে সেদিন কমদামে নিয়া আরও ৫০ হাজারে কামায়া নেবে ।
৩- যে কম দামে আপনার বিজনেসের মালামাল কিনে নিয়ে সে টাকা ফেরত দিতে বছরের পর বছর সময় লাগাবে । এমন ও দেখা আছে যে আসল টাকার ২/৪ লাখ টাকা হয়ত সে আপনাকে কোন দিনি পরিশোধ করবে না ।

Join The Discussion

Compare listings

Compare