প্রশ্ন – কেনা কাটায় টাকা সেভ করার কৌশল কি কি  ?

প্রশ্ন – কেনা কাটায় টাকা সেভ করার কৌশল কি কি  ?

কেনা কাটা মারাত্তক এক যোগ্যতা । টাকা সবাই রজগার করতে পারলেই স্মারতলি সবাই খরচ করতে পারে না । আমার পরিচিত এক বরভাই আছেন যিনি যে  শারি আপনি ১২০০ টাকায় কিনবে সেই একই সারি উনি ১০০০ তাক্কায় না পারলেই ১১৫০ টাকার চেয়ে বেশি সে এক পয়সাও দেবে না ।  সাশ্রয়ী মুল্লে কেনা কাটা করতে পারাতা মারাত্তক এক জজ্ঞতার প্রয়োজন । তবে হা আপনি যদি কেনা কাতায় অভভাস্ত না হন তবে আপনি কখনই এই গুন অর্জন করতে পারবেন না । আপনাকে নিয়মিত কেনা কাটা করতে হবে । প্রায় জিনিসের উতপাদন খরচ সমন্ধে একটা প্রাথমিক অনুমান থাকতে হবে তাহলে খুব সহজে আপনাকে কেউ থকাতে পারবে না । এছাড়া যারা খুব ভাল কেনা কাটা করতে পারে তাদের সাথে বাজারে ও শপিং যাবার চেষ্টা করবেন দেখবেন একসময় আপনিও অনেক কিছু শিখে ফেলেছেন । স্মার্ট ক্রেতারা নানা ভাবে কথা বলে কেনার সময় কউসলে টাকা বাচিয়ে থাকেন । সেখান থেকে কিছু কৌশল নিচে আপনাদের জন্য তুলে ধরা হল –

 

১। শপিং গেলে কাউকে সাথে নিয়ে যাবেন না, নিজে কেনাকাতা করুন, আপনার টাকার দরদ অন্নকেউ করবে না ।

২- দামা দামি ও তুলনা করে  করে কেনাকাটা করবেন  ।

৩- সবকিছুই ব্র্যান্ড এর কেনার অভ্যাস ত্যাগ করুন ।
৪- কেনাকাটা করার আগে লিস্ট করে নেবেন কোন ভাবেই তার বাইরের কিছু কিনবেন না ।
৫- নিয়মিত এবং তুলনামূলক খুব বেশি লাগে এমন জিনিসগুলো বেশি করে পাইকারি দামে কিনুন ।
৬- অনলাইনে এবং সেল পেলে কেনাকাটা করুন ।

 

৭। গাড়ি, বাইক সহ এরকম অনেক জিনিস আছে যা কখনই নতুন কিনবেন না, সবসময় একটু পুরাতন দেখে কিনুন   ।

৮। গ্রামের বাজারে সূর্য অস্ত যাবার পরে কেনা কাটা করতে যাবেন, আকই জিনিস আগা বাজারের চেয়ে পরের বাজারে সস্তায় কিনতে পাবেন ।

৯।  যে  সকল জিনিসের খেত্রে কম দামি ও বেশি দামির মধ্যে পার্থক্য করতে না পারবেন সেগুলো সবসময় বেশি দামেরতা কিনবেন না ।

১০। অযাথা বেশি দামের জিনিস কেনা থেকে বিরত থাকবেন, খাবার ও ফল্মুলের মধ্য অনেক  জিনিস আছে যেগুলর দাম খুব কম কিন্তু পুস্তি গুন অনেক বেশি ।

১১- প্লেন টিকেট, হোটেল বুকিং, অনলাইনে করুন এবং অনেক আগে থেকে কিনে রাখুন এতে দাম অনেক কম পরবে ।

১৩। ভাল জিনিসের ভাল দাম কিন্তু আসলে জিনিসটা কতটুকু ভাল আর সেই টুকু ভালর জন্য কি পরিমান টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে হিসেব করে খরচ করবেন – সবসময় আপনার টাকা সেভ হবে ।

১৪। একেক জিনিস একেক যায়গায় সস্থা টাই যে জিনিস যেখানে সস্তা সেখান থেকে কিনুন ।

 

এছাড়া কেনা কাতার ভাল কোন কৌশল জানা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে ভুল্বেন না । আপনাদের কম্মেন্ত থেকে নিয়মিত আমি অনেক কিছু শিখে  থাকি। সারা কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করেন তাদের জন্য ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আখানেই শেষ করছি  ।

 

Join The Discussion

Compare listings

Compare