প্রশ্ন – কেন কাজ করার ইচ্ছা থাকলে নিজের টাকায় করবেন  ?

প্রশ্ন – কেন কাজ করার ইচ্ছা থাকলে নিজের টাকায় করবেন  ?

 

আপনার মধ্য যদি প্রতিভা থাকে, এবং আপনি যদি মনে প্রানে বিশ্বাস করেন যে আপনি যা করতে চাচ্ছেন সেটা আপনি অবশই পারবেন, যা করতে চাচ্ছেন তা অবশই ভাল হবে, যা করতে যাচ্ছেন তা অবশই আপনার জিবঙ্কে বদলে দেবে তবে আপনি সেটা অবশই করবেন । সেই কাজ করতে গয়ে আপনি অনেক সময় অনেকের সাপোর্ট বা সহযগিতা পাবেন না, হতাস হবেন না, বুকে সাহস নিয়ে আগিয়ে যেতে হবে, অনেক সময় কেও সাথে না আসলেও নিজেকে সেই কাজ করতে হবে নিজের পরিস্রমে এবং নিজের টাকায় ।

আমাদের দেশের এমন অনেক লেখক, গায়ক ও বিজনেস ম্যান আপনি পাবেন শুরুতে যাদের কেউ সাহায্য করেনি । অনেক সময় সাহাজ্জের পরিবর্তে বাধা দিয়েছে । কিন্তু তারা দমে যায় নি । বিজনেসে এসে সুরুরতে হোঁচট খেয়ে অনেক পুরুষ তার স্ত্রিকে হারিয়েছে, অনেক প্রেম হারিয়েছে তার প্রেমিকাকে কিন্তু সে পুরুষ সাধের বিজনেস হারান নি । বিসিএস কেদার না হতে পারার জন্য প্রেমিক ছেরে গেছেন, কিন্তু  মসারফের পছন্দ ছিল বিজনেস সে এখন আমার এলাকার সবচেয়ে সফল পুরুষ । আপ্নাকেও এভাবে আগিয়ে জেতে হবে নিজের বিশ্বাস ও ভাল লাগার দিকে । আগের গার্লফ্রেন্দের চেয়ে মসারফের বর্তমান বউ অনেক বেশি সুন্দরী, অনেকে বেশি ধন সম্পদের মালিক, বিজনেস মসারফকে হতাস করেন নি ।

হয়ত আমার বঁধু মসারফফে আপনি চিনতে পাচ্ছেন না তাই আপনি চিনতে পারেন আজকে এমন একজনের নাম বলব যার  জিবনের প্রথম ২ টি সঙ্গীত  এ্যালবাম  প্রযোজকদের সহায়তায় অ্যালবাম প্রকাশ পায় কিন্তু সেটা সফল হয় না ,  সাভাবিক ভাবে প্রযোজকরা তার থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু তিনি পরবর্তীতে নিজেই নিজের অ্যালবাম প্রযোজনার সিদ্ধান্ত নেন। ১৯৯৫ সালে তাঁর নিজস্ব প্রযোজনায় অ্যালবাম পিয়েস দেসকালসোস (Pies Descalzos) প্রকাশ পায় এবং তিনি চলে আসেন খ্যাতির শীর্ষে  ।  “পিয়েস দেসকালসোস” তাঁকে খ্যাতি এনে দেয়। বোনাস, যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০, কানাডিয়ান বিলবোর্ড হট ১০০, অস্ট্রেলিয়ান এআরআইএ চার্ট, ও ইউকে সিঙ্গেলস চার্ট-এ প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন।  এত খনে হয়ত বুঝে গেছেন আমি কার কথা বলছিলাম । তিনি আমাদের সবার চেনা, সকলের প্রিয়, কলম্বিয়ান সেন্সেসন “ শাকিরা “  ।  নিজেকে বিশ্বাস করুন, নিজের সব টুকু দিয়ে চেষ্টা করুন, নিজের টাকায় কাজ শুরু করুন ।

 

 

Join The Discussion

Compare listings

Compare