প্রশ্ন – কেন খুব ভাল ড়েজাল্ট করার জন্য আপনার সন্তান কে চাপ দেবেন না ?
সম্মানিত সকল বাবা-মায়ের প্রতি অনুরধ সন্তানদের পড়া লেখা নিয়ে খুব বেশি বারাবারি করবেন না । দিনরাত প্রাইভেট, জিপিয়ে ৫ পেতে হবে, পরীক্ষায় ফাস্ট হতে হবে, খুব দামি স্কুলে পড়াতে হবে এমন ধারনা একদম ভুল । অনেকে সহায় সম্বল বিক্রি করে নাম করা ভার্সিটিতে সন্তানকে পড়াতে গিয়ে নিঃস্ব হচ্ছেন, অথচ অনেক কম খরচে সেই একই ডিগ্রি অন্য কোন সাধারন ভার্সিটি থেকে নেয়া যেত । কর্ম জীবনে কর্ম দক্ষতা ছাড়া এইসব সার্টিফিকেটের কোন মূল্য নাই । জগতে অনেক সফল, অনেক মহান, কালজয়ি মহামানব এই জগতে এসেছে – সফল হয়েছে, যারা নামি-দামি স্কুল, ভার্সিটিতে পড়ে নাই, জিপিয়ে ৫ পায় নাই ।
আপনার সন্তান কে কখনোই বলবেন না যে লেখা পড়া করে বড় চাকরি করতে হবে ! এটা ভীষণ অন্যায় !!!!! সন্তানের যা ভাল লাগে তাকে সেটাই করতে দিন। বড় চাকরি করতে চাইলে নিজে করেন । সন্তানকে জোর করেন কেন ?
বাবা – মা হিসেবে সন্তানের মঙ্গল চাইলে তাকে তার স্বপ্ন পূরণে সহযোগিতা করুন, কেউ বিশ্বাস না করলেও আপনার সন্তানের সপ্নে আপনি বিশ্বাস করুন, পরিবারের সাপোর্ট প্রত্যেকটি সন্তানের জন্য ভীষণ প্রয়োজন । সহযোগিতা করতে না পারলে না করবেন কিন্তু মনে রাখবেন জোর করে নিজের ইচ্ছা সন্তানের উপর চাপিয়ে দেয়ার কোন অধিকার আপনার নেই। সন্তানকে নিজের মত বাচতে দিন । সে যা করতে ভালবাসে তাকে তাই করতে দিন । দেখবেন আপনার সন্তান একদিন বিশ্ব জয় করবে ।
আমি Khandokar Robi দেশের কোন নাম করা স্কুলে পড়ি নাই, আমার জিপিয়ে ৫ ও কপালে জুটে নাই, আমি গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছি, যে হাই স্কুলে পড়েছি সেখানে তখন কেই এ+ পেত না ।
কিন্তু আমার অনেক সুন্দর সৃতিময় শৈশব আছে, পড়ালেখা ফাকি দিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখেছি, স্কুল ছুটি হলে বাসায় না এসে কত ফুটবল খেলেছি – কারো কোন কথা শুনিনি, মন যখন চেয়েছে পড়েছি, যখন ইচ্ছে করেছে গান করেছি, কখনো বা গ্রামের মেয়েদের সাথে গোল্লাছুট বা বউ বউ খেলেছি । প্রত্যেক ক্লাসে আমি কিন্তু ফার্স্ট বয় ছিলাম না কিন্তু আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি । মেধা বংশানুক্রমে চলে আসে, মেধা সন্তান্দের কমবেশি হতে পারে, আপনাদের কাজ হবে তাদের সবাইকে মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করা । তাদেরকে খুব বেশি শাসন করতে যাবেন না, খামোখা প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়ে নিজের আদরের সন্তানের সুন্দর জীবনকে বিষিয়ে দেবেন না, প্লিজ ।
করনীয় –
১- সন্তানকে নিজের মত লেখাপড়া করতে দিন ।
২- খুব বেশি ভয় দেখান বা শাসন করা থেকে বিরত থাকুন ।
৩- প্রাকৃতিক ভাবে সন্তানকে বেড়ে উঠতে সহায়তা করুন।
৪- খুব বেশি প্রাইভেট পড়া থেকে বিরত রাখুন ।
৫- ফাস্ট হবার জন্য না তাকে শেখার জন্য পড়তে বলুন ।
আপনাদের সকলের আদরের সন্তানের জন্য শুভকামনা । আপনাদের সবার সন্তান সফল হোক, মানুষের মত মানুষ হোক – এই কামনায় আজকে এখানেই শেষ করছি । ভালবাসা দিলাম ।