প্রশ্ন – কেন জব ছেরে বিজনেস শুরু করবেন না  ?

প্রশ্ন – কেন জব ছেরে বিজনেস শুরু করবেন না  ?

এখন জব করছেন কিন্তু বিজনেস করতে চান জব এর ভাল লাগে না নিজের স্বাধীনতা নাই, বসের কথায় উঠা বসা করা লাগে আই লাইফ ভাল লাগে না তাই সিধান্ত নিয়েছেন যে বিজনেস শুরু করবেন এর জবটা ছেড়েই দেবেন ।
ব্রেকে পা দেন একটু দারান ওস্তাদ ।
আপনাকে কিছু প্রশ্ন করি উত্তর দেন

১- কি ভাবছেন বিজনেস করলে যা ইচ্ছা তাই করতে পারবেন ?
২- জবের চেয়ে বিজনেস সহজ মনে হয় ?
৩- আপনি জবের চেয়ে বিজনেস সহজ বা একই রকম মনে করেন ?
৪- মাস গেলেই বেতন পান বিজনেসে মাস গেলেই টাকা পাবেন ?

উপরের সব গুলো প্রশ্নের উত্তর যদি “না” হয় তাইলে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে বিজনেস কি জিনিস । আর উপরের প্রশ্ন উত্তর গুলো যদি হাঁ হয় তবে বলব আপনি চরম ভুলের মধ্যে আছেন ।

মনে রাখবেন
বিজনেস কক্ষনই সহজ জিনিস না ।

যারা জব ছেরে বিজনেসে আসবেন তাদের প্রতি আমার বক্তব্য হল –
জবের পাশা পাসি বিজনেস শুরু করেন যখন দেখেবন যে বিজনেসের মুনাফা দিয়ে আপনি ১ বছর সংসার চালানর মত অবস্থানে চলে এসেছেন তখন জব ছেরে দিন । বিজনেসে রিস্ক আসে যে কোন সময় বিজনেস খারাপ হতে পারে, আয় কমে যেতে পারে এটা মাথায় রাখবেন । বাস্তবে জব ছেরে সপ্ন দেখে বিজনেস শুরু করে সব টাকা খেয়ে শেষ করে আবার জব খুজছেন এমন লোক আমার ফেসবুক লিস্ট এ অনেক আছে । আমার লিস্টে যদি এমন মানুষ থেকে থাকে যে তারা জব ছেরে বিজনেস শুরু করেছিলেন পরে আবার বিজনেস লস করে একটা জব খুজছেন বা জব করছেন তবে কমেন্ট করবেন প্লিজ ।

Join The Discussion

Compare listings

Compare