প্রশ্ন-  কেন জমি কিনবেন না ?

প্রশ্ন-  কেন জমি কিনবেন না ?

আগেই বলে নেই জমি খুব ঝামেলা পূর্ণ একটি বিনিয়োগ । খুব ভাল জমি কিনলেও কোথায় থেকে কোন ঝামেলা আসে হাজির হবে কল্পনাও করতে পারবেন না তাই এই বিনিয়োগ সবার জন্য না ।

# জমি মানেই ঝামেলা- সম্ভব হলে কেনা থেকে বিরত থাকবেন ।

# যত ভাল জমি কেনেন না কেন, ঝামেলা থাকবেই ।

#শহরে জমি সবচেয়ে ঝামেলা পূর্ণ – অনেকেই জমি কিনে দখল বুঝে পায় না ।

#জমি কেনা সহজ বিক্রি কঠিন- চাইলেই জমি বিক্রি করতে পারবেন না

#জমি-জমার মামলা খুব খারাপ- আপনি নিঃস্ব হয়ে যাবেন ।

# অনেকে জমির মামলায় খুন পর্যন্ত হয়ে থাকে অনেক নিরীহ মানুষ প্রান হারায় ।

# জমি কেনা মানে শত্রু কেনা- যে কেই আপনার শত্রু হতে পারে ।

Join The Discussion

Compare listings

Compare