প্রশ্ন – কেন টাকা জমা করবেন ? কত টুকু জমা করবেন ?
জগতে টাকা আয় করা অনেক কঠিন, এর চেয়ে কঠিন খরচ করা আর সবচেয়ে কঠিন জমা করা । কত খরচ করবেন ? আর কত টাকা জমা করবেন ? এরকম অনেক কিছুই বুঝতে হয় যা মানুষ সিরিয়াসলি নেয় না, আরে মরে গেলে তো সব পরে থাকবে, এত ভাবার সময় নাই, দিন যেভাবে যাচ্ছে যাক, ভালই তো যাচ্ছে – জাবেই তো যা আয় তার সব ব্যায় । উদাহরণ হিসেবে বক্সের MIKE TYSON Tyson raked in $30 million per fight, 2003 report by The New York Times, Tyson earned approximately $400 million during the first 18 years of his boxing career. FILL bankruptcy IN 2003. hip hp suparstar 50 cents এর নাম নাম বলা যেতে পারে 50 Cent racked up more than $20 million in liabilities against assets of less than $15 million. In 2015, he declared bankruptcy । দেশের অনেক নামকরা অভিনেতা, শিল্পীদের অনেক টাকা আয় হলেও প্রায়ই দেখা যায় তাদের শেষ জীবনে চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন হয় । অনেক ইউপি মেম্বার চেয়ারম্যান আমাদের দেশে আছেন যারা মানুষকে রিলিফের চাল দিতেন সাহায্য করতেন শেষ বয়সে নিজেরাই রিলিফের চাউল খাচ্ছেন । কদিন আগে প্ত্রিকায় দেখলাম এক ইউপি মেম্বার শেষ বয়সে ভিক্ষা করছেন লজ্জা লাগে তাই নিজের এলাকা ছেরে দুরের গ্রামে ভিক্ষা করেন এছাড়াও আপনাদের আসে পাসে অনেক নামি দামি বাক্তি সহ নানা পেশার মানুষ পাবেন যারা একসময় অনেক টাকা আয় করেছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থা বড়ই শোচনীয় । বুঝতনা- কোথায় কত টাকা খরচ করবে আর কত টাকা জমা করবে । ফাইনান্স গুরুদের মতে আপনার মাসিক আয়ের কমপক্ষে ২০ % ভবিষ্যতের জন্য জমা করা উচিৎ ।
# টাকা জমানর সুবিধা কিছু সুবিধা —
১- মানসিক শান্তি ও সুখে জীবন পার করতে পারবেন ।
২- জমা টাকা আপনার জন্য বাড়তি আয়ের উৎস হবে ।
৩- দুঃসময়ে কারো কাছে হাত পাততে হবে না
৪- অর্থনৈতিক ভাবে স্বাধীন ও সচ্ছল হবেন ।
৫-বর্তমান জব বা আয় বন্ধ হয়ে গেলেও চলতে পারবেন ।
৬- বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে দিন পার করতে পারবেন ।
৭- লোকে আপনার কথা শুনবে, মানবে, স্মমান করবে, ভয় করবে, যা চাবেন তাই হবে ।
এই পৃথিবী মানেই টাকা । জগত টাকার খেলা , স্রষ্টার পড়ে সবচেয়ে ক্ষমতাবান জিনি তিনি হ্লেন টাকা । এই টাকার জন্নে দেশ ভাগ হয়, সরকার গঠন হয়, সরকার ভেঙ্গে যায়, প্রথিবির নিয়ন্ত্রিত হয় টাকা দিয়ে । টাকা জমা ক্রুন। সুন্দর জীবন যাপন করুন ।