প্রশ্ন – কেন দেশি কম্পানি বড় হউয়া  জরুরী  ?

প্রশ্ন – কেন দেশি কম্পানি বড় হউয়া  জরুরী  ?

কোন দেশ জয় করার জন্নে যুদ্ধ করার নীতিতে আমি বিশ্বাস করি না । সে দেশের মার্কেট দখল করলেই হয়ে গেল । আমার পণ্য কারো কাছে বিক্রি করতে পারলেই হয়ে গেল ।

যেমনটি করছে চায়না , জাপান , জার্মানি ,ইন্ডিয়া , আমেরিকা । তাদের Toyota , BMW , Bajaj , Facebook , Google সারা বিশ্ব জয় করেছে । একবার ও কি ভেবে দেখেছেন Apple কিভাবে দেশের জন্নে কাজ করছে ? Apple এর কারখানা চায়না মার্কেট সারা দুনিয়া উদপাদন এর কাজ টুকুও নিজেরা করেনা কিন্তু শুধু মাত্র USA এর কোম্পানি হবার কারনে দেশের / USA এর জন্নে নিয়ে আসে মিলিয়ন বিলিয়ন  ডলার । তাই সকল উদ্যোক্তাদের প্রতি আহ্বান থাকবে যেটাই শুরু করুন না কেন সেটার টার্গেট যেন থাকে সারা বিশ্ব । বিশ্ব জয়ের মিছিলে আমরা অনেক পিছিয়ে ।এখনি সময় বিশ্ব জয়ের এখনি সময় মিছিলে যাবার যে মিছিলের স্লোগান হবে Made in Bangladesh বা A Bangladeshi Company । সারা বিশ্ব জয় করুক আমার বাংলাদেশ ।

Join The Discussion

Compare listings

Compare