প্রশ্ন – কেন বিজনেসকে আপডেট করবেন ?
পৃথিবী খুব তাড়াতাড়ি বদলাচ্ছে! এটা হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন! আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী আরও পাল্টে যাবে! ৭০ থেকে ৯০% ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে!
KODAK কোম্পানিতে ১৭০,০০০ লোক কাজ করতো আর পৃথিবীর ৮৫% ফটো পেপার এই কোম্পানি তৈরী করতো। এখন DIGITAL ফোটোগ্রাফি হওয়ার দরুন কোডাক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে!
১] UBER -শুধু একটা সফটওয়্যার কোম্পানি! এদের নিজের কোনো ট্যাক্সি নেই ! তা সত্ত্বেও উবের পৃথিবীর সব চাইতে বড ট্যাক্সি কোম্পানি!
২] AIRBNB পৃথিবীর সব চাইতে বড হোটেল কোম্পানি কিন্তু এদের নিজেস্ব কোনো হোটেল নেই!
৩] আমেরিকায় উকিলদের দরকার ক্রমশঃ কমছে, কেননা এখন IBM -WATSON নামের এক সফটওয়্যার উকিলদের থেকে ভালো আইন উপদেষ্টা! আগামী ১০ বছরে আমেরিকায় ৯০% উকিল কর্মহারা হবে আর যে ১০% টিকে থাকবে তারা সুপার স্পেশালিস্ট উকিল হবে!
৫] ২০১৮ তে ড্রাইভার বিহীন কার রাস্তায় নামবে ! ২০২০ সালের মধ্যে এই কার পৃথিবীর যান বাহনের ম্যানেজমেন্ট একেবারে বদলে দেবে !
সময়ের সাথে চলুন, আর নিজেকে আপডেট করুন ! নিজেকে আপডেট করতে না পারলে আপনার বিজনেস ও KODAK কোম্পানির মত হারিয়ে যাবে সময়ের অতল গভীরে ।