প্রশ্ন – কেন বিজনেস ম্যান হউয়ার চেয়ে উদ্যোক্তা হউয়া অধিক ঝুঁকিপূর্ণ ?
বিজনেস করে অনেক টাকা ইনকাম করতে চাইছেন তো বিজনেস করেন কিন্তু ভুলেও @উদ্যোক্তা হতে যাবেন না । কারন সমাজের পুরাতন ও প্রতিষ্ঠিত যে কোন বিজনেস করে তুলনামুলকভাবে অনেক কম ঝুঁকি ও বিনিয়োগ করে আপনি টাকা আয় করতে পারবেন । আমাদের সমাজের 99% ব্যাবসায়ী এভাবেই আয় করছে । কৃষকের থেকে একটি তরমুজ কিনে এনে বাজারে ১০ টাকা লাভে বিক্রি করা যত সহজ , সেই তরমুজ কারখানার এনে জুস বানিয়ে, প্রক্রিয়াজাত করে, বতলে ভরে, মার্কেট এ প্রতিযগিতা করে বিক্রি করে সবাইকে বেতন ও বিজনেস খরচ মেতানর পড়ে লাভ করা তত সহজ না – কখনই সহজ না, কোন দিন সহয না ।
উদ্যোক্তা হয়ে একেবারেই নতুন ভাবে কোন ব্রান্ড বা নতুন কোন আইডিয়া বাস্তবে রুপ দিতে চাইলে দশবার ভাবুন আকবর না দশবার । কারন বিশ্বের শতকরা 90% উদ্যোক্তা শুরুর তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় । গতানুগতিক সব্জির দোকান, কস্মেতিক্স দোকান, রোদ সিমেন্টের দোকান যুগ যুগ ধরে মানুষের চখের সামনে আছে, মানুষ দেখছে, মানুস কেনাকাতা করছে এখানে কাওকে নতুন করে কিছু বুঝাতে হচ্ছে না । কিত্নু আপনি যখন সম্পুরন একটি নতুন আইডিয়া বা ধারনা লোকের সামনে আসবেন প্রথমেই যে সমসসায় পরবেন তা হল- কেও আপনার বিজনেস সম্পর্কে জানে না, আপনি সবাইকে বলার চেষ্টা করবেন কিন্তু সবাইকে বলার মত অবস্থা শুরুতেই থাকবে না , যারা আপনার বিজনেস সম্পর্কে জানবে তারাও আবার সবাই আপনার বিজনেস বুঝবে না , কেও কেও একটু বুঝবে কিন্তু তাদের মধ্য এক স্রেনি পাবেন আপনাকে তারা বিশ্বাস করবে না , যে ২/৪ জন আপনাকে বিশ্বাস করবে তাদের আই মুহূর্তে হয়ত সেই সেবা বা পণ্য নাও লাগতে পারে !! বা লাগ্লেও হয়ত আপনার যে খরচ সেই হিসেবে আপনার দাম অনুযায়ী তাদের সামরথের মধ্য নাও হতে পারে…………………লিখে শেষ হবে না , উদ্যোক্তা হউয়া এমনি কঠিন ।
বিজনেস এমনিতেই ঝুঁকিপূর্ণ কিন্তু উদ্যোক্তা হউয়া আরও অনেক বেশি বিপদজনক । খুব কম সংখ্যক উদ্যোক্তাই জিবনে সফলতার দেখা পায় । বুঝে সুনে সিদ্ধান্ত নিন বুঝে সুনে স্বপ্ন দেখুন । নিরাপদে আথাকুক আপনার কষ্টের টাকা ।