প্রশ্ন – কোন বিজনেস শুরু করবেন ? বিনিয়োগ কি ভাবে করবেন ?
যারা নতুন বিজনেস শুরু করেন তাদের সবাইকে আমি বলি- এমন একটি সেক্টর বেছে নিন যার জন্য আপনার ভালবাসা বা স্প্রিহা কাজ করে , যার বেপারে আপনার গভির জ্ঞান আছে । সব সময় নিজ এলাকায় শুরু করো, অল্প টাকা বিনিয়োগ কর যা লস হলেও আপনার কিছু হবে না এবং যদি লাভ হয় তবে সেই টাকা পুনরায় বিনিয়োগ করে সেখান থেকে বড় হওয়া – Khandokar Robi