প্রশ্ন- ছোট কোম্পানিতে বিনিয়োগের সুবিধা – ? বিজনেসের শুরুতে কিছু উপদেস ।
১। ছোট নতুন কোম্পানি গুলোর গ্রথ খুব বেশি থাকে অতি অল্প সময়ের মধ্য মার্কেট শেয়ার বৃদ্ধি পেতে থাকে ।
২। কোম্পানির শেয়ার মূল্য অনেক কম থাকে ।
৩। ছোট কোম্পানির শেয়ার নিজেদের মধ্য বা কোম্পানির মধ্য অতি অল্প সময়ে ও খুব খরচের মধ্য দিয়ে লেনদেন বা হাতবদল করা যায় ।
৪। অনেক সময় বড় কোম্পানি গুলো ছোট কোম্পানিকে অনেক বেশি টাকা দিয়ে কিনে নেয় এতে করে খুব অল্প সময়ে অনেক বেশি শেয়ারের দাম বেড়ে যায় । অনেক বেশি লাভ করার সুযোগ হয় ।
নতুন বিজনেস শুরু করে হুট করে দামি অফিস, দামি ফার্নিচার আর দামি ভিজিটিং কার্ড ছাপাতে যাবেন না ।
আগে দেখুন বিজনেসটি চলবে কি না ? আপনার সেবা বা পণ্যর বাজারে চাহিদা আছে কি না ? লোকে আপনার সার্ভিস নিতে টাকা খরচ করবে কি না ? আপনার দাম নির্ধারণ ঠিক আছে কি না ?
বিজনেসে অল্প অল্প করে বিনিয়োগ করুন । বিজনেস ভাল চললে নিজের মত করে সব কিনতে পারবেন