আমি যখন অনেক ছোট আমরা একটা কুঁড়ে ঘরে থাকতাম আমার বড় বোনের বিয়ের প্রস্তাব আসত । আমার বন অবিবাহিত বয়স ১৯ দেখতে মোটামুটি হলেও কোন ছেলে আমার বোনকে বিয়ে করতে চাইত না । যারাওবা আসত তাদের কারো আরও একটা বউ আছে, কারো আবার বউয়ের সাথে ৩/৪ টা বাচ্চাও আছে, কারো বয়স পঞ্চাশের উরধে ।
অনার্স ফার্স্ট ইয়ারে পরার সময় আমার বন্ধু মসারফের একটি বিয়ের প্রস্তাব এসেছিল । মসারফ বিয়ে করতে চায় নাই, মা অনেক বয়স হয়ে গেছে তাই জর করছিল বিয়ে করার জন্য তাই ও রাজি হয়েছিল । মেয়ে পক্ষ চারপাসে বেরা ছাড়া একটিমাত্র টিনের ঘর দেখে ওর মায়ের সাথে ঠিক মত কথাও বলেনি । সেদিন বৃদ্ধ মায়ের কথা মনে করে অনেক কেঁদেছিল, আমি ওর মাকে চিনতাম না কিন্তু সেদিন ওর চখে পানি দেখে আমিও কেদেছিলাম ।
..
আমার ২ বছরের ছোট এলাকার এক ছোট ভাই সেদিন কথা হল । ভালবেসে বিয়ে করেছিল অল্প বয়সে । পরিবারের অভাব মেটাতে বিদেশ গিয়েছিল । ২ বছর না হতেই ডিভোর্স দিয়েছে । ডিভোর্স দেয়ার কারন বিদেশ থেকে বউয়ের জন্য আলাদা করে মাসে মাসে টাকা পাঠানোর কথা ছিল কিন্তু যে কোম্পানিতে গিয়েছিলেন প্রথম বছর বেতন দিলেও ১ বছর পর থেকেই বেতন দেয়া বন্ধ করে দেয় । মা-বাবা ভাই বোন খেয়ে না খেয়ে সংসারে থাকলেও বউ থাকেনি ।
….
এক সিনিওর বড় ভাই, রাজশাহি ভার্সিটি থেকে মাস্টার্স করেছে, ভালবেসে বিয়ে করেছেন । দেখতে যেমন সুন্দর, তেমনই সুন্দর ব্যাবহার, কথা বললে যেকোন মেয়ে প্রেমে পরে যাবে । তাদের ফুটফুটে চাদের মত একটি বাচ্চাও আছে ,। অনলাইন বিজনেস করেন, বিজনেস করলে কি হবে, ঢাকায় ফ্লাট, গাড়ি তো নাইই বউকে ২/৪ ভরি গহনাও দিতে পারে নাই- বিয়ের প্রায় ৫ বছর হল, ভারা বাসায় থাকে । মেয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে, শেষ উপহার নারী নির্যাতনের মামলা, মহরানার ৩ লাখ টাকা কোথা থেকে দিবে জানা নাই। নিজের বাচ্চাটাকে দেখার জন্য দিন রাত কাদে ।
ডাক্তারি পরে, ছাত্রবস্থায় বিয়ে করেছিল, এফ সি পি এস চান্স পায় নাই, বি সি এস দিয়েছিল ৩/৪ বার সেখানেও হয় নাই, ক্লাসমেট ডাক্তারনি বউ অন্ন এক ডাক্তারকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছে ।
টাকা দিয়ে মৃত্যুকে ঠেকানো যায় না , কিন্তু টাকা না থাকলে বিনা চিকিৎসায় যখন আপনি মৃত্যু বরন করবেন তখন বুঝতে পারবেন যে টাকা থাকলে হয়ত আর একটা দিন বাঁচতে পারতেন । আমার বাবা মারা গেছে, মামা ফোন দিয়ে আমাকে দেশে আসতে বললেন, আমি বললাম বাবাকে হাসপাতালে নেয়া হোক, , বাবা মরে গেছে কিন্তু মরার আগে ৭ দিন হাসপাতালে বেচে ছিলেন টাকার জোরেই নয়ত ৭ দিন আগেই সবাই বাবাকে মৃত মনে করে কবর দিত ।
আমাদের এলাকার জাকির ভাই, আগে উনি বিশেষ কেউ ছিলেন না, কিন্তু গত এক জুগে অনেক কিছু বদলে গেছে । এলাকার সকল অনুষ্ঠানে উনাকে প্রধান অতিথি করা হয়, উনার চেয়ে বয়সে অনেক বড় মানুষেরা উনাকে সালাম দেয়, যারা আগে তুমি করে সম্মধন করত তারা এখন আদবের সাথে আপনি বলে সম্মধন করে । এলাকার এম পি সাহেব উনার বাসায় আসেন, থানায় উনার নাম বললে অনেক কিছু মাফ পাওয়া যায়, রাস্তায় পুলিশ মোটর সাইকেল ধরলে অনেকেই বলেন আমি জাকির ভায়ের ছোট ভাই । গত ১০ বছরে ভুট্টা, মাছ চাষ ও মুরগিরস্খামার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ।
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। টাকার দায়িত্ব বেসিভাগ সময় পুরুষের উপরে থাকে তাই জ্বালাটা পুরুষেই বুঝে । টাকা ছাড়া মেয়রা চলতে পারলেও পুরুস পুঙ্গু হয়ে যায় ।
….
‘ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই’ এই কথা যে থাপ্রায়া তার দাত ফেলে দিন, এইটা জগতের সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা কথা । প্রেমিকার হাতের লাল গোলাপ থেকে শুরু করে খাদ্য , বস্ত্র, বাসস্থান ,ঔষধ , চিকিৎসা , বিদ্যা , ইবাদতের উপকরণ ( পবিত্র কুরআন , জায়নামাজ, টুপি , পুজার ভোগ) স্থান (মসজিদ , মন্দির , চার্চ ) কাফনের সাদা কাপর , চিতার কাঠ সব কিছুর জন্নেই টাকা লাগে । টাকার বিকল্প নাই । পৃথিবীতে স্রষ্টার পরেই টাকার স্থান । পৃথিবী টাকারই খেলা ।
যারা বলে টাকাই সব না , তাদের কারই আসলে টাকা নাই । যা আছে টা হল অভাব আর মিথ্যা সান্তনা । চলুন দেখে নেয়া জাক টাকা দিয়ে জগতে কি কি সম্ভব , টাকা থাকলে কি কি হয় , তার পরে নিজেই বুঝতে পারবেন যে টাকা দিয়ে কি কি হয় আর টাকা কতটা প্রয়োজন ।
১। সম্পর্ক – জগতে এক রুর বাস্তবতা হল প্রায় সকল সম্পরকের সাথেই টাকা জরিত । দুনিয়ার মানুষ তাকেই ভালবাসে তার সাথেই সম্পর্ক রাখে, তাকেই ভাল জানে যে টাকা দিতে পারে । পরিবার বলেন, স্বজন বলেন আর বন্ধু বান্ধব বা সন্তানের কথাই বলেন না কেন টাকা না দিতে পারলে আপনাকে কেউ ভাল্বাসবে না , কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে না । বিয়ে করা বউ কথা শুনবে না যদি টাকা না থাকে আপনি যতপি তার স্বামী হন আন কেন, যগতে সকল সম্পর্ক রক্ষায় টাকা এমন এক টনিক যা ১০০% কার্যকর । টাকা থাকলে সবাই বন্ধু হতে চাইবে, দূরসম্পর্কের আত্মীয় জন্মদিনের দাওয়াত দেবে, ঘরে বউ বাচ্চা আছে জানার পরেও মেয়েরা আপনাকে বিয়ে করতেও চাইবে ।
২। স্বাধীনতা – টাকা আপনাকে স্বনির্ভর করবে । টাকা থাকলে আপনাকে কারও উপর নির্ভর করতে হবে না , আপনার যা ইচ্চা টাই কিনতে পারবেন, আপনার যে কোন কাজ করে দেয়ার জন্য লোক দাক্তে পারবেন, কারও করুনা, অনুগ্রহ বা দয়ার অপেক্ষা আপনাকে করতে হবে না । কোন সিদ্ধান্ত নেয়ার জন্য আপনাকে কারও মুখাপেক্ষী হতে হবে না, পরিবার বা সমাজের কারো কোন প্রেসার আপনাকে ছুতে পারবে না , আপনার রাজ্জে আপনি রাজা ।
৩। জীবনটা পুরাপুরি উপভোগ – জিবনের মজাই হল টাকা, টাকা থাকলে আপনি ভ্রমনে বেরুতে পারবেন, শপিং এ যেতে পারবেন, প্রাইভেট বিমান কিনে ঘুরে বেড়াতে পারবেন । বডি মেসাজ, স্পা, পার্লার, জিম যেখানে ইচ্চা সেখানে যেতে পারবেন । যত ইচ্ছা গার্লফ্রেন্ড রাখতে পারবেন, রাজা বাদসাদের মত ১০/২০ টা বিয়ে করতে পারবেন ………….. এক কথায় যখন যা ইচ্ছা তখন তাই করতে পারবেন জীবনটা হবে সেই লেভেলের উপভোগ্য ।
৪। শিক্ষা – দামি বই, ল্যাপটপ, নামকরা শিক্ষক, থেকে শুরু করে , নামকরা বা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করাতে টাকার কোন জুরি নেই । চাইলেই সবাই ইউরোপ আমেরিকা লেখা পরা করতে পারবে না , চাইলেই কেউ নর্থ সাউথে ভর্তি হতে পারে না কারন শুধু মেধা নয় এসব প্রতিষ্ঠানে পরতে লাগে কারি কারি টাকা । ধাকার নামকরা ইংলিশ মিডিইয়াম শুলে কারা পরে ? সব বরলকের পলাপা, এখানে গরিবের কোন স্থান নেই ।
৫ । সাহায্য – যখন পকেটে অনেক টাকা থাকবে তখন আপনি অপরের বিপদে পাসে দারাতে পারবেন । গরীব ছাত্রদের সাহায্য, কারো মেয়ের বিয়েতে বা অসুস্থতায় আপনি ত্রান কর্তা হিসেবে আবির্ভাব হতে পারবেন । আপনার পরিবার, বন্ধু বান্ধব আত্মীয়- স্বজন সকলের বিপদে সামনে আস্তে পারবেন । টাকা না থাকলে নিজের মা কে ১ বেলা খাওয়াতে পারবেন না, অসুখ হলে চিকিৎসা করাতে পারবেন না , কারন জগতে টাকা ছাড়া কিছুই হয় না ।
৬। সুস্থ জীবন –
টাকা থাকলে অনেক কিছু নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, কিন্তু যাদের প্রতিদিন খাবার, বাসাভারা পরিবারের অন্যান্য খরচের জন্য ভয় বা চিন্তায় থাকতে হয়, তারা প্রায় হতাসায় ভুগেন এবং অসুস্থতায় ভুগতে থাকেন, চিন্তা এক মহা অসুখ । অহেতুক দুশ্চিন্তা বাদ দিয়ে আপনি নিজেকে ইওগা ক্লাস, জিম ও দেশ বিদেশ ভ্রমন করে নিজেকে ফ্রেস রাখতে পারবেন, যা আপনাকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করবে । প্রচণ্ড গরম বা রোদে আপনাকে কাজ করতে হবে না বলে আপনার তক থাকবে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় । নিজের পচন্দের খাবার খেতে পারবেন, পছন্দের জিমে যেতে পারবেন, বেক্তিগত স্বাস্থ্য ইন্সট্রাক্টর রাখতে পারবেন, প্রয়োজনে সাপ্লিমেনট নিতে পারবেন – সুন্দর জীবন ।
৭। আপনি সুখ কিনে নিতে পারবেন –
বর্তমান টাকা থাকলে আপনি সারা দুনিয়া শাসন করতে পারবেন । টাকা থাকলে দারিদ্রতা আপনাকে ছুতে পারবে না । সুখের জন্য ইচ্ছামত দুনিয়াটা সাজাতে পারবেন । মন চাইলেই ইচ্ছামত গাড়ি, বাড়ি, পোশাক বা খাবার খেতে পারবেন, জগতে এমন কোন পণ্য বা সেবা নাই যা টাকা দিয়ে কেনা যায় না । টাকা হলে সার্জারি করে লম্বা হউয়া যায়, নিজের চেহারা বদলে ফেলা জায়, নিজের সরিরের চাম্রা পরিবরতন করা যাচ্চে, বোচা নাক লম্বা ক্রে নেয়া যাচ্ছে, কে বলে সুখ কেনা যায় না ? যারা বলে তাকায় সুখ কেনা যায় না তারা আসলে অভাবগ্রস্থ মানুষ, তাদের কারই কারি কারি টাকা নাই ।
৮। স্বাস্থ্য ও চিকিৎসা – সুষম ও পুষ্টিকর খাবার, ডায়েট, উন্নত চিকিৎসা সেবা আপনাকে স্বাস্থ্যকর জীবন ধারনে সাহায্য করবে । উন্নত চিকিৎসা ও হেলথ ইনস্যুরেন্স গুলো যাদের অনেক বেশি টাকা আছে তাদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করে অথচ লাখ লাখ মানুষ অনেক চিকিৎসা খরচ বহন করতে পারেনা বলে বিনা চিকিৎসায় মারা যায় । টাকা থাকে বলেই দেশের শিল্পপতি ও সেলিব্রেটিরা সিগাপুর, ইন্ডিয়া এমনকি ইউরোপ আমেরিকায় চিকিৎসা নিতে পারে ওর টাকা না থাকায় অনেক সময় অনেক গুনি মানুষ বিনা চিকিৎসায় মারা যায় । এইবার বুঝেন টাকা কি জিনিস ।
৯। নারী – টাকা এবং নারী এক সুতায় গাঁথা । টাকা আপনাকে ক্ষমতাবান ও জনপ্রিয় হতে সাহায্য করবে, আর জনপ্রিয়তা আপনাকে কর্তা বানাবে আর জগতের সকল নারী সব যুগেই এই ক্ষমতাবান কর্তাকে মনে প্রানে খুজে ফিরে । টাকা হয়ত সবসময় আপনার পছন্দের মেয়েকে আনে দেবে না কিন্তু আপনি হাজার হাজার মেয়ে পাবেন যারা আপনাকে সব কিছু উজার করে দিতে প্রস্তুত । মেয়েরা সবসময় সম্পদ ও টাকার প্রতি দুর্বল, পৃথিবীর সবচেয়ে পুরাতন বিজনেস হচ্ছে সেক্স বিজনেস, তখনকার দিনে মেয়েরা খাবার ফলমূল বা পোশাক হিসেবে গাছের ছালবাকলের জন্য মেয়েরা সেক্স অফার করত । বলা হয়ে থাকে মেয়েদের কাপর খুলার জন্য যে কোন কৌশলের চেয়ে কোন উপহার বা নগদ টাকা অনেক বেশি কার্যকর ।
১০। ক্ষমতা – টাকা আপনাকে বস বানিয়ে দেবে । পরিবারের না শুধু শ্বশুরবাড়ির লোকজন ও আপনার কথায় চলবে । সমাজের লোকজন আপনাকে জানবে মানবে । চেয়ারম্যান সাহেব, থানার ওসি, এমনকি এম পি সাহেব ও আপনার মন খারাপ হয় বা আপনার ক্ষতি হয় এমন কাজ করবে না । অনুষ্ঠানে কথা বলতে না পারলেও লকে আপনাকে প্রথান অতিথি বানাবে, চুপচাপ আপনার ভাসন শুনবে,কিছু ভুল বললেও উচ্চস্বরে প্রতিবাদ করে কেউ বেয়াদবি করবে না । কবি আপনার জন্য কবিতা লিখবে , পরিচালক আপনাকে নিয়ে মুভি বানাবে , জগতে টাকাই সব স্রষ্টার পরে সবাই আপনাকে ভয় পাবে আপনি হবেন মহা খমতার অধিকারি ।
১১ । নেতৃত্ব – টাকা থাকলে ক্ষমতা আপনার হাতের মুথয় চলে আসবে, মানুষ আপনাকে মানবে, আপনার কথায় মিছিল, মিতিং, মারামারি, জমি দখল থেকে শুরু করে খুন ও করবে আপনার কথায়, টাকা আমনি এক জিনিস । যে নেতা করমি দের টাকা দিতে পারে না , যে নেতা এলাকার অনুষ্ঠানে, টাকা দেয় না , যে নেতা মসজদে মন্দিরে দান করে না , যে নেতা কারো মেয়ের বিয়েতে টাকা দেয় না এ সমাজ তাকে নেতা হিসেবে মেনে নেয় না । হাতে টাকা থাকলে নেতৃত্ব দেয়ার জন্য মানুষ আপনার পিছে লাইন ধরে স্লগান দেবে, আপনার অতি সাধারন বক্তব্য কে অসাধারণ মনে করে ঘন্তার পর ঘন্তা আপনার চামচামি করবে ।
১২। সফলতা – মানুষ মুখে যে যাই বলুক, আপনি কতটা সফল বা বেরথ এটি বিবেচনা করতে ওই টাকাকেই মানদণ্ড করবে । যার অগাধ সম্পদ আছে সমাজ তাকেও সফল বলে মেনে নেবে । দক্ষতা, সাহস, অবয়ব, বেক্তিত্ত, ক্ষমতা ও সম্মানের ভিত্তিতে যখন কোন মানুষকে বিচার করা হয় তখন ভুলে গেলে চলবে এসব কিছুই অর্জন করতে টাকা লাগে , টাকা থাকলে এই সব কিছুই অর্জন করা যায় । আপনি যত গুনি আর ভাল লকি হন না কেন টাকা না থাকলে আপনাকে সফল হিসেবে কেউ মেনে নেবে না , আপনার মৃত্যুতে রাস্তপতি, প্রধান মন্ত্রি সক প্রকাশ তো দূরে থাক লকাল সংবাদ পত্রে আপনার মৃত্যুর খবর আসবে না । অথছ টাকা থাকলে খবর না হলেও খবর আসে যেমন- ভাবন রিয়েল এস্টেট কম্পানির মালিকের ইউরোপ গমন” সবাই সারের জন্য দুয়া করবেন ।
শেষ কথা – টাকার উপরে দুনিয়ায় কিচ্চু নাই । চলেন টাকা কামাই করি । সুন্দর জীবন গরি ।