প্রশ্ন-   টাকা কামানর ৬৬  টি উপায় ?

প্রশ্ন-   টাকা কামানর ৬৬  টি উপায় ?

 

১। অনলাইন থেকে আয়/ ফ্রিলেন্স কাজ –

বাস্তব দুনিয়ার মত অনলাইন আর একটা দুনিয়া । এই জগতে কাজ করলে যেমন টাকা আয় করা যায় ঠিক তেমনই অনলাইনে কাজ করেও হাজার হাজার নয় লাখ লাখ এবং ক্ষেত্র বিশেষ কোটি কোটি টাকা আয় করা যায় । অনলাইনে কি ভাবে টাকা আয় করবেন ? অনলাইনে কি কাজে অনেক বেশি টাকা ? অনলাইনে কি কি কাজ করে টাকা আয় করা যায় ? এমন প্রশ্ন আপনার মাথায় যদি ঘুরতে থাকে তবে এখনই অনলাইনে ঠুকে পড়ুন । বাস্তব দুনিয়ার মত অনলাইন একটা আজব দুনিয়া । মানুষ যে কত প্রকার কাজ করে টাকা ইনকাম করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না । তাই সময় নষ্ট না করে এখনি কম্পিউটারের সামনে বসে পড়ুন । বেশি না ৩ মাস একটানা সময় দিন অনেক আইডিয়া পেয়ে যাবেন তার পরে সেই আইডিয়া বা সেই কাজ শিখতে থাকুন আর শেখার পরে আয় করতে থাকুন ।

২। শেয়ার মার্কেট –

শেয়ার মার্কেট টাকা আয় করার জন্য সারা দুনিয়ায় পরিচিত । নানা শ্রেণী ও পেশার মানুষ টাকা আয় করার জন্য এখানে বিনিয়োগ করে থাকেন । আমাদের দেশের মার্কেট আকার খুব ছোট হবার কারনে খুব সহজে ১০/১৫ জন গ্রুপ ওফ কোম্পানি বা কোম্পানির মালিকগণ এক হয়ে ইতিপূর্বে অনেকবার কারসাজির মাধ্যমে হাজার হাজার মানুষকে ফকির করেছে ফলে আমি সবাইকে এখানে বিনিয়োগ করতে বলব না কিন্তু কেউ বেশি ঝুঁকি নেয়ার সাহস বা সামর্থ্য থাকলে এখান থেকে আয় করতে পাড়বেন । অবশ্য কিছু না জেনে বুঝে শুধু আমার এই লেখা পড়ে কেও শেয়ার মার্কেট এ বিনিয়োগ করবেন না ।

৩। নতুন আইডিয়া খুঁজে বের করা –

একটি কার্যকরী নতুন ও বাস্তবসম্মত আইডিয়া আপনার জীবন বদলে দিতে পারে । এমন আইডিয়া না যা শুধু টাকা আয় করতে পারে বরং এমন আইডিয়া যা কোন সমস্যার সমাধান করতে পারে । নিচে আমি এমন কিছু আইডিয়া শেয়ার করছি যা তাঁদের মালিকদের সম্পদের পাহাড় গড়ে দিয়েছে । • Larry Page & Sergey Brin এর আইডিয়াই আজকের Google • Mark Zuckerberg এর আইডিয়াই আজকের Facebook • Shai Wininge এর আইডিয়াই আজকের Fiverr • Lalit modi এর আইডিয়াই আজকের IPL • Jan Koum এর আইডিয়াই আজকের Whatsapp

 

৪। ইউটিউব চ্যানেল –

আপনি আপনার পছন্দের যে কোন বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড দিয়ে টাকা আয় করতে পারবেন ।  যদিও জ্ঞানের ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয় তবু আপনি প্রায় সবরকমের ভিডিও বানিয়ে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন । আমাদের দেশের অনেক ইউটিউবার বছরে অনেক টাকা আয় করে । আপনি করতে পারেন । বিস্তারিত জানতে একটু গুগল বা ইউটিউবে সময় দিন সব পরিস্কার বুঝতে পারবেন ।

 

৫। নিজের ভালো লাগে এমন কিছু নিয়ে কাজ করা –

একেক জনের ভালো লাগা একেক রকম । সবার সাথে আপনার ভালোলাগা মিলবে ব্যাপারটা এমন নয় । কারো সাথে আপনার ভালোলাগা মেলা না মেলা কোনো ঘটনা নয়- আপনার উচিৎ হবে আপনার নিজের প্যাশন কে ফলো করা ।

আপনি ফুটবলের কথা স্মরণ করলে কাকে মনে পরে ? = মেসি/ রোনালদো

আপনি বক্সিং কথা স্মরণ করলে কাকে মনে পরে ? = মোহাম্মাড আলী

আপনি ক্রিকেটের কথা স্মরণ করলে কাকে মনে পরে ? = শচিন ।

উনারা প্রত্যেকেই নিজের ভালোলাগা কে মূল্যায়ন করেছেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন , ফলাফল হিসেবে সবাই সফল ও হয়েছেন । গান গাইতে ভাল লাগে ? গাইতে থাকুন । ছবি তুলতে ভাল লাগে ? তুলতে থাকুন । আপনাকেও আজকে থেকে আপনার প্যাশন কে অনুসরণ করতে হবে – সাফল্য আসবেই আর সাফল্য যেখানে টাকাও আছে সেখানে ।

 

৬। ড্রাইভারি করুন –

আপনার বাইক বা কার বাসায় ফেলে না রেখে অবসর সময়ে কাজে নেমে পড়ুন । নগদ টাকা এখানে কোনো বাকি নাই । পাঠাও , উবার ছাড়াও অনেক কোম্পানি আছে আপ ডাউনলোড করে।কাজেই আজই কাজে নেমে পড়ুন আর নগদ টাকা গুণতে থাকুন । এছাড়া আপনি গ্রাম এলাকার হলে বিয়ে শাদির মৌসুমে অনেক ভাড়া মারতে পারবেন । নিজের গাড়ি না থাকলেও একবার কষ্ট করে পরিচিত হতে পারলে অন্যর গাড়ি মাসিক চুক্তিতে নিয়েও কাজ করতে পারবেন । উন্নত বিশ্বে প্রায় সব ধরনের মানুষ পার্ট-টাইম আর অনেকেই ফুল টাইম হিসেবে এই কাজ করে থাকেন । বসে না থেকে এখনি লাইসেন্স করে ফেলুন আর লাইসেন্স থাকলে সোজা কাজে নেমে পড়ুন ।

৭। গাড়ি ভাড়া দিন –

নিজে ড্রাইভারি করতে না চাইলে আপনার গাড়িটি একটি ড্রাইভারকে ভাড়া দিন । দৈনিক বা মাস শেষে নগদ টাকা গুণতে থাকুন । ইউরোপ – আমেরিকায় অনেক বাঙালি এই বিজনেস করে । আমাদের দেশেও এই বিজনেস খুব জনপ্রিয়তা অর্জন করছে । আপনি পিছে পরবেন কেন ? এখনি আপনার বসে টাকা গাড়িটি ভাড়া দিন এবং প্রতিদিন নগদ টাকা গুণতে থাকুন ।

৮। সঞ্চয়কে বিনিয়োগ করুন –

শুধু সঞ্চয় করলেই হবে না । সঞ্চয়কে সঠিক ভাবে বিনিয়োগ করতে হবে যাতে দিন দিন আপনার সম্পদ বৃদ্ধি পেতে থাকে । ব্যাংকে কখনোই ২/৪ লাখ টাকা অলস ফেলে রাখবেন না । প্রয়োজনে মাসিক ভিত্তিতে ফিক্সড ডিপোজিট করে রাখবেন এতে করে আপনার টাকা দিন দিন বাড়তে থাকবে । আজকাল অনেক ব্যাংক ৭/৮ বছরে টাকা ডাবল হবার স্কিম চালু করেছে সম্ভব হলে আপনি এটাও করে দেখতে পারেন, এটা অনেক নিরাপদ ও ঝামেলা মুক্ত । সঞ্চয় একটু বেশি হয়ে গেলে চাইলে নিজ এলাকায় বা মহল্লায় জমিতে বিনিয়োগ করতে পারেন । দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে জমি খুব সুন্দর বিনিয়োগ তবে খেয়াল রাখবেন শহরে বা আপনার এলাকার বাইরে জমি কেনা থেকে বিরত থাকুন । কারণ আমাদের দেশে জোড় যার মুল্লুক তাঁর । কাগজ পত্র ঠিক থাকলেও যে কোন সময় সে জমি বেদখল হতে পারে । জমি ছাড়াও স্বর্ণ, কোটিপতি স্কিম এ ব্যাংক ডিপোজিট, সঞ্চয়পত্র ক্রয় এবং ঝুঁকি নেয়ার সামর্থ্য থাকলে শেয়ার মার্কেট এ বিনিয়োগ করতে পারেন ।

৯। ব্লগিং-

আপনি যদি লিখতে ভালবাসেন এবং নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হতে চান তাহলে এইটি হতে পারে আপনার আয়ের অন্যতম একটি উৎস । আপনার অভিজ্ঞতা, আইডিয়া, মতামত লিখে মানুষের সাথে শেয়ার করে আপনি হতে পারেন কোটিপতি । ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মানুষকে আপনার লেখার দিকে ধাবিত করতে পারলে আপনাকে আর কোনদিন পিছনে ফিরে তাকাতে হবে না ।

১০। ফ্রিলেন্স লেখক –

কন্টেন্ট হচ্ছে কিং, সুতরাং বুঝতেই পাচ্ছেন, ভাল কন্টেন্টের চাহিদা আকাশচুম্বী । আজকাল অনেকেই তাঁদের ওয়েব সাইটের কন্টেন্ট লেখার জন্য, বই লেখার জন্য, বই অনুবাদ করার জন্য, পত্রিকার সংবাদ, কলাম লেখা, বই রিভিউ ও বানান ঠিক করার জন্য লেখক ভাড়া করে থাকেন । আপনার লিখতে যদি ভাল লাগে আর টাইপিং স্পীড যদি ভাল হয় তবে এই ভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন ।

১১ । ফেসবুক অ্যাড ম্যানেজার –

আজকাল প্রায় সকল বিজনেস ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে । কিন্তু সবাই বিজ্ঞাপন দেয়া, ডলার সংগ্রহ ও পে করার মত অবস্থায় থাকে না । আপনি যদি এমন ৫০-১০০ জন মানুষের বিজনেসের জন্য অ্যাড দেয়ার ও পেমেন্ট করার কাজটি করতে পারেন এখান থেকে আপনি ৪০-৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন ।

 

 

 

১২। দূর থেকে সাহায্যকারী –

অনলাইনের এই যুগে অনেক ব্যবসায়ীরা বিজনেসের নানা কাজে সহায়তার জন্য লোক নিয়োগ দিয়ে থাকে । যেমন গ্রাফিক্স, ফটোশপ বা ভিডিও ইডিটিং, ব্লগ ইডিটিং সহ নানা কাজে সহায়তার জন্য লোক নিয়ে থাকেন । আপনি এসব কাজে দক্ষ হলে খুব সহজেই এমন কোম্পানির জন্য কাজ করে উপার্জন করতে পারবেন । আজকাল বাসায় বসেই অনলাইনে অনেক কাজ করা যায় । অনেক কোম্পানি আছে যারা শুধু কাজ চায় আপনি কোথায় থেকে কাজ করছেন এটা কোন ব্যাপার না । অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি এমন কাজ খুঁজে পেতে পারেন ।

যেমন • Flexjobs • SolidGigs • We Work Remotely • Remote.co • Remotive • Skip the Drive • Virtual Locations • Remote OK • Staff.com • Working Nomads • Jobspresso • Europeremotely • Jobscribe • WFH.IO • Outsourcely • PowerToFly

১৩। সোশ্যাল মিডিয়া পেইজ ম্যানেজমেন্ট –

অনেক কোম্পানি , বিজনেস ম্যান, সেলিব্রেটি ও রাজনীতিবিদ সহ নানা পেশার গুরুত্বপূর্ণ বাক্তিত্ব আজকাল সোশ্যাল মিডিয়া পেইজ পরিচালনা করার জন্য দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দিয়ে থাকেন । আপনি এই সকল বিষয়ে অভিজ্ঞ হলে খুব সহজেই এমন ২/৪ টি পেইজ বা একাউন্ট ম্যানেজ করে নিজের জন্য ভাল টাকা আয় করতে পারবেন ।

১৪। যা আছে সব ভাড়া দিন –

কারো বিয়ের ছবি তুলার দরকার এমন সময় আপনার ডি এস এল আর ভাড়া দিন । , গাড়ি বসে থাকলে নষ্ট হবে ভাড়া দিন। , বাসার ২/১ টি রুম সেট আপ করে মাসে ৫/৭ দিন ভাড়া দিন । আপনার যা কিছু আছে তার মধ্য যা যা ভাড়া দেয়া সম্ভব তার সবকিছুই ভাড়া দিন । অযথা বসে রেখে কোন লাভ নেই ।

১৫ । বিজনেস কনসালটেন্ট –

আপনি যদি বিজনেস ভালবাসেন, বিজনেসের অনেক বাস্তব অভিজ্ঞতা থাকে, বিজনেস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন এবং সফল ব্যবসায়ী হন তবে আপনার বিজনেসের পাশাপাশি অন্যান্য বিজনেস মালিকদের সহায়তা করার জন্য কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন । আমি আগে থেকেই মানুষজন পছন্দ করি, লোকজনের সাথে মিশতে ভাল লাগে, এমনিতেই অনেক ব্যবসায়ী বন্ধু বান্ধবদের সাহায্য করতে থাকি । কিন্তু এই কাজটি ভালবেসে করতে করতে এমন হয়েছে যে এখন প্রতিদিন দেশের নানা প্রান্ত ও দূরদূরান্ত থেকে মানুষ আমার নিকট পরামর্শ নেয়ার জন্য আসে । মানবিক ও ভাল কাজ হিসেবে শুরু করলেও এখন এমন কোন মাস নেই যে মাসে ২/৪ লাখ টাকা ইনকাম করি নাই ।

১৬। আফিলিয়েট মার্কেটিং –

আমার পরিচিত অনেক বন্ধু-বান্ধব এই কাজ করে লাখ লাখ টাকা আয় করেছে । সুতরাং আপনিও চাইলে অনলাইনে এই কাজ করে আয় করতে পারেন । অবশ্য একদিনে কিছুই হয় না আপনাকে কয়েক মাস কাজটি শিখতে হবে একটি কাজ শিখতে পারলে পরবর্তীতে আরও নানা রকম কাজ শিখে নিজের ইনকাম বৃদ্ধি করতে পারবেন । আপনি যে সেবা বা পণ্যের মার্কেটিং করতে চান সেই জন্য উপযুক্ত ক্রেতাদের আপনার খুঁজে বের করতে হবে । অনেক সময় এমন কিছু পণ্য আপনি পাবেন যেগুলো সপ্তাহে ২/১ টি বিক্রি হলেই আপনি অনেক টাকা আয় করতে পারবেন । অ্যাফিলিয়েট মার্কেটিং অফার পাবার জন্য আপনি এইসব সাইটে ঠুকতে পারেন যেমন- ClickBank, CJ.com, Rakuten LinkShare ।

১৭। বই লিখুন –

বই হচ্ছে জ্ঞানের আধার । আপনি বিশেষ কোন বিষয়ে খুব পারদর্শী হলে সেই বিষয়ে গবেষণা করে বই লিখুন । এখন অনলাইনের যুগ একটি বই একবার লেখা হয়ে গেলে সেটা সারা বিশ্বে অ্যামাজনের মাধ্যমে সেল করতে পারবেন । বই লেখার সবচেয়ে বড় সুবিধে হল একটি বই লিখবেন আপনি একবার আর সেই বই বিক্রি করে আয় করতে পারবেন সারা জীবন । এই জন্যই আমি এই বই লেখা শুরু করেছি । শুধু তাই না নিজের জ্ঞান মেধা কবরে নিয়ে যেয়ে লাভ নাই বরং তা মানুষের মাঝে বিলিয়ে দেয়া উত্তম । আপনি যখন বই লিখছেন তখন এই উত্তম কাজটি আপনি করছেন । খুব ভাল লাগছে এই ভেবে যে আমিও বই লিখছি ।

১৮। অনলাইন কোর্স-

আপনি যে কোন বিষয়ে খুব পারদরর্শী হলে সেই বিষয়ে অনলাইনে একটি কোর্স বা ভিডিও টিউটরিয়াল তৈরি করতে পারেন । এটি বই লেখার মতই একবার তৈরি করতে পারলে তা বারবার বিক্রি করতে পারবেন । আপনি যদি জানেন কি করে ওজন কমাতে হয় ? কি করে ইংরেজি শেখা যায় ? কি করে শেয়ার মার্কেট থেকে টাকা আয় করা যায় ? কি করে বিজনেস ডিলে বিজয়ী হতে হয় ? তবে এসবের উপর ভাল করে একটা ৭/১৫ দিন বা একমাসের একটা অনলাইন কোর্স তৈরি করে ফেলুন আর টাকা আয় করতে থাকুন ।

১৯। ফ্রিলেন্সার হন –

আপ ওয়ার্ক, ফাইভার, ফ্রিলেন্সার সহ শতশত ওয়েবসাইট আছে কাজ করার জন্য । আপনি আপনার সুবিধে ও পছন্দ মত যে কোন ২/১ টি বিষয়ে দক্ষ হয়ে সারা বিশ্ব জুড়ে কাজ করতে পারবেন । অনলাইনে কাজের অভাব নাই আসলে এখানে লিখে শেষ করা সম্ভব না এত বেশি কাজ আছে সাইবার জগতে । কাজের সম্পর্কে অনেক বেশি আইডিয়া পেতে চাইলে ৭ দিন গুগলে সময় দিন, সব বুঝতে পারবেন । অনলাইনে কাজ করার সবচেয়ে বড় সুবিধে হল আপনি দুনিয়ার যে কোন দেশে কাজ করতে পারবেন , এই দুনিয়া অনেক বড় , ভাল কাজ জানলে আপনার কোনদিন কাজের অভাব হবে না ।

২০ । ওয়েব ডিজাইন –

ডিজিটাল বাংলাদেশে আজকাল প্রায় সব রকম বিজনেস থেকে শুরু করে স্কুল, কলেজ, ক্লাব, নানা রকম সংগঠন থেকে শুরু করে প্রায় ব্যক্তি পর্যায়ে অনেকের জন্য প্রয়োজনীয় হয়ে পরেছে । একবার কষ্ট করে এই কাজ শিখতে পারলে আপনি খুব সহজেই এই সেক্টর থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবেন । জুম সেপার নামের বাংলাদেশি এক কোম্পানি এই বিজনেস করে কোটি কোটি টাকা আয় করছে । সুতরাং আপনি চাইলে লাখ টাকা ইনকাম করা অসম্ভব কিছু নয় ।

২১। সফটওয়্যার ও আপ ডেভলপার –

বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটি মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে সেটা হল সফটওয়্যার এবং আপ । বিজনেসের হিসেব, স্কুলের ছাত্রদের হাজিরা, বেতন, নাম্বার, শিক্ষকদের বেতন, সমিতির হিসেব দোকানের কেনা-বেচা সবকিছুর হিসেব রাখতে সফটওয়্যার ব্যাবহার করা হচ্ছে । আপ মানুষের জীবনকে করেছে খুব সহজ ও গতিশীল । এখন ফ্লেক্সি-লোড দেয়ার জন্য দোকানে যেতে হয় না । মোবাইলের বিকাশ আপ থেকেই আপনি মোবাইলে রিচার্জ করতে পাচ্ছেন । বিকাশ ছাড়াও ইমো, ওয়াটসআপ, ভাইবার, সহ হাজার হাজার আপ মানুষের জীবন যাত্রা সহজ করে দিয়েছে । আপনি এসব কি ভাবে করতে হয় শিখতে পারলে খুব সহজেই মোটা অংকের টাকা আয় করতে পারবেন । গুগলের প্লে স্টোরে গেলে আপনি এমন লাখ লাখ আপ দেখতে পাবেন ২০১৬ সালে ব্যক্তি পর্যায়ের আপ ডেভলপারেরা প্রায় ২০ বিলিয়ন ডলার এখান থেকে আয় করেছে । আপনি আপ ডেভলপ শেখার জন্য কিছু ওয়েবসাইটে যেতে পারেন সেগুল নিচে দেয়া হল – Treehouse, CodeAcademy, Skillcrush ।

২২। ডোমেইন নেম কেনাবেচা –

অনলাইন জগতে ডোমেইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস । আমরা অনলাইনে যখন ফেসবুক ইউটিউব এ যাই তখন আসলে আমরা কোথায় যাই আমরা একটা ওয়েবসাইটে যাই , সেই ওয়েবসাইটে যাবার জন্য আমরা লিখি – facebook.com বা youtube.com এসব লেখার পরে আমরা সেই ঠিকানায় চলে যাই । অনলাইনে এই facebook.com টাই হল ডোমেইন । আপনি যদি লিখেন BHABAN.com তবে একটি রিয়েল এস্টেট সাইটে যেতে পারবেন । আপনি , Bddelivery.com লিখলে এই ডেলিভারি কোম্পানির সাইটে ভিজিট করতে পারবেন ।তাছারাও হাজার নয় লাখ লাখ ডোমেইন আপনি অনলাইনে দেখতে পাবেন । এই ডোমেইন গুলো প্রাথমিক ভাবে খুব অল্প টাকায় বিক্রি হলেও পরবর্তীতে বা খুব জনপ্রিয় ডোমেইন নেম গুলো শুধু লাখ না কোটি কোটি টাকায় বিক্রি হয় । Insure.com ২০০৯ সালে ১৬ মিলিওন অ্যামেরিকান ডলারে বিক্রি হয় । এছাড়া sex.com, game.com, hotel.com fb.com সহ অনেক ডোমেইন আছে যেগুলো মিলিওন মিলিওন ডলারে বিক্রি হয়েছে । অনালাইনে যেকোনো বিজনেস করতে চাইলে এই ডোমেইন কেনা লাগবেই সুতরাং ভাল ডোমেইন সবসময় খুব ভাল দামে বিক্রি হবে । আপনি আগ্রহী হলে অনলাইনে এসব বিষয়ে কয়েক মাস পড়ালেখা করার পরে এই বিজনেস শুরু করতে পারেন । হিসেব ঠিক থাকলে টাকা আর টাকা । আমার নিজের প্রায় ১০ টি ডোমেইন কেনা আছে যেমন BHABAN.com , Bddelivery.com Cyext.com , CyberExt.com ShopEx.com এগুলোর মধ্য Bddelivery.com কেনার জন্য এক কোম্পানি ২০১৮ সালে আমাকে ৫০ লাখ টাকা দিতে চেয়েছিল ।

 

২৩ । সোশ্যাল মিডিয়া পেইজে বিজ্ঞাপন –

আপনি যদি জনপ্রিয় হন এবং আপনার লাখ লাখ ফলোয়ার থাকে তবে অনেক কোম্পানি আপনাকে তাদের জিনিস পরিধান করে পিক ও তাদের কোন পণ্য বা নাম নিয়ে লেখা আপনার ফেসবুক বা ইনষ্ট্রোগ্রাম একাউন্টে থেকে পোস্ট করলে টাকা দেয়ার জন্য বসে আছে । আপনাকে শুধু পোস্ট করতে হবে । টাকাই টাকা টাকার অভাব নাই শুধু আপনাকে বিষয়গুলো জানতে হবে । ২৫। ডাটা এন্ট্রি – অনলাইনে খুব সহজ ও প্রাথমিক পর্যায়ের কাজ হচ্ছে ডাটা এন্ট্রি । এর জন্য আপনার কোন রকম উচ্চ শিক্ষা বা ডিগ্রি দরকার নেই । খুব অল্প কম্পিউটারের ব্যাবহারিক জ্ঞান থাকলে আপনি আয় পথে আয় করতে পারবেন । তবে ডাটা এন্ট্রি কি বা কিভাবে মানুষ আয় করে জানতে চাইলে – যারা এসব কাজ করে তাদের সাথে সরাসরি আলোচনা করা সবচেয়ে ভাল । তবে আপনি যদি ইংলিশ এ ভাল হন তবে অনালাইনে কয়েক মাস একটু লেখা পড়া করা সবচেয়ে উত্তম ।

২৪। অনুবাদক –

সাধারণত বই অনুবাদের কথা সবাই জানলেও অনুবাদ জগত এখন অনেক বড় । সার্টিফিকেট, মুভি, কবিতা, গল্প, বই থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত আজকাল অনুবাদ করার প্রয়োজন পরছে । আপনি যেকোনো ২ টি ভাষায় খুব দক্ষ হলে অনায়াসে এই কাজ থেকে আয় করতে পারবেন ।

২৫। রুম ভাড়া দেয়া –

আপনার বাসার যেকোনো একটি রুম সুন্দর করে পরিপাটি করে ভবন ডট কমে ভাড়া দিন । মাসে ১০/১২ দিন ভাড়া দিতে পারলেই অনেক টাকা ইনকাম করতে পারবেন । অযথা অনেক বড় বাসা ফাকা ফেলে রেখে লাভ কি ? ২৮। বেবি দেখাশোনা করা- আজকাল মানুষ অনেক বেশি ব্যস্ত, কারো নষ্ট করার মত সময় হাতে নাই । স্বামী স্ত্রি ২ জনেই চাকুরি করে তাদের বাচ্চাদের দেখাশুনা করার জন্য তারা সবসময় নিরাপদ, নির্ভরযোগ্য পরিচিত ও বিশ্বস্ত লোক খুজতে থাকে , আপনার পরিচিতদের মধ্যে খুঁজ নিলে খুব সহজে আপনি এমন জব পেতে পারেন ।

২৬। হোটেল বয় –

আপনি যদি মানুষের সাথে সুন্দর ভাবে কথা বলতে ও মিশতে পারেন আর পরিশ্রম করতে আপত্তি না থাকে তবে আপনি এই কাজ খুব সহজেই পেতে পারেন । সৎ ও পরিশ্রমী ছেলে মেয়েদের এই সেক্টরে খুব ডিমান্ড । এই কাজের বড় সুবিধে হল আপনার খাবার জন্য কোন পয়সা লাগবে না প্রায় সকল হোটেলেই কর্মচারীদের বেতনের সাথে সাথে খাবার ও দেয়া হয় । রাত জাগা এবং লম্বা সময় কাজ করতে হয় রাজি থাকলে আপনার শহরে বেরিয়ে পরুন আজকেই পেয়ে যাবেন এই জব ।

২৭। পার্সোনাল ট্রেইনিং –

আপনি যদি, ফিটনেস, ওজন কমানো, বডি বিল্ডিং, মার্শাল আর্ট বা এমন কিছু সম্পর্কে  খুব ভাল জ্ঞান রাখেন  তবে অনেক বড় লোক বা তাদের ছেলে মেয়েদের জন্য তারা মোটা অংকের টাকা খরচ করতে প্রস্তুত । আপনাকে শুধু আপনার সেক্টরে সেরা হতে হবে আর সমাজের উচু শ্রেণির লোকদের সাথে একটু যোগাযোগ থাকতে হবে ।

২৮ । বাইক ও কার ওয়াস – শহরে রাস্তার পাশে ফাকা উঁচু জায়গা ভাড়া নিয়ে অথবা নিজের জমি হলে সেখানে পানির মোটর বসিয়ে নিয়ে বাইক, বাস, ট্রাক, কার সহ প্রায় সকল রকমের যানবাহন ধোঁয়ার ব্যবস্থা করে মাসে খুব ভাল পরিমান টাকা আয় করতে পারবেন । এই কাজের জন্য নিজের জমি সবচেয়ে ভাল আর ভাড়া নিলে কমপক্ষে ৫/১০ বছরের জন্য কেউ ডিলে নেবেন, এর চেয়ে কম সময় দিতে চাইলে নেবেন না ।

২৯। ইভেন্ট ম্যানেজমেন্ট –

শহরে কলেজ ভার্সিটির অনেক ছেলে মেয়ে আজকাল এই কাজের সাথে নিজেদের জড়িয়ে নিয়েছে । আপনি এই কাজ করতে চাইলে আপনার কলেজ ও ভার্সিটির যে বন্ধুরা এই কাজ করে তাদের সাথে যোগাযোগ করুন, আশাকরি একটা জব পেয়ে যাবেন । শহরে এই কোম্পানি অনেক গড়ে উঠেছে । বিয়ে, গায়ে হলুদ, কনসার্ট থেকে শুরু করে প্রায় সবরকম কর্পোরেট ইভেন্ট ব্যবস্থাপনায় ইভেন্ট ম্যানেজমেন্ট অনেক প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে ।

৩০। ফটোগ্রাফার –

অনলাইন কোম্পানির এর পাশাপাশি বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন , এ্যানিভারসারি সহ প্রায় যে কোন অনুষ্ঠান উদযাপনে ফটোগ্রাফার অবশ্যই লাগবে । আজকাল ছবি আপনি অনলাইলে বিক্রি ও করতে পারবেন । আপনার যদি একটা ভাল ক্যামেরা থাকে আর আপনার ছবি তুলতে খুব ভাল লাগে তবে আপনি অবশ্যই এই পেশায় আয় করতে পারবেন ।

 

৩১। ইনটেরিওর ও এক্সটেরির ডিজাইনার –

আপনার যদি রিয়েল এস্টেট ভাল লাগে , ভাল বুঝেন এবং বিভিন্ন বাসা বাড়ি অফিস ও নানা রকম  ভবনের ডিজাইন দেখতে মন থেকে খুব ভাল লাগে তবে আপনি এই কাজ করে টাকা আয় করতে পারেন  । এই কাজের সবচেয়ে বড় সুবিধে হল আপনাকে খুব বেশি টাকা বিনিয়োগ করতে হবে না । শুধু নিজেকে কাজতা পুরপুরি জানতে ও বুঝতে হবে । সাবধান আমাদের দেশের মানুষ আকবর বাকিতে কিছু পেলে জিবনে আর ফেরত দিতে চায় না তাই অবশই অগ্রিম টাকা নেয়ার পরে কাজ শুরু করবেন । মনে রাখবেন কখনই যেন আপনার পকেতের টাকা উল্টা কোন প্রজেক্ট া ঠুকে না যায়  । ক্লাইন্ত যে টাকা দেবে সেই টাকা থেকেই কাজ করবেন যাতে করে আপনি কখনই কোন লসে না পরেন ।

৩২। পুরাতন সবকিছু বিক্রি করে দেয়া –

আপনার যে সকল পুরাতন জিনিস আর কোন দিন কাজে লাগবে না এমন সকল জিনিস বিক্রি করে দিয়েও আপনি টাকা আয় করতে পারেন  । পুরাতন ও অবেভ্রিত বাইক, সাইকেল, কামেরা, ফারনিচার, আসবাব পত্র বা যেকন জিনিস যা আপনি কাজে লাগাচ্ছেন না তা কখনই ফেলে রাখবেন না । আপনি যা ফেলে রেখেছেন তা হয়ত অন্য কেউ ব্যাবহার করার জন্য টাকা দিয়ে কিনে নিতে প্রস্তুত । আক্ষনি খজ করে দেখুন বাসায় কি কি আছে যা বিক্রি করে দেয়ার মত ? বাস যা আছে সব বেচে দিন আর টাকা পকেটে রেখে দিন  ।

 

৩৩। আপনার গাড়িতে বিজ্ঞাপন লাগান –

আপনার বাইক, বাস, ট্রাক, কার বা যেকন গাড়ি থাকুক না কেন আপনি আপনার গাড়িতে বিজ্ঞাপন লাগিয়ে আপনি খুব সহজে বিনা পরিস্রমে আয় করতে পারেন । দেশের বাইরে আনেক আগে থেকেই এসব খুব থাকজলেও আমাদের দেশে কেবল কিছুতা শুরু হয়েছে । আপনি আপনার এলাকার বা কোন কোম্পানির সাথে কথা বলে তাদের বিজ্ঞাপন আপনার গাড়িতে লাগিয়ে নিন আর নিসচিত আয় করুন ।

৩৪। সংবাদপত্র বিলি করা –

অনেক আগে থেকেই এই কাজ করে অনেকে আয় করেছে । অনেক চাত্র পরালেখার পাশাপাশি এই কাজ করে বারতি আয় করতে পারেন  । ভারতের মহামান্ন রাস্তপতি জনাব ড্র আবুল কালাম আজাদ একসময় পত্রিকা বিক্রি করতেন । কোন কাজকেই ছোট করে দেখার কোন সুযোগ নেই ।

৩৫। ব্র্যান্ড অ্যাম্বাসেডর –\

শুধু দেশের নাম করা খেলোয়াড় বা মডেলরাই না আপনি যদি আপনার সেক্টরে পরিচিত হন তবে আপনার সেই পরিচিতি বা সুনামকে কাজে লাগিয়ে আপনার লোকাল বা জাতীয় পর্যায়ের অনেক বিজনেস বা ব্রান্ডের মুখপাত্র বা অ্যাম্বাসেডর হয়ে আপনি কামাতে পারেন মোটা অংকের টাকা ।

৩৬। গৃহ শিক্ষক – দেশের আজকেরস্থিক প্রতিষ্ঠিত মানুষ আছে যারা একসময় গৃহ শিক্ষক হিসেবে কাজ করেছেন । শহরে  গৃহ শিক্ষকের চাহিদা সবচেয়ে বেশি । আপনি গনিত ইংলিশ বিজ্ঞানের কিছু বিষয়ে ভাল দক্ষতা অর্জন করতে পারলে খুব সহজেই শিক্ষক হিসেবে আপনার আয় করার সুযোগটি লুফে নিতে পারেন ।

৩৭। খাবার ডেলিভেরি –

দিন যত যাচ্ছে মানুষের কর্ম বেস্ততা ততই বারছে । এখন অনেকেই বাসায় নিজের রান্না নিজে করে না বলে কাজেল লোক দিয়ে রান্না করায় । যুগের পরিবরতনে এখন কাজের মেয়েরা গার্মেন্টস সহ নানা কারখানায় কাজ করছে ফলে কাজের বুয়ার খুব অভাব দেখা দিয়েছে । ১৫ সালের পর থেকে এখন কাজের লোক খুজে পাওয়া কঠিন হয়ে পরেছে ফলে অনেকে কাজের লোকও পাচ্ছে না , ২/১ জন পাওয়া গেলেও তাদের অনেক টাকার ডিমান্ড ফলে মানুষ বাইরের খাবারের উপর নির্ভরশীল হয়ে পরছে । আপনি যদি কোন ১ টি খাবার খুব ভাল রান্না করতে পারেন তবে সেতি রান্না করে পরিচিত এলাকার দকানে সাপ্লাই দিতে পারেন । অনেক অফিস কারখানায় দুপুরে স্টাফদের জন্য নিয়মিত লান্স সরবরাহ করতে পারেন । খুব অল্প টাকায় অনেক পরিশ্রম করতে আপত্তি না থাকলে আপনি আজকেই শুরু করতে পারেন এই খাবার দেলিভেরি বিজনেস । তবে হা শুরুতে একটু কস্ত হবে । ছোট করে শুরু করবেন একসময় নিজে চলার মত ইনকাম করতে পারবেন  ।

 

 

৩৮। কুক –

দিন যত যাচ্ছে মানুষের কর্ম বেস্ততা ততই বারছে । এখন অনেকেই বাসায় নিজের রান্না নিজে করে না বলে কাজেল লোক দিয়ে রান্না করায় । যুগের পরিবরতনে এখন কাজের মেয়েরা গার্মেন্টস সহ নানা কারখানায় কাজ করছে ফলে কাজের বুয়ার খুব অভাব দেখা দিয়েছে । ১৫ সালের পর থেকে এখন কাজের লোক খুজে পাওয়া কঠিন হয়ে পরেছে ফলে অনেকে কাজের লোকও পাচ্ছে না , ২/১ জন পাওয়া গেলেও তাদের অনেক টাকার ডিমান্ড ফলে মানুষ বাইরের খাবারের উপর নির্ভরশীল হয়ে পরছে । আপনি যদি কোন ১ টি খাবার খুব ভাল রান্না করতে পারেন তবে সেতি রান্না করে পরিচিত এলাকার দকানে সাপ্লাই দিতে পারেন । তবে বলে রাখা ভাল আপনি যদি ভাল কেক বানাতে পারেন তবে শুধু কেক বানাবেন । সব রকম রান্না করতে যাবেন না । অনেক গুলো আইতেমে ভাল না হয়ে বরং ২/১ টি আইতেমে আপনি ভাল হলে খুব বেশি সুনাম ও ভাল বিজনেস করতে সক্ষম হবেন । এছাড়া আজকাল বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের জন্য রান্না করার জন্য রাধুনি বা বাবুর্চির প্রয়োজন হয় সুনাম অর্জন করতে পারলে আপনাকে আর পিচনে ফিরে তাকাতে হবে না ।

৩৯ । মেরামত করা –

আপনি ফানের সুইচ লাগাতে পারেন ? কম্পিউটারে কিছু হলে বুঝতে পারেন ? বাসার পানির লাইনের কোন সমস্যা হলে মেরামত করতে পারেন ? যদি এসব বা এসবের মত কোন কিছু মেরামত করার মত জজ্ঞতা বা দক্ষতা আপনার থাকে তবে আপনার কোনদিন টাকার অভাব হবে না, চাক্রির জন্য কারো কাছে যেতে হবে না । আমার গ্রামে এরকম পানির লাইন, বিদ্দুতের লাইন, তিভি মবাইল মেরামত করতে পারা ছেলেগুলকে চিনি যারা খুব ভাল অবস্থায় আছে সবাই আয় করে নিজের বাইকে চলা ফেরা করে । এসবের জন্য কোন নামকরা ভার্সিটির দিগ্রি দরকার নাই । আপনাকে কাজ জানলেই হল । আপনি খুব ভাল সেবা দিতে পারলে আপনাকে কোনদিন টাকার পিচনে  ঘুরতে হবে না টাকাই আপনার পিছে ঘুরবে ।

 

৪০। জানালা পরিস্কার সেবা –

শহরে সুউচ্চ ভবনের সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । দেশের যে কোন জেলা শহরে গেলেই আপনি ১০/২০ তালা উচু ভবন দেখতে পাবেন । আধুনিক এসব উচু ভবনের  সুন্দরয বৃদ্ধির জন্য প্রায় ইটের দেয়ালের পরিবর্তে  কাচের দেয়াল ব্যাবহার করা হচ্ছে  । কিন্তু এইসব কাচের দেয়াল পরিস্কার করতে গিয়ে খুব সমসসায় পরতে হচ্ছে এসব ভবন মালিকদের । আপনি এসব কাচের দেয়াল পরিস্কার করার আধুনিক সব যন্ত্র জোগাড় করে দক্ষ কিছু জনবল সাথে নিয়ে এই কাজে নেমে পরতে পারেন । অনেক্তা ন্তুন এই সেক্টর তাই প্রতিজগিতা একটু কম । একটা সমস্যা হল অনেক ভবনের মালিক একটু পুরাতন ও অশিক্ষিত টাইপের যারা টাকা খরচ করে পরিস্কার করতে চায় না তারা বৃষ্টির আসার  অপেক্ষা করে । কিন্তু দিন বদলে যাচ্ছে মানুষ অনেক বেশি শিক্ষিত ও সচেতন হচ্ছে তাই এই কাজের চাহিদাও দিন দিন বারছে ।

৪১। কোচ বা মেনটর হওয়া –

আপনি যদি, বিজনেস স্টার্ট আপ,  ফিটনেস, ওজন কমানো, বডি বিল্ডিং, মার্শাল আর্ট, ক্রিকেট, ফুটবল বা এমন কোন সুনির্দিষ্ট বিষয়ে  ভাল জ্ঞান রাখেন তবে আপনি যোগ্যতা কাজে লাগিয়ে আপনি কোচ বা মেন্তর হিসেবে কাজ করতে পারেন । মনে রাখবেন আল রাউন্দার সাকিব আল হাসান কিংবা মেসি রোনাল্ডো যার নামি বলেন না কেন তাদের সবারি কিন্তু কোচ দরকার হয় । আপনার জজ্ঞতাকে কাজে লাগান – টাকা আয় করুন  ।

 

৪২। রিয়েল এস্টেট ক্লাব –

রিয়েল এস্টেট খুবি ঝুঁকিপূর্ণ একটি বিজনেস , এখানে অনেক বেশি টাকা, মেধা, ক্ষমতার প্রয়োজন হয় । আপনি চাইলেও অনেক সময় আকা এই সব বিজনেস করতে পারবেন না । সুতরাং আপনি আপনার এলাকায় ২০/৩০ জন বঁধু বান্ধব মিলে একটি রিয়েল ইস্তেত  ক্লাব তৈরি করতে পারেন । সেখানে সবাই ২/৪ লাখ করে টাকা জমা দিয়ে সবাই মিলে জমি কেনা বেচার বিজনেস করতে পারেন । মনে রাখবেন আপনি ভুলেও জমির বিজনেস আকা করতে যাবেন না প্লিজ । এই ক্লাব করতে পারলে খুব অল্প টাকায় অনেক বেশি মুফা অর্জন করা সম্ভব । এবং যখন অনেক লোকজন একসাথে থাকবেন আপনাদের সকল বিনিয়োগ থগাকবে অনেক বেশি নিরাপদ ।

৪৩। ফুড টেঁসটার –

আপনি যদি  ঘুরতে ও নানা রকম নতুন নতুন খাবার খেটে পছন্দ করেন তবে আপনি এই পথা টাকা আয় করতে  পারবেন  ।  আপনার সাথে একজন কামেরা ম্যান রাখতে হবে আপনি যখন ভিভিন্ন যায়গায় নতুন নতুন খাবার কাহেবন অখন আপনার কামেরা মাঙ্কে সেসব দৃশ্য কামেরায়  ছবি বা ভিডিও আকারে ধারন করতে হবে । পরবরতিতে আপনার ব্লগ বা গ্রপ বা পাইজে বা ইউটিউব চানেলে এসব আপলোড করতে হবে । আপ্নি৮ ফ্রি খাব্র খেলেন, কিছু বক্সিস অ পেলেন আবার পরেই ওই ভিডিও থেকে বা পোস্ট থকে বা গ্রুপ থেকে আয় অ করতে পারলেন । মজাই মজা বস । ডায়েট কন্ত্রল করতে না চাইলে আজকেই শুরু করে দিন  ।

৪৪। ফ্রিলেন্স লেখক –

অওেবসাইত া কন্টেন্ট লেখক, পত্রিকার কলাম লেখক, পত্রিকার সংবাদ লেখক, বই অ মাগাজিন লেখক , নাতক অ সিনেমা লেখক , যগতে সব যায়গায় লেখা লেখির কাজ আপনি পাবেন শুধু আপনাকে কাজতা খুজে নিয়ে কষ্ট করে করতে হবে । আপনার নিজের সাথে যায় এবং ভাল লাগে এবং সেক্টর খুজে নিয়ে আপনার লেখা লেখির দক্ষতা কাজে া লাগিয়ে আজীবন আপনি আয় করত এপারবেন । কিন্তু সরত আক্তাই লেখা লেখি মন থেকে আপনাকে ভাল লাগতে হবে ।

৪৫।  স্কুটার,  অটো চার্জ ষ্টেশন  –

দিন দিন ইলেকট্রিক কার, বাইক স্কুটার মার্কেট পাচ্ছে । মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে । অনেকেই পেত্রল/অক্তেন বাইকের পরিবর্তে ইলেকট্রিক বাইক  কিনছে । মেয়েদের মধ্য স্কুটার অনেক বেশি জনপ্রিওতা অর্জন করেফেলেছে ইতিমদ্ধে । আপনার এলাকায় যদি এই সকল গারির সংখ্যা অনেক হয় তবে আপনি একটি চারজিং ষ্টেশন দিতে পারেন ।  আপনার অন্য যেকন বিজনেসের সাথে এই বিজনেস শুরু করলে আপনার খুব বেশি বিনিয়োগ করতে হবে না । কিন্তু খুব অল্প বিনিয়োগে আপনি এই বিজনেস করে আয় করতে পারবেন ।

৪৬। স্টার্ট-আপ  শুরু করা –

আমেরিকাতে ১৭ সালে ভেঞ্চার কাপিতালিস্ত ৬১ বিলিয়ন  ডলারের ও বেশি টাকা নতুন সব স্টার্ট আপে বিনিয়োগ করে । আমাদের বাংলাদেশেও এই ঢেউ লেগেছে । চালডাল , বিডি জবস সহ অনেক গুলো কোম্পানি মিলিওন মিলিওন ডলার  বিদেশি বিনিয়োগ বাগিয়ে নিয়েছে  । আপনার মাথায় অসাধারণ কোন আইডিয়া থাকলে সেটা নিয়ে গবেষণা করে একটি বিজনেস প্লান লিখে ফেলুন । তারপরে জেনে বুঝে শুরু করে দিন আপনার স্বপ্নের স্টার্ট আপ, ভাল আইডিয়া হলে আপনিও হতে পারেন কতিপতিদের একজন । বিষয়টি সহজ নয় কিন্তু সম্ভব ।

৪৭ । বিজনেস করা –

বিজনেস হল টাকা আয় করার সবচেয়ে ভাল মাধ্যম । জগতে অনেক বেশি টাকা ইনকামের একমাত্র মাধ্যম বলে মনে করা হয় বিজনেসকে । পৃথিবীর যত ধনকুবের আছেন তাদের প্রায় সবাই বিজনেস থেকে এই বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন  ।  হয়ত ভাবছেন কি বিজনেস করবেন ? কি করে শুরু করবেন ? আপনার মন থেকে ভাল লাগে এমন কোন একটি বিজনেস শুরু করবেন খুব ছোট করে এবং যে বিজনেস শুরু করতে চান প্রথমে কিছু দিন সেই বিজনেসে নিজে কাজ করে জ্ঞান অর্জন করবেন আসাকরি আপনি সফল হবেন ।

 

৪৮ । অনলাইন মারকেটপ্লেসে পণ্য বিক্রি –

Shopify AliExpressLightInTheBox, or DinoDirect , আমাজন, দারাজ, বিক্রয় ডট কম সহ অনেক জনপ্রিয় মার্কেট প্লেস আছে যেখানে আপনি খুব অল্প বিনিয়োগে বিজনেস করতে পারবেন । যদি ধারনা না থেকে থাকে তবে গুগল এ সার্চ দিয়ে এসব বিষয়ে ২/৪ দিন একটু পরালেখা করে দেখুন সব বুঝতে পারবেন  ।  অনলাইনে অন্নর ওয়েবসাইটে নিজের কোন পণ্য বিক্রির বিজনেস দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।  অনলাইন ভাল লাগলে আপনি চেষ্টা করে দেখতে পারেন ।

 

৪৯। অনলাইন উপদেষ্টা –

একেক মানুষ একেক বিষয়ে খুব দক্ষ বা পারদর্শী নহ্যে থাকেন ।  আপনি যে বিষয়ে খুব অভিজ্ঞ ও পারদরশি সেই বিষয়ে লেখালেখি করুন, বলগিং করুন, ভিডিও তৈরি করুন, বা বিশেষ কোন বিষয়ে পারদর্শী হবার উপায়গুলো নিয়ে একটি কোর্স তৈরি করুন । অনেকেই অনেক টাকা দিয়ে আপনার থেকে পরামর্শ নেয়ার জন্য বসে আছে আপনাকে শুধু আপনার বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে । অনলাইনে আপনার জনপ্রিওতা আকবর হয়ে গেলে মানুষ টাকা নিয়ে লাইন দেবে আপনার থেকে উপদেস বা পরামর্শ নেয়ার জন্য  ।

৫০ । পডকাসট –

আমাদের দেশে বিষয়টি একটু নতুন মনে হলেও  টাকা ইনকাম করার জন্য অতি সুন্দর একটি  মাধ্যম । এটা অনেক্তা ইউটিউব চ্যানেলের মত । আপনার খুব পছন্দের ও জানা সুনার মধ্য টপিকস ঠিক করে রেগুলার সেসব নিয়ে কথা বললে আস্তে আস্তে আপনার অনেক ভক্ত স্রতা পেয়ে জাবেন । যারা রেগুলার আপনার শো শুনবে । জন নামের একজন আমেরিকান তার podcast Entrepreneur on Fire  মাসে প্রায় ২ লাখ ডলার ইনকাম  করেন । ২০১২ সালের পর থেকে তিনি প্রায় ১৩ মিলিওন ডলার আয় করেন । এই মার্কেট অনেক্তা নতুন আব্বং জারা নতুন তারা খুব  সহজে এই মার্কেট এ থুক্তে পারবেন ।  আপনি পডকাস্ট শুরু করার পরে কি কি ভাবে ইনকাম করতে পারবেন আমি বলে দিচ্ছি  –

 

  • বিজ্ঞাপন  (sponsors)
  • নিজের পণ্য বিক্রি
  •  গিফট বা দান
  • সাবস্ক্রাইবার দের থেকে ইনকাম
  • Putting on live shows লাইভ সো থেকে ইনকাম 

 

৫১ । অ্যামাজন ইবুক (নিজে পাবলিশ করা )

অনেক মানুষ নিজে বই লিখতে চায়, কিন্তু লেখা হয়ে ওঠে না । অনেকে লিখে আবার পুলিশ করতে পারে না বা করা হয়ে ওঠে না । বসে না থেকে এখনি লিখতে বসে যান যে বই মানুষের কল্যাণে, উপকারে, বা দক্ষতা বৃদ্ধি তে ভুমিকা রাখতে পারে এমন বই লিখে ফেলুন । আপনি নিজের লেখা বই নিজেই অ্যামাজনে আপলোড করতে পারবেন, যেখানে বই বিক্রির ৭০% টাকা আপনি পাবেন আর বাকি ৩০% অ্যামাজন ফি হিসেবে কেটে নেবে । অ্যামাজনের রয়েছে সারা বিসস জোরা গ্রাহক ও সুনাম । নিজেকে ছোট করে দেখবেন না হতেও পারে আপনার হাতেই লেখা হবে সাম্নের বছরের বেষ্ট সেলার ।

৫২ । সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি

সোশ্যাল মিডিয়ায় আকবর ভাইরাল হতে পারলে এর পরে আপনি যা নিয়ে কথা বলবেন, যাদের সাথে ছবি তুল্বেন, যে পোশাক পরে ছবি তুলবেন , যে বিজনেস বা পন্ন নিয়ে কথা বলবেন সবাই আপনাকে টাকা দেবে টাকা । ইন্সতাগ্রাম ফেসবুকে কোম্পানির প্রচার করে সেলিব্রেতিরা লাখ  লাখ টাকা আয় করছে । আপনি আমন্তি করতে চাইলে আপনাকে কয়েক বছর রাতদিন পরিশ্রম করে আপনাকে নিজের পরিচিতি ও অবস্থান গড়ে নিতে হবে । পরে শুধু টাকা এর টাকা ।

 

৫৩। প্রশ্ন উত্তর দেয়া

তথ্য ও অভিজ্ঞতা জগতে সবচেয়ে মূল্যবান জিনিস । আপনি যদি ফনে কথা বলতে না চান তবে JustAnswer যোগ দিন । এখানে হাজার হাজার প্রশ্ন করা হয় প্রতি মাসে যাদের সেই উত্তরগুল খুব দরকার । অনেক আইনজীবী, ডাক্তার, ইঙ্গিনিয়ার, মেকানিক, কবিরাজ, রাজনিতিবিদ সত সত প্রশ্ন করে উত্তরের জন্য বসে থাকেন । আপনি চাইলে ওই সাইতে নিজের বায় ডাটা  ও নিজের পরিচয় নিশ্চিত করে নিজের আইডি তৈরি করে আজ থেকেই আয় করা শুরু করতে পারেন ।

 

৫৪। অনলাইনে ইংরেজি শেখানো

ইংলিশ ২য় ভাষা হিসেবে প্রায় সকল দেশের সকল মানুষ শিখছে । এছাড়া কম্পিউটারের বা অনলাইনের প্রায় ৮০% তথ্য ইংলিশে তাই প্রায় সবাইকে ইংলিশ সিখতেই হচ্ছে । আপনি যদি আপনার মাতৃভাষা ও ইংলিশ এ খুব ভাল দক্ষ হয়ে থাকেন তবে অনলাইনে এই ভাষা  শিখিয়ে আপনি আয় করতে পারেন । মিডল ইস্ট, ইউরোপ, সিঙ্গাপুরে অনেকে ঘন্তায় ২৫ ডলার প্রতি ঘণ্টায় ইংরেজি শেখে । আপনি এই কাজে আগ্রহি হলে এই  IndeedLearn4Good ,   Remote.co , VerbalPlanet or Chegg Tutors.গুলো  ভিজিট করে দেখতে পারেন ।

৫৫। অনলাইন সংবাদ লেখক বা কলামিস্ট –

অনলাইনে সংবাদ লিখে টাকা ইনকাম করার জন্য আপনাকে সাংবাদিকতা বিষয়ে লেখাপরা করতে হবে না । আপনি সংবাদ লেখক বা কলামিস্ট হিসেবে অনলাইনে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন  । অনেক অওেবসাইত আছে যাআ নিয়মিত সংবাদ আপদেত লেখার জন্য নিয়মিত সংবাদ বা কলাম লিখে নিয়ে  থাকেন  । আপনার এলাকার লকাল বা জান্তিও পত্রিকা বা অওেবসাইতের মালিকদের সাথে যগা যোগ করুন, আপনি ভাল লিখতে পারলে নিসচিত আয় করতে পারবেন  ।

 

৫৬। ভিডিও ইডিটর

ইউটিউব চ্যানেলের জনপ্রিওতার সাথে সাথে ভিডিও এডিটিঙের চাহিদা দিন দিন বেরেই চলেছে । আপনি যদি ২/৩ টি খুব ভাল মানের ভিডিও ইদিতিং সফটওয়্যার  শিখে  হাই ক্লাস ভিডিও এডিট করে দিতে পারেন তবে আপনি এই কাজ করে অনেক টাকা ইনকাম করত পারবেন । যদি জব পছন্দ করেন তবে অনেন  মিডিয়ায় জব নিতে পারবেন ।

৫৭ । অওেবসাইট

আপনার নিজের লেখা বা স্পেশাল কোন বিষয় নিয়ে আপনি ওয়েবসাইত তৈরি করতে পারেন । সেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে থাকলে আপনার সাইটে দিন দিন ভিজিতর বারতে থাকবে । আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনার সাইটে ভিডিও দেখিয়ে নিয়মিত ইনকাম করতে পারবেন । এই কাজ খুব সহজ না আজকে শুরু করলেই কালকে ইনকাম হবে এমন না । কিন্তু আপনি দীর্ঘদিন চেষ্টা করলে অবশই একটি ভাল মানের ওয়েবসাইত বানাতে পারবন এবং একটি ভাল ওয়েবসাইত আপনাকে নিসচিত আয় করার সুযোগ দেবে ।

৫৮। কাস্টমার কেয়ার দূর থেকে

আজকাল দেশি বদেশি অঙ্ক আইটি কোম্পানি তাদের   গ্রাহকদের সেবার জন্য লোক নিয়গ দিচ্ছেন    আপনি যদি ফনে খুব সুন্দর সাব্লিল ভাসায় মানুষের সাথে কথা বলতে এবং সমস্যা সমাধান করতে ভালবাসেন তবে আপনি  ঘরে বসেই অনেক কোম্পানির কাস্তমার কেয়ার হিসেবে া কাজ করতে পারবেন । ঘরে বসে অল্প পরিস্রমে এমন কাজ দিন দিন বেস জনপ্রিয় হচ্ছে । ভাল লাগ্লে আপনি এক্ষণই চেষ্টা করুন এমন একটি কাজ বেছে নিতে ।

৫৯। কর্পোরেট ওয়ার্কশপ

কর্পোরেট বিজনেস সেক্টরে যদি আপনার অগাধ জ্ঞান ও দক্ষতা থেকে থাকে তবে আপনি কর্পোরেট ওয়ার্কশপ করতে পারেন । বিজনেস মালিক গন সবসময় তাদের কর্মচারী দের কর্মঠ ও দক্ষ হিসেবে গড়ে তলার জন্য এবং পজেটিভ মোটিভেশন দেয়ার জন্য টাকা খরচ করার জন্য সদা প্রস্তুত । আপনি যদি আপনার স্কিল বা দক্ষতা ৬ বা ১২ ঘণ্টার একটা পাকেজ তৈরি করতে পারেন তবে অনেক কোম্পানি আপনাকে টাকা দিয়ে তাদের স্টাফদের ট্রেনিঙের জন্য সুযোগ করে দেবেন । আপনি শুরুতে একটি সুন্দর সোশ্যাল মিডিয়া পরিচিতি বা আইডি করে ফেলুন এবং এমন কোম্পানি খুজে বের করুন যারা আপনার সেবা নেয়ার জন্য প্রস্তুত ।

৬০। দোকান বা  শরুম দেয়া

এইটা মনে হয় সবচেয়ে প্রাচিন ও গতানুগতিক বিজনেস মডেল । বাইক, কার, আসবাবপত্র থেকে শুরু করে নানা রকমের কাপর ও ইলেক্ট্রনিক প্ননর শওরুম আজকাল প্রতিটি মোড়ে মোড়ে দেখতে পাওয়া যায় । ভাল কোম্পানি বা ব্রান্ডের  শরুম নিয়ে আপনিও এই বিজনেস করে টাকা আয় করতে পারেন ।  এছাড়া নিত্য পন্নের মনোহারি, কস্মেতিক্স ও ষ্টেশনারী দোকান দিয়ে আপনি আয় করতে পারেন ।

৬১ । অভিনয় বা মডেলিং

আপনি যদি অভিনয়ে দক্ষ হন এবং মন থেকে খুব ভালবাসেন তবে আপনি শুরু করতে পারেন । তবে শুরুতে ইনকাম করা আপনার জন্য অনেক কঠিন হবে । আপনি দেখতে অত্তান্ত সুন্দরী বা সুদর্শন হলে আপনি মডেলিং করে টাকা আয় করতে পারেন । কলেজ ভার্সিটির অনেক উটতি বয়সের সুন্দরী এই কাজ করে আজকাল অনেক টাকা আয় করছেন 

৬২। মুভিং সার্ভিস

কেউ অফিস বা বাসাবারি বদল করতে চাইলে তাদের মাল্মাল গোছানো, পাকেটিং, গাড়িতে করে নিয়ে গিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দেয়ার মত কাজ গুলো যদি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য বেক্তির মত করে দিতে পারেন তবে ২/৪ জন বঁধু মিলে খুব সহজে এই কাজ শুরু করতে পারেন  । এই কাজে কিছু বক্স, ঠেলা গাড়ি তাইপ কিছু জন্ত্র, কিছু কম্বল এসব জিনিস লাগে । পরিচিত ২/৩ টা গাড়ি থাকলে আপনি আজি এই কাজ করা শুরু করতে পারেন 

৬৩। রিসাইকেল/ প্রাতন জিনিস কেনা

খুব অল্প টাকা বিনিয়োগ করে আপনি পুরাতন বোতল, প্লাস্তিক, তিন, লহা, তামা থেকে শুরু করে প্রায় যে কোন পুরাতন জিনিস কম দামে কিনে বড় মহাজন বা সরাসরি উতপাদঙ্কারি কোম্পানির কাছে বেশি দামে বিক্রি করে এক্ষণই টাকা ইনকাম করতে পারেন ।

৬৪। পরিস্কার কারি

দুই হাত নোংরা করে যদি পরিস্কার হালাল টাকা ইনকাম করা কোন ইচ্ছা থাকে তবে আপনি এই পেশা বেছে নিতে পারেন  । বাসা বাড়ি থেকে শুরু করে অনেক কোম্পানি তাদের কারখানা ও অফিস পরিস্কার করার জন্য মাসিক বা চুক্তি ভিত্তিক লোক নিয়ে  থাকেন । এছাড়া আজকাল মানুষ বেস্ততার জন্য লেদার সোফা, কিচেন ও টাইলস পরিস্কার এছাড়া বর বড় ভবনের কাচের জানালা বা দেয়াল পরিস্কার করার জন্য নিয়মিত লোক নিয়ে থাকে । আপনার সহরে একটু খজা খুজি করলেই আপনি এমন কাজ খুজে পাবেন ।

 

৬৫। দালাল বা এজেন্ট –  যে কোন জিনিস কেনা বেচার মিডিয়া বা দালাল হয়ে আপনি খুব অল্প বিনিয়োগে আয় করার সুযোগ পেতে পারেন । আজকাল অনেক কোম্পানি তাদের পণ্য বিক্রির জন্য প্রত্যেক জেলা বা থানা পর্যায়ে এজেন্ট নিয়গ দেন । আপনি চাইলে ভাল কোম্পানির এজেন্ট হয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন । এছাড়া  অনেকেই জমি, গাড়ি, বাড়ি , গরুর মত জিনিসের বিক্রির মধ্যস্থতা বা দালালি করে লাখ লাখ টাকা আয় করছেন । আপনি চাইলে এই কাজ শুরু করতে পারেন ।

 

৬৬। ইকমারস শুরু করা

অনলাইন জগতে যে কোন পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে আপনিও সাবলম্বি হতে পারবেন তব বিষয়টি খুব সজা না । তাই না বুঝে শুরু করার কোন সুযোগ নাই । অনলাইনে কিছু শুরু করতে চাইলে আপনাকে পরালেখা করে জেনে বুঝে এই কাজ করতে হবে নয়ত সব টাকা হারিয়ে পথে পথে ঘুরতে হবে । হাজার টাকা নিয়ে অ্যামাজনআলিবাবা হবার স্বপ্ন না দেখাই ভাল । বরং বাস্তব সম্মত সেবা বা পণ্য নিয়ে অনেক আয়ের সুযোগ আছে এই বিষয়ে আকাহেন লিখে শেষ করার সুযোগ নাই । আপনাকে ইকমারস বিজনেস করতে হলে  অনলাইনে  কমপক্ষে ৩/৪ মাস সময় দেয়া লাগবে, তার পরে আপনার বাজেট অ  কি কি পণ্য নিয়ে কাজ করবেন সেটা ঠিক করে নিয়ে আস্তে আস্তে আগাতে হবে ।

Join The Discussion

Compare listings

Compare