প্রশ্ন- টাকা সেভ করার কিছু উপায় বল ?
চাইলেই কি টাকা সেভ করা যায় ? আপনার আয় না থাকলে কিন্তু সেভ করার প্রশ্নই উঠবে না সুতরাং আমি বল্ব আয় করুন । আর আপনার আয় থেকে কিছু টাকা সঞ্চয় করুন । সঞ্চয় করা কিন্তু সহজ নয় । কিন্তু আমার বিশ্বাস নিচে উল্লেখিত পরামর্শ গুলো অনুসরন করতে পারলে আপনি অবশই সঞ্চয় করতে পারবেন । যেমন –
১- মাসিক বাজেট করে টাকা খরচ করবেন ।
২- দামা দামি করে কেনাকাটা করবেন কেনার আগে তুলনা করবেন ।
৩- সবকিছুই ব্র্যান্ড এর কেনার অভ্যাস ত্যাগ করুন ।
৪- কেনাকাটা করার আগে লিস্ট করে নেবেন কোন ভাবেই তার বাইরের কিছু কিনবেন না ।
৫- বেশি লাগে এমন জিনিসগুলো বেশি করে পাইকারি দামে কিনুন ।
৬- অনলাইনে এবং সেল পেলে কেনাকাটা করুন ।
৭- নিকটবর্তী লোকেশনে গাড়ি না ব্যাবহার করে হেটে যান ।
৮-প্রতিমাসে কিছু টাকা বিনিয়োগ করুন ।
৯- ক্যাশ টাকা খরচ করুন দেখবেন দিনে কত টাকা খরচ করছেন । কার্ড দিয়ে ১০ লাখ খরচ করলেও বুঝা যায় না ।
১০- বাসায় পার্টি করুন, বাইরের খাবার যথা সম্ভব পরিহার করুন ।
১১- প্লেন টিকেট, হোটেল বুকিং, অনলাইনে করুন এবং অনেক আগে থেকে কিনে রাখুন এতে দাম অনেক কম পরবে ।
১২। অবশই সব সময় তুলনা করে কেনা কাটা করবেন ।
১৩। ভাল জিনিসের ভাল দাম কিন্তু আসলে জিনিসটা কতটুকু ভাল আর সেই টুকু ভালর জন্য কি পরিমান টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে হিসেব করে খরচ করবেন – সবসময় আপনার টাকা সেভ হবে ।
১৪। প্রতিমাসে আপনার আয়ের কিছু টাকা বাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে পারেন ।
১৫। মাস সঞ্চয় করার পরে অবসিস্থ টাকা খরচ করা ।
১৬। অপ্রয়োজনীয় জিনিস শুধু সখের বসে কেনা থেকে যতটুকু সম্ভব বিরত থাকুন ।
এছাড়া টাকা সেভ করার ভাল কোন কৌশল জানা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে ভুল্বেন না । আপনাদের কম্মেন্ত থেকে নিয়মিত আমি অনেক কিছু শিখে থাকি। সারা কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করেন তাদের জন্য ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আখানেই শেষ করছি ।