প্রশ্ন – দেশি কম্পানি গুলোর অবস্থা কেমন ? বিদেশি কম্পানি গুলো কেমন পর্যায়ে আছে ?
একসময় এক দেশের রাজা ক্ষমতা বা সম্পদের জন্য অন্য রাজ্য দখল করত এখন সময় বদলে গেছে কোন দেশ দখল না করে বরং সে দেশের মার্কেট শেয়ার দখল করতে পারলেই বাজিমাত । সারা দুনিয়া মাত করে নিজ নিজ দেশের জন্য কোটি কোটি ডলার আয় করে আনছে । Google, Airbnb, Amazon, Alibaba, Facebook, uber এই সবগুলো কোম্পানি বিদেশি । কিন্তু আমাদের নিজের দেশের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় বিদেশ কেন নিজের দেশেই দেশি কোম্পানিগুলো এক নাম্বার না যা দেশের অর্থনীতিক স্বার্থের জন্য মোটেই সুসংবাদ না । তবে আসার কথা হচ্ছে আমাদের দেশের অনেক উদ্যোক্তাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন নিজেদের ব্র্যান্ডকে বাস্তবায়নের যা অত্যন্ত প্রশংসার দাবিদার ।
এই পুঁজিবাদ অর্থনীতিতে গরীবের জন্য দুঃসংবাদ এই যে ” ছোট বিনিয়োগ কক্ষনই বড় বিনিয়োগের সাথে পাল্লা দিয়ে টিকতে পারবে না ” । যত দিন না আমাদের দেশের সবাই মিল নিজেদের দেশি কোম্পানিতে বেশি বেশি বিনিয়োগ না করবে ততদিন এই দেশ তার লক্ষে পউছিতে পারবে না । যতদিন না ব্যাংক আমাদের দেশি উদ্যোগ গুলকে সত্যি সত্যি অরথের যোগান ও পথ দেখিয়ে সাহায্য না করবে ততদিন দেশ অর্থনীতির সরবচ্চ সুফল পাবে না । তবে বর্তমানে সড়ক নিরমানে কিছু দেশি কোম্পানি ও আইটি সেক্টরে mir construction, pathao, bdjobs, chaldal, bddelivery.com, bhaban.com আসা করছি দেশের জন্য খুব ভাল কিছু বয়ে নীয় আসবে ।