প্রশ্ন – দেশের পাস করা লক গুলো কেমন  ? 

প্রশ্ন – দেশের পাস করা লক গুলো কেমন  ?

 

******ভাই আমাদের দেশে মানুষের মধ্য এমন হয়ে গেছে যে মাস্টার্স শেষ করলেই উন্নত চাকুরী লাগবে তার জন্য ১০ লক্ষ ২০ টাকা যাই লাগবে তা দিতে সবাই প্রস্তুত কিন্তু একটা সাধারণ কাজ করতে নারাজ আমি মাস্টার্স পাশ করে এই ছোট কাজ করবো! না আমি সেটা পারবো না। দেখুন আমারও অর্থ ছিলনা আমার জীবনের কিছু কথা বলি তাহলে হইত কিছু উপকার হবে আপনার আমি অনার্স লাইফ থেকে পড়াশুনার জন্য প্রথম কোন এক কোচিং এর হয়ে লিফলেট বিলি করতাম তারপর ইজি বাইক চালাতাম টিউশনি তো করতামই শেষে ২০০৯ সালে মেটলাইফ এলিকোতে চাকরি পাই আমার প্রথম মাসের বেতন ছিল ৩০০ টাকা আজ প্রায় ২৮০০০ + তবে আজ এই যায়গায় আসতে অনেক কিছুই করতে হয়েছে আমাকে অনেক ত্যাগ করতে হয়েছে যেখানে আমার পরিবারের কোন সাপোর্ট করতেন না শুধু বাবা ছাড়া আমাকে অনেকে গলা ধাক্কা দিয়েছিল অনেক বন্ধু ছিল যারা আমাকে টাকা দিয়ে বলতো সিগারেট নিয়ে আসতে আজ তারাই আমাকে আপনি করে কথা বলে আজ সাতটি সংগঠনের সভাপতি আর সেই বন্ধু গুলো আজও বেকার আজ অনেকেই পড়াশুনা শেষ করতে পারেনি আর আমি ফিসারিং এ মাস্টার্স কমপ্লিট আপনি ভাবতে পারেন আমি কেন এগুলো আপনাকে বলছি আমি বলছি আমি কারও উপর নির্ভর করতে পছন্দ করিনা আমার ছোট ছোট অর্জন গুলি আমাকে সামনের দিকে এগোতে সাহস যোগায় আমি নিজেই নিজেকে সন্মান করি যে নিজেকে সন্মান করতে পারে না সে একটি পঙ্গু

*****আপনাকে বলছি জীবন একটা যুগ্ধ যে অস্ত্র আছে সেটা নিয়ে সংগ্রাম করুন ভয় পাবেন না পজিটিভ থাকুন দেখবেন শেষে আপনিই জিতবেন। যানিনা কতটুকু উপকার হবে যদি বিশ্বাস না হই যশোর আসুন অনেক মাস্টার্সপরুয়া ছেলে আছে যারা ইজি বাইক চালায় বিশ্বাস রাখুন নিজের প্রতি সবসময় মনে রাখবেন সবাই সমালোচনা করতে পারে কিন্তু কেউ আপনাকে চাকুরী দিবে না আপনার জন্য শুভকামনা রইলো

Written by @Animesh Ghose Metlife
Edited by Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare