প্রশ্ন – দেশের বেকারত্ব ও  যোগ্য লোকেড় অভাব ? 

প্রশ্ন – দেশের বেকারত্ব ও  যোগ্য লোকেড় অভাব ?

 

দেশে যেমন রয়েছে চাকরির অভাব তেমন রয়েছে যোগ্য লোকের অভাব । ছোট থেকেই যে কোন কাজের দক্ষতা অর্জন করুন সারা জীবন এর সুফল ভোগ করতে পারবেন । প্রথম আলো পত্রিকাও আজ এমনই লিখেছেন ।
“””দেশে দক্ষ জনশক্তির অভাব থাকায় বাংলাদেশ থেকে বছরে ৬০০ কোটি ডলার নিয়ে যাচ্ছেন বিদেশিরা। এ দেশে ব্যবস্থাপনা পদের জন্য লোকের অভাব হয় না। কিন্তু কারিগরি বিষয়ে দক্ষ কর্মী খুঁজলেও পাওয়া যায় না। বিশ্বের উন্নত দেশগুলোতে যেখানে ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেখানে বাংলাদেশে এর পরিমাণ ১০ শতাংশের নিচে।”””

Join The Discussion

Compare listings

Compare