প্রশ্ন – দেশে কি কি করলে চরিত্র নষ্ট হয় কি কি কোড়লেও হয় না ? ৬
লোকটা ঘুষ খায়, টাকা ধার নিলে ফেরত দেয় না, ব্যাংকের লোণ নিয়ে ফেরত দেয় না, মিথ্যা কথা বলে, নিজের ভাইবোনকে বাবার সম্পত্তির ভাগ ঠিক মত দেয় না
——— তবু ————
লোকটা চরিত্রবান
**************************
কারন সে তো কোন মেয়ের সাথে বিয়ের আগে কিছু করে নাই ।
শুধু বিয়ে ছাড়া নারীপুরুষের শারীরিক সম্পর্ক হলে চরিত্র নষ্ট হয় ? আর মিথ্যা কথা বললে চরিত্র ভাল থাকে ? মানুষের টাকা মেরে দিলে চরিত্রের কিছু হয় না ? ঘুষ খাইলে চরিত্র নষ্ট হয় না ?
সমাজের এমন জ্ঞানী মানুষগুলোকে কি করতে ইচ্ছা করে ? আমরা কবে সকল খারাপ কে খারাপ আর ভাল কে ভাল বলতে শিখব ?