প্রশ্ন – নিজের বিজনেস বুঝাটা কতটা জরুরি কেন জরুরি   ?

প্রশ্ন – নিজের বিজনেস বুঝাটা কতটা জরুরি কেন জরুরি   ?

গুগলের লারি পেইজ আইটি বুঝে, ফেসবুকের জাকারবার্গ কোডিং বুঝে, উবার এর ত্রাভিস কালানিক প্রগ্রামিং বুঝে সুতরাং আমরা যারা আইটি বিজনেসে আছি আমাদের ও নিজেদের এসব খুব ভাল ভাবে বুঝা উচিৎ । শুধু লোক দিয়ে কাজ করিয়ে গুগল, ফেসবুক উবার প্রতিষ্ঠা করা সম্ভব না ।
আগে নিজে কাজ জানতে হবে বুঝতে হবে পরে লোক দিয়ে সে কাজ করিয়ে নিলে কোম্পানি নিজের গতিতে চলবে । আপনি একটি গরুর খামার দেবেন আপনাকে আগে খামারের কাজ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে । আপনি যখন পুরা জিনিস্তি বুঝবেন তখন লোকজন দিয়েও আপনার কাজ আপনি খুব ভাল ভাবে আদায় করে নিত পারবেন । আপনি যদি নিজে কাজ না বুঝেন তাইলে আপনার মানেজার বা কাজের লোকজন আপনাকে উল্টা পাল্টা বুঝাবে, আপনার নাকে দরি দিয়ে ঘুরাবে, আপনি  তাদের খেলার পুতুল হয়ে যাবেন , তাদের পছন্দের বাইরে কিছু বললে কাজ ছেরে চলে যাবার হুমকি দেবে । শুধু তাই না –  সব কিছু লোকজন করে দেবে মনে করে যে কোম্পানিকে কাজ দেবেন তার কাছে আপনার সব তথ্য থাকবে তারা দুইদিন পরে চাইলে আপনার কোম্পানির চেয়ে ভাল কোম্পানি দাড় করাতে পারবে । সময় থাকতে সাবধান হন কাজ শিখুন । নিজের কোম্পানির কাজের জন্য নিজের একটা শক্তিশালী টিম গড়ে তুলুন  । নিজে কাজ সিখুন এবং শুরু থেকেই নিজে কাজ করুন ।

Join The Discussion

Compare listings

Compare