প্রশ্ন- পিতামাতার জন্য উপদেশ ? ৯
আপনার সন্তান কে কখনোই বলবেন না যে লেখা পড়া করে বড় চাকরি করতে হবে ! এটা ভীষণ অন্যায় !!!!! সন্তানের যা ভাল লাগে তাকে সেটাই করতে দিন। বড় চাকরি করতে চাইলে নিজে করেন । সন্তানকে জোর করেন কেন ?
বাবা – মা হিসেবে সন্তানের মঙ্গল চাইলে তাকে তার স্বপ্ন পূরণে সহযোগিতা করুন, কেউ বিশ্বাস না করলেও আপনার সন্তানের সপ্নে আপনি বিশ্বাস করুন, পরিবারের সাপোর্ট প্রত্যেকটি সন্তানের জন্য ভীষণ প্রয়োজন । সহযোগিতা করতে না পারলে না করবেন কিন্তু মনে রাখবেন জোর করে নিজের ইচ্ছা সন্তানের উপর চাপিয়ে দেয়ার কোন অধিকার আপনার নেই। সন্তানকে নিজের মত বাচতে দিন । সে যা করতে ভালবাসে তাকে তাই করতে দিন । দেখবেন আপনার সন্তান একদিন বিশ্ব জয় করবে ।