প্রশ্ন – প্রবাসীরা দেসে বিজনেস করতে চাইলে কি কি জিনিস ভেবে দখা উচিৎ জেনে নিন ?
বিদেশে রাত দিন কাজ করে অনেক টাকা আয় করে ভাবছেন দেশে এসে ভাল কিছু করবেন ? আপনাকে মনে রাখতে হবে ।।
১। এটা কিন্তু বিদেশ না এটা বাংলাদেশ ।
২। আপনি কিন্তু অভিজ্ঞ বিজনেস ম্যান না ।
৩। এদেশে নীতির চেয়ে দুর্নীতি বেশি ।
৪। এদেশে কেউ কথা রাখে না ……চেক, স্ট্যাম্প কোন কিছুই কাজে আসে না ……………।
৫। টাকার সাথে প্রশাসন , জনবল ও ক্ষমতা না থাকলে টাকা বাংকে রাখেন বিজনেস কইরেন না ।
৬। যারা আপনার আসে পাশে আছে এরা সবাই আপনার টাকা মারার ধান্দায় বসে আছে, টাকা ফুরিয়ে গেলে কেউ পাশে থাকবে না ।
৭। যারা আশেপাশে আছে এদের সবারি তারগেত আপনার টাকা সুতরাং সাবধানে থাকুন ।
৮- কাওকে বিশ্বাস করবেন না , টাকা পয়সার জায়গায় নিজে কাজ করুন ।
৯- যানেন না বা করেন নাই এমন বিজনেস করতে যাবেন না ।
১০- নতুন বিজনেস করতে চাইলে আগে সেই বিজনেস এ গিয়ে কাজ করেন নিজে থেকে শিখে আসেন আগে ।
১১ – নিজ এলাকা বা নিজের ক্ষমতার মধ্যা এমন জায়গায় বা সেক্টরে বিজনেস করুন ।