প্রশ্ন- প্রযুক্তিবিদদের মতে, ভবিষ্যতের শহরে কেনাকাটা কেমন হবে ?
কেনাকাটার সব ক্ষেত্রেই প্রযুক্তি থাকবে । বিবিসির প্রযুক্তিবিদদের দৃষ্টিতে চিত্রটি এমন হতে পারে।
১. ভাবনা জানার প্রযুক্তি
কোনো পণ্য বা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড দেখে একজন ক্রেতার চেহারায় যে পরিবর্তন হয় তা থেকে তার ভাবনা জানা যাবে। এমন একটি সফটওয়্যার ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে।
২. স্মার্টফোনই মানিব্যাগ
পণ্যের দাম পরিশোধ হবে স্মার্টফোনের মাধ্যমে। ইতিমধ্যেই ফ্রান্সের অকহান ও ডিআইওয়াইসহ অনেক চেইন সুপারমার্কেটে এ পদ্ধতিতে পণ্যের দাম পরিশোধ করা হয়।
৩. ফোনে বিজ্ঞাপন
বাজারের মধ্যে থাকা ক্রেতার স্মার্টফোনে কোনো পণ্যের বিশেষ ছাড়সহ এর বিশেষত্ব সম্পর্কে তথ্য দেওয়া হবে। লন্ডনের রিজেন্ট স্ট্রিটের দোকানগুলো ইতিমধ্যেই এ সেবা চালু করেছে । এখন প্রায় সকল বিজনেসের বিজ্ঞাপন ফনের মধ্যে দেখান হয় ।
৪. স্মার্ট লেবেল
ভবিষ্যতে পণ্যের গায়ে থাকবে স্মার্ট লেবেল। এতে ব্যবহৃত শনাক্তকরণ যন্ত্র, প্রদর্শন পর্দা (ডিসপ্লে) ও যোগাযোগপ্রযুক্তি পণ্যের গুণাগুণ সম্পর্কে ক্রেতাকে বিস্তারিত জানাবে। নরওয়ের প্রযুক্তিপ্রতিষ্ঠান থিনফিল্ম ইতিমধ্যেই এর ব্যবহার শুরু করেছে ।
৫. পণ্য পৌঁছে দিতে ড্রোন
অনলাইনে কেনাকাটা ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে। আর পণ্য পৌঁছে দিতে মানুষের বদলে ব্যবহৃত হবে ড্রোন। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ড্রোনে এক ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছানোর সেবা চালু করেছে উনউন নামক একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এখন গ্রামেও কুরিয়ার সার্ভিস সার্ভিস কোম্পানি অনলাইনের পণ্য ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ।
৬. ডিজিটাল মাপ ঘর
পোশাক কিনতে গিয়ে মানানসই ও মাপমতো হবে কি না বুঝতে তা আর পরে দেখতে হবে না। ভবিষ্যতে পরিবর্তন ঘরের বদলে থাকবে বড় আকৃতির ডিসপ্লে, যেখানে শরীরের মাপ অনুযায়ী পোশাক মানাসই ও মাপমতো হবে কি না তা জানা যাবে। ম্যাজিক মিরর নামে এমন প্রযুক্তি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা ।
৭. ভার্চুয়াল স্টোর
দোকান হতে হলে সারি সারি শেলফে পণ্যবোঝাই থাকবে—এমন ধারণার পরিবর্তন হবে। দেয়ালে লাগানো ডিসপ্লেই দোকান হিসেবে ব্যবহৃত হতে পারে। যেখানে পর্দায় প্রদর্শিত পণ্য কিনে নেওয়া যাবে। দক্ষিণ কোরিয়ার সিউলে ইতিমধ্যেই এমন সেবা চালু হয়েছে। অর্ডার করলে পিছনের স্টক থেকে গ্রাহককে পণ্য বুঝিয়ে দিচ্ছে ।
৮. ক্রেতার পছন্দেই পণ্য তৈরি
ভবিষ্যতে থ্রিডি প্রিন্টার আরও ব্যাপকতা লাভ করবে। তখন বাজারের দোকানেও এ প্রিন্টার দেখা যাবে, যেখানে ক্রেতা পছন্দমতো নকশা দিয়ে তৈরি করে নিতে পারবেন পণ্য। প্রযুক্তিবিদদের মতে, বর্তমান প্রিন্ট ও ফটোকপির দোকানে ও পরিবর্তন আসবে ।
৯. রোবট-সেবা
বাজার করতে গিয়ে প্রয়োজন হয় একজন সহকারীর, যে কেনা পণ্য বয়ে নেবে। ভবিষ্যতে সহকারী হবে রোবট। সিউলের অনেক বাজারে ইতিমধ্যেই সহকারী রোবট দেখা যায় । যদিও বাংলাদেশে আই সেবা আসতে আসতে অনেক দিন লাগবে ।
১০. বেঁচে রবে ঐতিহ্য
সব প্রযুক্তিবিদই ভবিষ্যতের বাজারে প্রযুক্তির আধিক্য দেখা যাবে বলে মনে করেন না। তাঁদের মতে, ভবিষ্যতেও ঐতিহ্যবাহী বাজার দেখা যাবে । কাওন মানুষ সব সময় তার সিকর কে খুজে ফিরে, সেকরকে ভালবাসে, তাইত এখনও শহরের লকেরা মাটির চুলার রান্না, ভরতা ভাত, মাটির প্লেতে ভাত খাবার জন্য ছুতির দিনে শহরের বাইরে চলে যায় দূর দুরান্তে ।