প্রশ্ন- প্রযুক্তির ঊণ্ণোয়োণে কি কি হবে ? ৮
“প্রযুক্তির কল্যাণে আগামীতে অযোগ্য পাতি নেতাদের জন্য রাজনীতি কঠিন হয়ে পড়বে এবং দুর্নীতি অনেক কমবে ”
আগে অনেক নেতাই মুখে যা আসত তাই বলতে পারলেও এ সুযোগ এখন আর নেই তাদের প্রত্যেকটি সভা, সেমিনার, ভাষণ, সাক্ষাৎকার ডিজিটালি সংরক্ষন করা হয় – পরবর্তীতে উল্টা পাল্টা বললে একদম হাতে নাতে ধরা । রাজনীতিবিদরা মিথ্যা কথা আগেও বলত এখনও বলে সমস্যা হল আগে ঠিক মত ধরা না খাইলেও এখন মিনিটে মিনিটে ধরা কোন মাপ নাই ।
লেনদেন ও অনেক সেবা ডিজিটাল হবার কারনে চাইলেও অনেক সেক্টরে আগের মত দুর্নীতি করা সম্ভব হবে না ।
এটা আমার মতামত, আপনাদের সাথে নাও মিলতে পারে, সেক্ষেত্রে কমেন্টে আপনার বক্তব্য তুলে ধরতে ভুলবেন না । এ ব্যাপারে আপনাদের সকলের মতামত ও অনুভুতি অনেক গুরুত্ব পূর্ণ ।.