প্রশ্ন – বর্তমানের  বিলিওনিয়ার যারা তারা কি কি বিজনেস  করছেন   ?

প্রশ্ন – বর্তমানের  বিলিওনিয়ার যারা তারা কি কি বিজনেস  করছেন   ?

উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ থেকে বিলিয়নিয়ার বনে যাওয়া মানুষের চেয়ে নিজের চেষ্টায় শতকোটি ডলারের মালিক হয়েছেন, এমন লোকের সংখ্যাই এখন বেশি। নিজের উদ্যোগে যাঁরা বিলিয়নিয়ার হয়েছেন, তাঁরা মূলত চারটি ক্ষেত্রে কাজ করেন। এগুলো হলো ব্যবসাপ্রতিষ্ঠানের #উদ্যোক্তা, #শীর্ষনির্বাহী, সরকারের সঙ্গে কাজ করা এবং আর্থিক ও #আবাসন খাতের ব্যবসা।

Join The Discussion

Compare listings

Compare