প্রশ্ন- বাংলাদেশের কিছু অর্জন ?

প্রশ্ন- বাংলাদেশের কিছু অর্জন ?

বাংলাদেশের সক্ষমতা যারা দেখতে পায় না তাদের মতো অক্ষম মানুষ আর নেই।
১। কেউ কি ভেবেছিলো স্বাধীনতার ৪৫ বছর পরেও …………………………………………………?
২। কেউ কি ভেবেছিলো খাদ্যসংকটের দেশ যেখানে কৃষিজমি বিপদজনকভাবে কমে যাচ্ছে সেই দেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিবে?
৩। কেউ কি ভেবেছিলো চিরআমদানি নির্ভর বাংলাদেশের রফতানি তার আমদানিকে ছাড়িয়ে যাবে?
৪। কেউ কি ভেবেছিলো পোশাক রফতানিতে বাংলাদেশ শীর্ষদেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাবে?
৫। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ স্বল্প সময়ে বিদ্যুত উৎপাদন সক্ষমতা ৩৫০০ মেগাওয়াট থেকে ১৫০০০ মেগাওয়াটে পৌছে যাবে?
৬। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ পদ্মাসেতু নিজের টাকায় করার সাহস করবে?
৭। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ পশ্চিমাদের ধমক আর বিশ্বব্যাংকের খবরদারির জবাব দিতে পারবে?
৮। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ মাছ চাষে বিশ্বের চতুর্থ দেশ হবে? ইলিশ উৎপাদন প্রায় চারগুণ বাড়বে?
৯। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ সরকারি চাকুরিজীবীদের বেতন ডাবল করে ২৪ হাজার কোটি টাকা থেকে ৫২ হাজার কোটি টাকা ব্যয় করতে পারবে ১ বছরেই?
১০। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ কয়েক লাখ বিদেশিকে চাকুরি দিবে আর তাদের বেতন দিবে বছরে ৫০/৬০ হাজার কোটি টাকা?
১১। কেউ কি ভেবেছিলো এই বাংলাদেশে ১৩ কোটি মোবাইল ফোন থাকবে? তারা বছরে ৩০ হাজার কোটি টাকার কথা বলবে?
১২। কেউ কি ভেবেছিলো বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ১ বছরে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে?
১৩। কেউ কি ভেবেছিলো বাংলাদেশে প্রতিদিন দেশের সব প্রান্তে মোবাইলে নির্বিঘ্নে শত শত কোটি টাকার লেনদেন করা যাবে?
আরও বলবো?
বিশাল রেমিটেন্স, ডিজিটাইলাইজেশন, মানুষের ক্রয়ক্ষমতা, গড় আয়ু ৭১ ছাড়িয়ে যাওয়া, দুই ঈদের দুই লাখ কোটি টাকার ব্যবসা, সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেট!
বাংলাদেশের সক্ষমতা এর পরেও যারা বুঝবে না, তাদের উদ্দেশ্য বা বোঝার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
statuse credit to Orcy Hajare

Join The Discussion

Compare listings

Compare