প্রশ্ন – বাংলাদেশে টাকা ও  বিজনেসে  রবি সূত্র গুলো কি কি  ?

প্রশ্ন – বাংলাদেশে টাকা ও  বিজনেসে  রবি সূত্র গুলো কি কি  ?

বাংলাদেশ এ বিজনেস এ টাকা লেনদেনের ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা থেকে চরম কিছু শিক্ষা পেয়েছি আজ সেগুলোকে সুত্র আকারে আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলোর আমি নাম দিয়েছি #রবিসুত্র হিসেবে ।

রবি সুত্র ১- কোন ভাবেই কাওকে টাকা ধার দেবেন না ।

কারন- সেই টাকা যে কবে ফেরত পাবেন টা একমাত্র উপরওয়ালা জানে ।

রবি সুত্র ২- যে কোন লেনদেন সব সময় কিছু টাকা হাতে রাখুন এতে করে যার সাথে লেনদেন করছেন তার চেয়ে আপনি ভাল অবস্থানে থাকবেন ।

কারন- লোকের কাছে টাকা পরে থাকলে আপনি তার কাছে ধরা আর আপনার কাছে যার টাকা পরে থাকবে সে আপনার কাছে ধরা ।

রবি সুত্র ৩- কোথাও কোনভাবেই টাকা আডভান্স দিতে যাবেন না । যত সম্ভব কমের মধ্যে দিয়ে পার হতে চেষ্টা করবেন ।

কারন- আপনার বিজনেস ভাল না বা ঝামেলা হইছে ? বিজনেস ছেরে দেবেন ? দেন ভাল কথা কিন্তু আপনার আডভান্সের টাকা একসাথে জিবনেউ ফেরত পাবেন না । মাসের পর মাস আপনাকে ঘুরতে হবে । শুধু তাই না বাড়ি/অফফিস বা দোকান মালিক নানা উপায়ে আপনার আডভান্সের টাকা কম দেয়ার ধান্দা করবে ।

রবি সুত্র ৪- কমদামে বিক্রি করেন প্রয়োজনে যে দামে কেনা সে দামে বিক্রি করেন কোন সমস্যা নাই শুধু বাকি বিক্রি করবেন না ।

কারন- আপনি মরে কবরে চলে জাবেন কিন্তু বাকির সব টাকা আপনি কোনদিনই তুলতে পারবেন না ।

রবি সুত্র ৫- নিজের ছোট ভাই, জামাই, সন্তান বা কাওকেই বিজনেস করার জননে প্রথমেই অনেক টাকা দেবেন না ।

কারন- সাধারণত প্রথম বিজনেস এ মানুষ সাধারণত বার্থ হয় কারন সে অনেক বেপারেই থাকে অনভিজ্ঞ ও নতুন । শুধু তাই না একমাত্র নিজের কামাই করা টাকা ছাড়া মানুষ অন্যর দেয়া টাকা লস বা খরচ করতে খুব বেশি কষ্ট লাগে না এ কারনেই দেখা যায় বাপ মরে গেলে মানুষ বাপের জমি , বাড়ি বিক্রি করে উরিয়ে দেয় কিন্তু নিজের টাকায় কেনা বাড়ি বা জমি সহজে মানুষ বেচতে চায় না । শ্বশুর বাড়ি থেকে পাওয়া যৌতুকের দেয়া গরু, মোটর সাইকেল মানুষ বিক্রি করে খায় কিন্তু নিজের টাকায় কেনা গরু থেকে গরুর গোয়াল ভরে যায় নিজের কেনা বাইক ২০ বছর চালানোর পরেও সেটা বেচে দেয়ার কথা কক্ষনও মাথায় আসে না ।

এছাড়া আপনাদের জানা আরও সুত্র যেগুলো আমি ভুলে গেছি বা উল্লেখ করি নাই আপনারা উল্লেখ করতে পারেন , সাথে থাকার জননে অনেক অনেক ভালবাসা ।

Join The Discussion

Compare listings

Compare