প্রশ্ন – বিজনেস কতটা ঝকুপুরন ? বিজনেসে কি পরিমান টাকা বিনিয়োগ করা উচিৎ ?
বিজনেস এ ঝুকি আছেই । ঝুকি ছাড়া বিজনেস নাই । একটি বিজনেস থিকে থাকার জন্য অনেক কিছু ঠিক ভাবে চলতে হয় কিন্তু কোন বিজনেস বন্ধ হউয়ার জন্য ১ টি কারনি যথেষ্ট । তাই প্রায় সতকরা ৯০% বিজনেস শুরুর ৩ বছরের মধ্যেই ঝরে পড়ে । হয়ত আপনার মুল ধনের অভাব হবে, নয়ত মার্কেটে চাহিদা নাই, অথবা বিজনেস পরিচালনা খরচ বেশি হবে, নয়ত বিজনেস লকেসন ঠিক না, হয়ত দাম বেশি অথবা প্রত্তাসার চেয়ে কম মুনাফা এমন অনেক কারন আছে যে কোন ১ টি কারন আপনাকে ঠিক মত আক্রমন করতে পারলে আপনার বিজনেস শেষ । সুতরাং বিজনেস মানেই ঝুকি, ঝুকি ছাড়া বিজনেস নাই । বিজনেস করতে চাইলে ঝুকি নিয়েই আপনাকে বিজনেস করতে হবে । সুতরাং সেই পরিমান টাকাই বিজনেসে বিনিয়োগ করুন যে পরিমান টাকা লস দিলেও আপনি সজ্জ করতে পারবেন