প্রশ্ন – ব্র্যান্ড নেম ও দেশের বিজনেস ভবিষ্যৎ কেমন হবে ?
বিজনেসের অবস্থা এখন আর আগের মত নেই । সব সেক্টরেই চরম প্রতিযোগিতা । এক সময়ের আলু পটলের দোকান গুলোও এখন সুপার-শপের ব্র্যান্ড নেম কোম্পানি গুলোর সাথে প্রতিযোগিতায় পড়ে গেছে । রাস্তার মোড়ের চা-কফির দোকান গুলোও আগামীতে চরম প্রতিযোগিতার মুখে পরবে ।
আগের চেয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন । মানুষ ৫ টাকা বেশি খরচ করতে রাজি কিন্তু খারাপ কোন কিছু কিনতে রাজি না । আর তাই মানুষ এখন যে কো পণ্য কিনতে গেলে ব্র্যান্ডের পণ্যর দিকে ঝুকছে ।
কারন ব্র্যান্ডের পণ্যর দাম একটু বেশি হলেও গুণগত মান কখনই খারাপ না । আর তাই দেশের সকল শহরেই দিন দিন ব্র্যান্ডের সার্ট, প্যান্ট, জুতা, ফার্নিচার, হোটেল, রেস্তরার সংখ্যা উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ।
একটু বাড়তি কষ্ট আর খরচ করে নিজের কোম্পানির ব্র্যান্ডিং করে ফেলুন দেখবেন বিজনেস অনেক সহজ হয়ে যাবে । যেমনটি প্রান আরএফএল, বসুন্ধরা, বেক্সিমকো করেছে । এসব কোম্পানি যে সেবা বা পণ্য নিয়ে আসে তার মধ্য প্রায় সবই হিট ।
#সতর্কবার্তা- আগামীতে_ ব্র্যান্ডনেম_ কোম্পানি_ গুলোর_ সাথে পাল্লা দিতে গিয়ে অসংখ্য বিজনেস_ বন্ধ_ হয়ে যাবে, তাই সময় থাকতে নিজের বিজনেসের_ ব্রান্ডিং_ করুন ।