প্রশ্ন – বড় বেবসায়ি হতে চান ? দালাল হতে পারবেন ? কি কি গুন লাআগে দালাল হতে ?
বিজনেস কোরতে চান ? আপনি কি দালাল হোটে পারবেন ? ঢাকাড় আব্দুল্লাপুর, শ্যামলী গেলে এমন কিছু দালাল পাবেণ যারা, অপরিচিত একটা মানুষের কাছে গিয়ে কত সহজেই তার সাথে কথা বলে । একটু খানি আলাপচারিতায় আপন হয়ে তার উদ্দেশ্য সাধন করে । টিকেটটি ধরিয়ে দিয়ে আপনার পকেট থেকে টাকা তুলে নেয়। আপনিও তাকে হাসি মুখে বিদায় দিতে ভুল করেন না ।
আপনি যে স্থানে যাবেন সেখানে কোন বাস কখন ছাড়বে তা আপনি না জানলেও দালাল ঠিকই জানে। তার কাছে সব তথ্যই আপডেট পাবেন কোন বাস কখন কোন রুটে ছেড়ে যায়। আপনি ব্যবসা করছেন অথচ আপনার অন্যের সাথে যোগাযোগ ভাল নয়। থাকলেও তা শক্তিশালী কিংবা স্থায়ীও নয়। আপনার প্রতিযোগীরা বাজারে কি আনছে সে আপডেটও আপনার কাছে থাকে না। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যার যোগাযোগ যত ভাল তার এগিয়ে যাওয়া তত সহজ হয়ে গিয়েছে। তাহলে আপনি কেন পিছিয়ে ?
জগতের সবচেয়ে বড় বাবশা গুলোর একটি হোল দালালি । এই মুহূর্তে জগতের সবচেয়ে বড় দালাল বা মিডিয়া হোল ফেশবূক ও গুগোল । ফেসবুক নিজে কিচ্চু লিখে না । আমাদের দিয়ে লেখায় আবার আমাদেরকেই দেখা, আমরাই লাইক, কমেন্ট করি । গুগলেও আকি অবস্থা । আপনি কি জানেন যে সকল ধরনের ব্যাকিং ববসায় দালালী ব্যবসা ? ব্যাংক আপনার অর্থের জিম্মাদার, আপনার সম্পদের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে কিংবা আপনারই প্রতিনিধি হয়ে আপনার টাকার দালালি করে কোটি কোটি টাকা কামাচ্ছে ।
সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনাকে দালাল হতে হবে । আপাত দৃষ্টিতে দালাল হউয়া খুব সহজ মনে হলে বিশ্বস্ত, নির্ভরযোগ্য দালাল হতে হলে আপনাকে অনেক যজ্ঞতার অধিকারি হতে হবে । কিন্তু বাস্তবে দালাল সবাই হতে চাইলেও এমন যজ্ঞতা সবার মদ্ধ টো দুরের কথা সতকরা ৫ জনের মধ্য খুজে পাওয়া দুস্কর । আমাদের সমাজে দালাল বলে যারা পরিচিত । সেগুলর প্রায় সবাই মিত্তাবাদি, ভয়ংকর, সারথপর, কোন আদরস নেই, ভরসা করা আকদম সম্ভব নয় । বিশ্বাস হচ্ছে না ? দেশের পত্রিকা আর সংবাদ মাদ্দম গুলো কি ? কিছু পত্রিকা আছে যে পত্রিকা কোন দলের কোন নেগেটিভ খবর চাপাবে না । দোকানদার কখনও নিজের পন্নর খারাপ দিন সিকার করাত দুরের কথা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলেও মেনে নেবে না । জমি বিক্রতা কাগজের ঝামেলা সিকার করবে না । আমার মতে সফল দালাল হতে হলে বিশেষ কিছু গুন প্রয়োজন যেমন –
১। সত্তবাদি ।
২। নির্ভরযোগ্য ।
৩। উভয় পক্ষের সারথ রক্ষা করা ।
৪। উভয়কে জিতিয়ে দেয়া ।
৫। অসাধারণ যোগাযোগ করার দক্ষতা ।
৬। সাহসি ও আত্মবিশ্বাসী হউয়া ।