প্রশ্ন – বড় ব্র্যান্ড ও কোম্পানির কাছে ছোট কোম্পানি বা বিজনেস গুলোর অবস্থা ও ভবিষ্যৎ কেমন ?
সেদিন Facebook , Apple ও MacDonals এর শেয়ার কেনার সময় মুক্তবাজার অর্থনীতির একটা বাস্তব সত্য মনে পরল যা আমি মনে প্রাণে বিশ্বাস করি । পুঁজিবাদ অর্থনীতিতে একটা সূত্র চরম কাজ করে সে সূত্রটি হল – Strong Money drives poor money:
যার কারনে বড় কর্পোরেশনের মিলিওন/বিলিয়ন ডলার বিনিয়োগের কাছে অসহায় ছোট ছোট সব বিনিয়োগ অসহায় আত্বসমর্পণ করতে বাধ্য হয় ।
এ কারনেই আপনি ফেসবুক, গুগল, এম্যাজন এর মত একই রকম সুযোগ সুবিধা যুক্ত সেবা বা প্রোডাক্ট নিয়ে আসলেউ আপনার সীমাবদ্ধ বাজেট বিনিয়োগ এর কারনে আপনি কখনই
টিকতে পারবেন না । সাধারণত সব ধরনের স্টার্ট আপ কোম্পানীর মধ্য ৯০ ভাগ বিজনেস শুরুর তিন বছরের মধ্যই হারিয়ে যায় । আর যে সব কারনে একটি বিজনেস ফেল করে তার মধ্য বাজেট স্বল্পতা ও কম্পিটিশন অন্যতম ।
আমাদের বাংলাদেশে উদাহরণ হিসেবে Topten এর নাম বলা যেতে পারে । ঢাকার এলিফ্যান্ট রোডের Topten এর শোরুম চালু হবার পরে অনেক শার্ট – প্যান্ট এর কাপর বিক্রির দোকানের বিক্রি এত কমে যায় যে পরে বেশ কটি দোকান বন্ধ হয়ে যায়, এটা আমার নিজের চোখে দেখা । আগামীতে একটি সেক্টরে বড় একটা আগ্রাসন আসছে সেটা হবে কর্পরেট সুপারশপ আগ্রাসন । সুপার শপ সংলগ্ন অনেক মুদি ও খুচরা বিক্রির দোকানগুলো বন্ধ হয়ে যাবে ।
ঔষুধ বিক্রেতা Lazfarma এর কারিশমা চোখে পরার মত । ভুলেও এদের শাখা আছে তার আশে পাশে কেউ ফার্মেসি দোয়ার চিন্তাই করবেন না ।
খোদ আমেরিকায় Walmart, Bj, Sams Club, Duen Read, Macy, JC Penny, Walgreen এর দাপটের কাছে চরম অসহায় খুদে বিক্রেতারা । আমাদের দেশে আগামি দশ বছরে পুরো চেন্জ হয়ে যাবে পাইকারি ও খুচরা বিক্রি সেক্টর । উন্নত সব দেশে এই পরিবর্তন অবশ্য ইতিমধ্যেই হয়ে গেছে ।
আর তাই যে সব কোম্পানীর সাথে প্রতিযোগিতা করে টিকতে পারবেন না তাদের সাথে প্রতিযোগিতায় না গিয়ে বরং তাদের কোম্পানীর শেয়ার কেনা বুদ্ধিমানের কাজ । অথবা তাদের ব্র্যান্ড শপের শাখা নিয়ে বিজনেস করাত হবে অধিক নিরাপদ ও লাভজনক ।