প্রশ্ন – ভবন BHABAN কম্পানির নাম করন কি করে হল ?
অ্যামেরিকাতে ১৯৮২ সালে Granville Semmes ও David Snow একটি কোম্পানি গঠন করে 1-800-Flowers.com এবং ফুল বিক্রি শুরু করে । এই নামের মধ্যেই তাদের ফোন নাম্বার ও ওয়েব ঠিকানা সেই জনপ্রিয়, ২০০৯ সালে তাদের নেট ইঙ্কাম ছিল $-98.4 Million US , সম্পদের মূল্য ছিল $286 Million US কিন্তু আমার দেশের মানুষের কাছে আমার এই নাম্বার ব্র্যান্ডিংটা বুঝের মধ্যেই আসেনি ভেবেছিলাম ২-
১ বছর পড়ে হয়ত বুঝবে কিন্তু পাবলিক কিছুই তেমন বুঝে নাই । অবশেষে “BHABAN” নামেই ব্র্যান্ডিং শুরু করলাম । ২০১৩ তে উত্তেজিত ছিলাম যে 01842-BHABAN.com খুবই মার্কেট পাবে কারন 01842 লেখার পরে BHABAN(242226) লিখলেই আমাদের কোম্পানির নাম্বার হয়ে যায় যা কক্ষনই মুখস্থ করা লাগবে না , কিন্তু বেশির ভাগ মানুষের কাছেই এটা বোধগম্য ছিল না ।