প্রশ্ন – ভবিষ্যৎ জব মার্কেট কেমন হবে , কি কি জব পাওয়া যাবে ?
এ পৃথিবী পরিবর্তন শীল । যুগের পরিবরতনের কারনে আজ থেকে ১০০ বছর আগে পৃথিবী যেমন ছিল আজ তেমন নেই, ১০০ বছর পরে আজকে যেমন আছে তেমন থাকবে না । একই ভাবে আজ থেকে মেত্র ৫০ বছর আগের অনেক জব এখন আর নেই আগামি ৫০ বছর পরেও আজকের অনেক জব থাকবে না , এবং এই দুনিয়া আভাবেই পরিবর্তন হতে থাকবে । এক সময় টাইপ রাইটার ছিল এখন তাদের খুজে পাবেন না, হাতে তৈরি তাতের সংখা দিন দিন কমেই যাচ্ছে, মাত্র কিছু দিন আগে রাস্তার মোড়ে মোড়ে ফনের দোকান ছিল প্রতি মিনিত ৫-৮ টাকায় কথা বলা যেত, প্রায় প্রতিটি শহরে সাইবার কাফে ছিল, সিডি ভিসিয়ারের দোকান ছিল, কাসেত প্লেয়ারে সারাদিন ফিতার কাসেত বাজত এখন এগুলো হারাতে বসেছে । এখন সবাই কম্পিউটারে টাইপ করে, সবার পকেটে পকেটে নিজেসস ফোন আছে, সারা দিন অনালিনে সবাই জ্ঞান সুনে, নাতক, মুভি দেখে । এত ক্ষনে নিসছয় বুঝতে পাচ্ছেন আমাদের চাহিদা ও প্রয়োজন প্রতিনিয়ত কি করে পরিবর্তন হচ্ছে ? ঠিক একই ভাবে জব মার্কেট ও পরিবর্তন হচ্ছে ।
আগে মেয়েরা আইচ এস সি পাস হলেও প্রাইমারি সিক্ষিকা হতে পারত, এখন বি এ পাস হতে হবে । এক সময় লেখা পরা না জানলেও পিওন বা দারনের জব হট এখন সবাই কমপক্ষে এস এস সি পাস খুজে । আগে কোন রকমে পাস করলেই চলত এখন সারতিফিকেতের পাসা পাসি সে ইনলিশ কেমন পারে, শুধু পারে না ইংলিশে কথা বলতে কেমন পারে সেতাও দেখা হয় । প্রায় সকল জবের খেত্রে কম্পিউটার কি জানে কেমন যানে , মাইক্রোসফট অফিস এক্সেল জানা আছে কি না – সব জিজ্ঞাসা করা হয় । কারন এখন জবের খেত্রে আইটি দক্ষতা ও যজ্ঞতা অপরিহার্য হিসেবে দেখা দিয়েছে ।
আজকের ৩০% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি “চতুর্থ শিল্প বিপ্লব”-এর যুগে। অর্থনীতির সিস্টেম বোদলে যেতে শুরু করেছে । বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিকদের টোপকে গিয়ে আইটি সেক্টরের উদ্যোক্তাগণ শীর্ষ বিত্তবানদের তালিকায় চলে আসছেন । আমাদের দেশের bdjobs, pathao একটি অওেবসাইত ও সফটওয়্যার যার মুলো কোটি টাকার অংকে । একসময় দেশের মানুষ ডোমেইন কি বুঝত না এখন bddelivery.com এর মত একটি সাধারন ডোমেইন (৮০০ টাকার ডোমেইন ) কেউ ৫০ লক্ষ টাকায় কিনতেঁ চায় !!!!!!
আজকের পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান-
UBAR কেবলমাত্র একটি Software-এর নাম। না, এদের নিজস্ব কোন গাড়ি নেই। তবু আজ বিশ্বের বৃহত্তম গাড়ি ভাড়ার কোম্পানি হল উবার ।
Amazon যাদের দৃশ্যমান কোন দোকান নাই অথচ এর মালিক জেফ বেজোস পৃথিবীর ১নং ধনী।
Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে।
Facebook পৃথিবীর সবচেয়ে বড় কন্টেন্ট সমৃদ্ধ সামাজিক মাধ্যম যার একটি কন্টেন্ট ও উনারা নিজেরা লিখে না ।
Youtube দুনিয়ার সবচেয়ে বড় ভিডিও দেখার অওেবসাইত কিন্তু নিজেরা কোন ভিডিও বানান না ।
সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপডেট করে নিন । যুগের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করতে না পারলে যুগ ও আপনাকে গ্রহণ করতে প্রস্তুত নন আপনাকে অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেবে । আগামিতে আইটি সেক্টরে প্রচুর দক্ষ ও অভিজ্ঞ লোকের চাহিদা বারবে । আসে পাশে তাকিয়ে দেখেন সবাই আইটি নিয়ে কথা বলছে । হয়ত ভাব্বেন সবাই আইইতি সিখলে কোথায় কাজ পাব ? ভুলেও এমন ভাব্বেন না সবাই কেবল সিখতিছে আমদের দেশে খুব হাই লেভেলে কাজ জানা লোক আপনি খুজেও পাবেন না । এক্ষণই সময় আইটি সেক্টরে নিজেকে দক্ষ ও যুগ উপজগি হিসেবে গড়ে তলার । amon kichu kajer talika dilam apnar icca hole cokh buliye nite paren –
- data entry
- web design
- app developer
- web devloper
- programmer
- it engineer
- it advisor
- cyber security expert
- online marketer
- affiliate marketing
- video editor
- it advisor
- software developer
- ………………..