প্রশ্ন- ভাব গাম্ভীর্য নিয়ে কিছু  কথা  ?

প্রশ্ন- ভাব গাম্ভীর্য নিয়ে কিছু  কথা  ? ৫

বাংলাদেশে বাক্তিত্ত বলতে যা বুঝায় ……..।

১- খুব গাম্ভীর্য ভাব নিয়ে থাকা,
২- সহজেই কারো সাথে কথা না বলা,
৩- কেউ ৩ টা প্রশ্ন করলে ১ টার উত্তর দেয়া,
৪- কাউকে পাত্তা নে দেয়া

এসব আগলা ভাব না ধরে আপনি যেমন তেমনি থাকুন । নিজেকে নিজের মত করে উপভোগ করতে পারাটা অসাধারণ এক সুখ অসাধারণ এক ভাললাগা । নিজের জীবনকে নিজের মত করে উপভোগ করার চেয়ে শান্তি আর কোন কিছু তেই নেই ।

আপনি যেমন তেমনি থাকুন, হাসি মুখে মন খুলে কথা বলুন, তাদের কথা শুনুন হাত বাড়িয়ে দিন, দেখবেন মানুষের অনেক বেশি সম্মান ও ভালবাসা পাবেন । কার্টুনের মত চুপচাপ রোবোট মানুষের মনে জায়গা পাওয়া যায় না আর হা শুনে রাখুব মানুষের সাথে মন খুলে সুন্দর করে হাসি মুখে কথা বলতে যোগ্যতা লাগে । চাইলেই সবাই ওবামা বা হানিফ সংকেতের মত কথা বলতে পারবে না । কথা বলতে মারাত্মক ট্যালেন্ট লাগে 😘 ।

Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare