প্রশ্ন – যৌবন ও বীয়েড় বয়স ? ৯
ছেলে মেয়ে উভয়ই প্রায় ১৫/১৬ বছরের মধ্য যৌবন প্রাপ্ত হয় । আমাদের দেশে বিয়ের জন্য মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ নির্ধারণ করা হয়েছে । কিন্তু একটি ছেলে লেখা পড়া শেষ হতে বয়স হয় ২৫/২৬, কোন জব বা বিজনেস করে নিজের পায়ে দারাতে গেলে বয়স হয়ে যায় ৩০ ।
তো ছেলেমেয়েরা এখন কি করবে ?
সেক্স – ঘুম, ক্ষুধা, প্রসাব, পায়খানা করার মত শারীরিক একটি প্রাকৃতিক বিষয় বা চাহিদা ।
তো তারা ঘুম, ক্ষুধা, প্রসাব, পায়খানা সব করবে শুধু সেক্স করা থেকে বিরত থাকবে ? আসলেই কি থাকে ? থাকা কি সম্ভব ?
প্রেম করা, বিয়ের আগে সেক্স করা, বাথরুমে … মারা কি দিন দিন কমছে নাকি বাড়ছে ?
এ থেকে মুক্তির উপায় কি ? বিয়ের বয়স কত হওয়া উচিত ? এর সমাধান কি হতে পারে ?